এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমান চালু!!

 এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমান চালু!!
এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমান পরিষেবা চালু হলো আগরতলা সেক্টরে। বিমানবন্দরের টার্মিনাল ভবনে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমান পরিষেবার সূচনা করেন বিমানবন্দর অধিকর্তা কেসি মিনা।এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমান প্রতিদিন আগরতলা-কলকাতা রুটের উভয়দিকে সকালে একটি করে যাতায়াত করবে। এছাড়া আগরতলা- দিল্লী ভায়া গুয়াহাটি রুটেও একটি করে বিমান প্রতিদিন যাতায়াত করবে।১৮২ আসনের বোয়িং চলবে। এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসে বিমান চালু হওয়ায় রাজ্যের যাত্রীদের বহিঃরাজ্যে বিমান যাতায়াতে সুবিধা বাড়লো। তবে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমান পরিষেবা চালু হওয়ায় এয়ার ইন্ডিয়ার বিমান পরিষেবা আগরতলা সেক্টর থেকে গুটিয়ে নেওয়ার পরিকল্পনা নিয়েছে বিমান কর্তৃপক্ষ।রবিবার থেকে এয়ার ইন্ডিয়ার সন্ধ্যার ১৮৬ আসনের এয়ারবাসটি আগরতলা-কলকাতার রুটের উভয়দিক থেকে পুরোপুরি তুলে নিয়েছে।এখন এ রুটে এয়ার ইন্ডিয়ার শুধু দুপুরের ১৮৬ আসনের অপর একটি এয়ারবাস চালু রয়েছে। রবিবার থেকে এয়ার ইন্ডিয়ার সন্ধ্যার ১৮৬ আসনের এয়ারবাসটি তুলে নিলেও এই জায়গায় বা তার পরিবর্তে কোনও বিমান দেওয়া হয়নি। তাতে যাত্রীদের যাতায়াতে সুবিধা কমে গেল।এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস ও এয়ার ইন্ডিয়া এই দুটি বিমান সংস্থার মালিক টাটা কোম্পানি।এয়ার ইন্ডিয়া আগে কেন্দ্রীয় সরকারের মালিকানাধীন থাকলেও গত দুই বছর আগে অনেক বাধা-আপত্তি সত্ত্বেও তাতে কর্ণপাত না করে কেন্দ্রীয় সরকার এয়ার ইন্ডিয়াকে বেসরকারী টাটা কোম্পানির কাছে বিক্রি করে দেয়। ত্রিপুরা রাজ্যে এয়ার ইন্ডিয়া গত ৬০ বছর যাবৎ বিমান পরিষেবা চালু রেখেছে।এখন এয়ার ইন্ডিয়াকে উঠিয়ে নেওয়ার পরিকল্পনা ঘিরে রাজ্যের মানুষের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। আগে এয়ার ইন্ডিয়ার নাম ছিল ইন্ডিয়ান এয়ারলাইন্স। আগরতলা সেক্টর থেকে এয়ার ইন্ডিয়ার বিমান তুলে নেওয়ার প্রয়াস শুরু হলেও এই বিষয়ে রাজ্য সরকার কোনও টু শব্দ করছে না বলে রাজ্যবাসীর অভিযোগ।কেন এয়ার ইন্ডিয়ার বিমান গুটিয়ে নেওয়া হচ্ছে সেই বিষয়ে টাটা কোম্পানির তরফেও কোনও ব্যাখ্যা নেই।এদিকে রবিবার এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমান পরিষেবা চালুর অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিমান সংস্থার আগরতলা স্টেশন ম্যানেজার অভিষেক কর সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.