দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি || চাকমা সম্প্রদায়ের অন্যতম ঐতিহ্যবাহী উৎসব বিঝু মেলা। এপ্রিল মাসের মাঝামাঝি সময়ে অর্থাৎ চৈত্র মাসের শেষ দুদিন এবং বৈশাখ মাসের প্রথম দিন মিলিয়ে মোট তিনদিন ব্যাপী এই উৎসবের আয়োজন করা হয়।এ বছর ৪৯তম রাজ্যভিত্তিক বিঝু মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১৩, ১৪ এবং ১৫ এপ্রিল আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানে। প্রথম দিন অর্থাৎ ১৩ এপ্রিল ফুল বিঝুর দিনে সন্ধ্যা ছটায় মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডা. মানিক সাহা। মঙ্গলবার স্বামী বিবেকানন্দ ময়দানে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই তথ্য জানান ৪৯তম মেলা কমিটির সভাপতি তুষার কান্তি চাকমা ৷ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন শিল্প ও বাণিজ্য মন্ত্রী শান্তনা চাকমা, যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী টিংকু রায়, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, বিঝু মেলা উন্নয়ন সংস্থার চেয়ারম্যান বিধায়ক শম্ভু লাল চাকমা, ৪৯তম মেলা কমিটির সভাপতি তুষার কান্তি
চাকমা ছাড়াও ত্রিপুরা রাজ্য চাকমা সামাজিক পরিষদের রাজ্য প্রধান দেবযান চাকমা, পশ্চিম জেলার জেলাশাসক দেবপ্রিয় বর্ধন, বর্ষীয়ান সাংবাদিক স্রোত রঞ্জন খিসা সহ বিশিষ্ট ব্যক্তিত্বগণ।
উদ্বোধনী পর্বের পর হবে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান
।দ্বিতীয় দিনে চৌদ্দ এপ্রিল মূল বিঝুতে বিকেল পাঁচটায় শুরু হবে আলোচনা সভা। মঞ্চে উপস্থিত থাকবেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী,জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা, সমাজসেবী রাজীব ভট্টাচার্য, আগরতলা পুর নিগমের ডেপুটি মেয়র মণিকা দাস দত্ত, রাজ্যভিত্তিক বিঝু মেলা অর্গানাইজিং কমিটির সহ সভাপতি উত্তম কুমার চাকমা, বিঝু মেলা এগজিকিউটিভ কমিটির জয়েন্ট কনভেনার তথা ঊনকোটি জেলার জেলাশাসক তড়িৎ কান্তি চাকমা প্রমুখ ৷ আলোচনা সভার পর অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।
তৃতীয় দিনে পনেরো এপ্রিল গচ্ছেপচ্ছে বিঝুতে বিকেল পাঁচটায় শুরু হবে অনুষ্ঠান। অনুষ্ঠানে সম্মানীয় অতিথি হিসাবে থাকবেন এডিসির চেয়ারম্যান জগদীশ দেববর্মা,
সমাজসেবী বিমল কান্তি চাকমা, ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গঙ্গা প্রসাদ প্রসেইন, ৪৯তম মেলা কমিটির সম্পাদক পিনাকী চাকমা, বর্ষীয়ান সাংবাদিক স্রোত রঞ্জন খিসা, রাজ্যভিত্তিক বিঝু মেলা অর্গানাইজিং কমিটির সহ সভাপতি যোগমায়া চাকমা প্রমুখ।সমাপ্তি দিনেও সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে।
তিনদিনেই ত্রিপুরা, আসাম, মিজোরাম, বাংলাদেশ সহ বিভিন্ন জায়গা থেকে বিশিষ্ট শিল্পীরা গান, নৃত্য পরিবেশন করবেন। মেলাকে ঘিরে ময়দানে সরকারী ও বেসরকারী ভাবে বিভিন্ন স্টল থাকবে। খাবারের স্টলের পাশাপাশি, বয়ন শিল্প সামগ্রী সহ বিভিন্ন দোকানপাট থাকবে। চাকমা জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী ভবচক্র, স্বর্গ ঘর, জুম ঘর প্রদর্শন করা হবে। রাজ্যের সকল অংশের মানুষকে তিন দিনের এই মেলায় অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানিয়েছে মেলা উদযাপন কমিটি। এ দিন সাংবাদিক সম্মেলনে ছিলেন মেলা কমিটির সম্পাদক পিনাকী চাকমা, বিঝু মেলা উন্নয়ন সংস্থার সম্পাদক অনিরুদ্ধ চাকমা ও উত্তরা চাকমা।
অনলাইন প্রতিনিধি:- বাংলাদেশ থেকে কাঞ্চনপুর মহকুমার ভারত- বাংলাদেশ সীমান্ত দিয়ে মিজোরামে যাওয়ার পথে মামিত জেলার…
অনলাইন প্রতিনিধি :- নিরাপত্তার কাজে নয়, টিএসআর জওয়ানদের খাটানো হচ্ছে আর্দালি হিসাবে। পুলিশ আধিকারিকদের ও…
অনলাইন প্রতিনিধি :- ইন্ডিগো আগরতলা- দিল্লী রুটের উভয় দিকে যাতায়াতে আরও একটি বিমান চালু করছে।…
দিল্লীর বিধানসভা ভোট নিয়ে সরগরম দিল্লী। দিল্লীতে এবার এক আঙ্গিকে বিধানসভা ভোট হচ্ছে। গত পরিস্থিতির…
অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরায় উৎপাদিত" অর্গানিক বার্ড আই চিলি " স্হানীয় ভাষায় যাকে বলা হয় ধানি…
২২জানুয়ারী,২০২৪।এক বছরের ব্যবুধানে ২০২৫ সালের ১৩ জানুয়ারি।গত বছরের মেগা ইভেন্টের আসর বসেছিল অযোধ্যায়। এবার মেগা…