এ বছর রাজ্যভিত্তিক ৪৯তম – বিঝু মেলা বিবেকানন্দ ময়দানে

এই খবর শেয়ার করুন (Share this news)

দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি || চাকমা সম্প্রদায়ের অন্যতম ঐতিহ্যবাহী উৎসব বিঝু মেলা। এপ্রিল মাসের মাঝামাঝি সময়ে অর্থাৎ চৈত্র মাসের শেষ দুদিন এবং বৈশাখ মাসের প্রথম দিন মিলিয়ে মোট তিনদিন ব্যাপী এই উৎসবের আয়োজন করা হয়।এ বছর ৪৯তম রাজ্যভিত্তিক বিঝু মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১৩, ১৪ এবং ১৫ এপ্রিল আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানে। প্রথম দিন অর্থাৎ ১৩ এপ্রিল ফুল বিঝুর দিনে সন্ধ্যা ছটায় মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডা. মানিক সাহা। মঙ্গলবার স্বামী বিবেকানন্দ ময়দানে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই তথ্য জানান ৪৯তম মেলা কমিটির সভাপতি তুষার কান্তি চাকমা ৷ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন শিল্প ও বাণিজ্য মন্ত্রী শান্তনা চাকমা, যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী টিংকু রায়, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, বিঝু মেলা উন্নয়ন সংস্থার চেয়ারম্যান বিধায়ক শম্ভু লাল চাকমা, ৪৯তম মেলা কমিটির সভাপতি তুষার কান্তি
চাকমা ছাড়াও ত্রিপুরা রাজ্য চাকমা সামাজিক পরিষদের রাজ্য প্রধান দেবযান চাকমা, পশ্চিম জেলার জেলাশাসক দেবপ্রিয় বর্ধন, বর্ষীয়ান সাংবাদিক স্রোত রঞ্জন খিসা সহ বিশিষ্ট ব্যক্তিত্বগণ।



উদ্বোধনী পর্বের পর হবে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান
।দ্বিতীয় দিনে চৌদ্দ এপ্রিল মূল বিঝুতে বিকেল পাঁচটায় শুরু হবে আলোচনা সভা। মঞ্চে উপস্থিত থাকবেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী,জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা, সমাজসেবী রাজীব ভট্টাচার্য, আগরতলা পুর নিগমের ডেপুটি মেয়র মণিকা দাস দত্ত, রাজ্যভিত্তিক বিঝু মেলা অর্গানাইজিং কমিটির সহ সভাপতি উত্তম কুমার চাকমা, বিঝু মেলা এগজিকিউটিভ কমিটির জয়েন্ট কনভেনার তথা ঊনকোটি জেলার জেলাশাসক তড়িৎ কান্তি চাকমা প্রমুখ ৷ আলোচনা সভার পর অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।
তৃতীয় দিনে পনেরো এপ্রিল গচ্ছেপচ্ছে বিঝুতে বিকেল পাঁচটায় শুরু হবে অনুষ্ঠান। অনুষ্ঠানে সম্মানীয় অতিথি হিসাবে থাকবেন এডিসির চেয়ারম্যান জগদীশ দেববর্মা,
সমাজসেবী বিমল কান্তি চাকমা, ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গঙ্গা প্রসাদ প্রসেইন, ৪৯তম মেলা কমিটির সম্পাদক পিনাকী চাকমা, বর্ষীয়ান সাংবাদিক স্রোত রঞ্জন খিসা, রাজ্যভিত্তিক বিঝু মেলা অর্গানাইজিং কমিটির সহ সভাপতি যোগমায়া চাকমা প্রমুখ।সমাপ্তি দিনেও সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে।


তিনদিনেই ত্রিপুরা, আসাম, মিজোরাম, বাংলাদেশ সহ বিভিন্ন জায়গা থেকে বিশিষ্ট শিল্পীরা গান, নৃত্য পরিবেশন করবেন। মেলাকে ঘিরে ময়দানে সরকারী ও বেসরকারী ভাবে বিভিন্ন স্টল থাকবে। খাবারের স্টলের পাশাপাশি, বয়ন শিল্প সামগ্রী সহ বিভিন্ন দোকানপাট থাকবে। চাকমা জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী ভবচক্র, স্বর্গ ঘর, জুম ঘর প্রদর্শন করা হবে। রাজ্যের সকল অংশের মানুষকে তিন দিনের এই মেলায় অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানিয়েছে মেলা উদযাপন কমিটি। এ দিন সাংবাদিক সম্মেলনে ছিলেন মেলা কমিটির সম্পাদক পিনাকী চাকমা, বিঝু মেলা উন্নয়ন সংস্থার সম্পাদক অনিরুদ্ধ চাকমা ও উত্তরা চাকমা।

Dainik Digital

Recent Posts

প্রধানমন্ত্রীর নরেন্দ্রমোদীর অফিসে রাহুল গান্ধি, সঙ্গে মজুত ছিলেন দেশের প্রধান বিচারপতিও!!

অনলাইন প্রতিনিধি :-নতুন সিবিআই কর্তা নিয়োগ করতে হবে আর সেই উদ্দ্যেশ্যেই লোকসভার বিরোধী দলনেতা রাহুল…

2 hours ago

ভয়াবহ দুর্ঘটনার কবলে ইন্ডিয়ান আইডল জয়ী পবনদীপ,অবস্থা আশঙ্কাজনক!!

অনলাইন প্রতিনিধি :-ভয়াবহ দুর্ঘটনার কবলে ইন্ডিয়ান আইডল জয়ী সিজন ১২ এর পবনদীপ রাজন ৷ উত্তর…

8 hours ago

শবরীমালা মন্দির পরিদর্শনে দ্রৌপদী মুর্মু!!

অনলাইন প্রতিনিধি :-আগামী ১৮ মে দু'দিনের জন্য কেরল সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷ সেই…

10 hours ago

মহাকালেশ্বর মন্দিরে বীভৎস আগুন!!

অনলাইন প্রতিনিধি :-উজ্জ্বয়ন মহাকালেশ্বর মন্দিরে বিভীষিকাময় আগুন। মন্দিরের উপর থেকে গলগল করে নির্গত হচ্ছে কালো…

11 hours ago

হত্যা মামলায় ‘গ্রেপ্তার’ বাংলাদেশে জেলবন্দি চিন্ময় প্রভু!

অনলাইন প্রতিনিধি :-জেলবন্দি সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী ওরফে চিন্ময় প্রভুকে নতুন করে আবার হত্যা…

11 hours ago

নিখোঁজ হয়ে ছিলেন কুড়ি বছরে বাড়ি ফিরে এলেন ৬৩ বছর পর!!

অনলাইন প্রতিনিধি :-যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্য থেকে প্রায় ৬৩ বছর আগে নিখোঁজ হয়েছিলেন অড্রে ব্যাকেবার্গ নামে…

11 hours ago