অনলাইন প্রতিনিধি :-কেন্দ্রীয় সরকার উপজাতি উন্নয়নে আমাদের সাথে একমত। নয়াদিল্লীতে সব ঠিক রয়েছে এখন পর্যন্ত। তবে ত্রিপুরাতে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে।যাতে আমরা একে অপরের বিরুদ্ধে লড়াইয়ে ব্যস্ত থাকি সর্বদা। এতে লাভ হবে অন্যদের। আর সর্বক্ষেত্রে ক্ষতি উপজাতি জন-সমাজের হবে। তাই সকলকে সতর্ক থাকার পাশাপাশি, ষড়যন্ত্র রুখতে যুব সমাজকে পথে নামার বার্তা দিলেন তিপ্রা মথার সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মণ।
বৃহস্পতিবার ইউথ তিপ্রা ফেডারেশনের প্রথম প্লেনারি, সেশন শুরু হলো রবীন্দ্র শতবার্ষিকী ভবনে। প্লেনারি সেশনে তিনি বলেন, রাজ্যব্যাপী একটি অংশ দুর্নীতি করছে। এদের রুখতে যুব সমাজকে দায়িত্ব নিতে হবে। তবেই দুর্নীতি প্রতিরোধ হতে পারে।এক্ষেত্রে তিনি তিপ্রা মথার যুব নেতৃত্বর ভূয়সী প্রশংসা করে বলেন, এভাবেই আমাদের কাজ করতে হবে।
প্রদ্যোত কিশোর দেববর্মণের অভিযোগ, রাজধানীতে বসে অষ্টম শ্রেণী উত্তীর্ণ এক মন্ত্রী তিনটি বাড়ি,গাড়ি কিনলে তারা ভালো মানুষ। তবে আমাদের মধ্যে একজন একটি মোটর বাইক কিনলে আমরা দুর্নীতিগ্রস্ত।এসব বলে রাজ্যের অনুপজাতি-উপজাতি অংশের মানুষকে বিভ্রান্ত করা যাবে না। রাজ্যের মানুষ ভালো করেই জানেন রাজ্যের উপজাতি জনসমাজ কোনও অনৈতিক কাজে যুক্ত নন। এই অষ্টমমান উত্তীর্ণ, মন্ত্রী সহ নেতারাই দুর্নীতিগ্রস্ত।এসব দুর্নীতিগ্রস্তদের সাথে আমাদের যুক্ত করে এরা আমাদের বিভাজন করতে ব্যস্ত হয়ে উঠেছে।যাতে আমাদের সাংবিধানিক অধিকার আদায় না হয়। তাই এ ধরনের কুৎসায় যুব সমাজকে কর্ণপাত করার প্রয়োজন নেই। আমাদের মূল লক্ষ্য থাকবে ২০২৮ শের ত্রিপুরা বিধানসভা নির্বাচনে আরও বেশি আসনে জয়ী হতে হবে। সরকার গঠনে আমরাই হব নির্ণায়ক শক্তি। এ লক্ষ্যে অনুউপজাতি-উপজাতিদের মধ্যে ঐক্য ও সংহতি, রেখে কাজ করে যেতে হবে। রাজ্যের শান্তি-সম্প্রতি রক্ষার দায়িত্বও আমাদের। এখন থেকে আমাদের সব
ধরনের সভা,সমাবেশ রাজধানীতে হবে। বাঙালি জনসমাজও এখন বুঝে গিয়েছেন ‘থানসা’ মানে ‘বন্ধুত্ব’।
প্রদ্যোত কিশোর দেববর্মণ বলেন, বিজেপি-আরএসএস বলছে অখণ্ড ভারত। এখনও অখণ্ড ভারত হলো না। তবে একদিন হয়তো হবে অখণ্ড ভারত। তাই আমরা বলছি গ্রেটার তিপ্রাল্যাণ্ড। আমাদের গ্রেটার তিপ্রাল্যাণ্ডও একদিন হবে। ১৯৯১ সালে বলেছিল রামন্দির হবে। ৩০ বছর বাদে হলতো রামমন্দির। এভাবে আমাদেরও গ্রেটার তিপ্রাল্যাণ্ড হবে একদিন।
তিনি বলেন, সদ্য সমাপ্ত প্রজাতন্ত্র দিবসের দিন নয়াদিল্লীতে আমাদের কৃষ্টি-সংস্কৃতিকে দেশবাসীর সামনে ‘ত্রুটিপূর্ণ ভাবে তোলে ধরা হলো। আমি প্রতিবাদ করলাম। এরজন্যে আমাকে বলা হচ্ছে সাম্প্রদায়িক। এসব বলে আর রাজ্যবাসীকে বিভ্রান্ত করা যাবে না। রাজ্যবাসী সব মিথ্যাচার ধরে ফেলেছেন। তাই বিভ্রান্ত যারা করছে তাদের শেষ রক্ষা হবে না।
তিনি বলেন, আমাদের ভাষার অধিকার, শিক্ষার অধিকার, ভূমির অধিকার, আর্থ-সামাজিক অধিকার, সাংবিধানিক অধিকারের জন্যে ত্রিপাক্ষিক চুক্তির জন্যে সমর্থন করেছি। আমরা বিক্রি হয়ে যাইনি। অপেক্ষা করছি। অবশ্যই আমাদের দাবি আদায় হবে। সভায় স্বাগত ভাষণ দেন অধ্যাপক সুনীল কলই সহ অন্যরা। জগদিশ দেববর্মা, বৃষকেতু দেববর্মা প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিকে, ইউথ তিপ্রা ফেডারেশনের একটি মিছিল রাজধানীর আস্তাবল ময়দান থেকে শুরু হয়। এরপর শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে, রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সভায় মিলিত হয়। শুক্রবার সমাপ্ত হবে ওয়াইটিএফের প্রথম প্লেনারি সেশন।
অনলাইন প্রতিনিধি :-রজমানের আগেই রক্তাক্ত পাকিস্তান। শুক্রবার খাইবার পাখতুনখোয়া প্রদেশের একটি মসজিদে ভয়াবহ বিস্ফোরণ হয়।…
অনলাইন প্রতিনিধি :-গত ১৫ ফেব্রুয়ারি নয়া দিল্লি রেল স্টেশনে পদপিষ্ট হয়ে বহু মানুষের প্রাণহানির ঘটনা…
অনলাইন প্রতিনিধি :-শুক্রবার উত্তরাখণ্ডের চামোলি জেলার বদ্রীনাথ এলাকায় কাজ করছিলেন ঐ শ্রমিকরা।তখনই আচমকাই ধ্বস নামে।প্রবল…
অনলাইন প্রতিনিধি :-বর্তমান সময়ে সাধারণ মানুষ যে কতভাবে প্রতারণার শিকার হচ্ছেন, তার কোনও হিসাব নেই।…
অনলাইন প্রতিনিধি :-সম্প্রতি কলকাতার 'বিশ্ববঙ্গ' বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকে জিও প্ল্যাটফর্মের কর্ণধার মুকেশ আম্বানি ঘোষণা…
শেষ হইয়াও শেষ হইল না মহাকুম্ভ। বিশ্বের সর্ববৃহৎ জনবহুল ধর্মীয় এবং আধ্যাত্মিক অনুষ্ঠানের আসর মহাকুম্ভ।…