ওএনজিসি’র বোমা ব্লাস্টিংয়ে ক্ষতিগ্রস্ত একাধিক পরিবার!!

 ওএনজিসি’র বোমা ব্লাস্টিংয়ে ক্ষতিগ্রস্ত একাধিক পরিবার!!
এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-প্রাকৃতিক গ্যাসের সন্ধানে ONGC কর্তৃপক্ষ মাটির নিচে বোমা ফাটানোর ফলে এলাকার একাধিক পরিবারের বসতঘর ফেঁটে চৌচির ।ঘটনা উওর চড়িলাম ফকিরামুড়া,পরিমল চৌমুহনী এলাকায়. রবিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ONGC কর্তৃপক্ষের কাছে ক্ষতিপূরণের দাবি জানান ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা। জানা যায়, বেশ কিছুদিন যাবৎ উত্তর চলিলাম ফকিরামুড়া, পরিমল চৌমুহনি এলাকায় প্রাকৃতিক গ্যাসের সন্ধানে ওএনজিসি কর্তৃপক্ষ কোনো রকম নোটিশ ছাড়াই ফকিরামুড়া, পরিমল চৌমুহনি এলাকায় মাটির নিচে বোমা ফাটাচ্ছেন ।যার ফলে ফকিরামুড়া,পরিমল চৌমুহনি এলাকার হাবিবুর রহমান ও ফরিদ মিঞার নবনির্মিত বসত ঘর ফেঁটে চৌচির হয়ে যায়। হাবিবুর রহমান ও ফরিদ মিঞা সহ তাদের পরিবারের সদস্যরা ওএনজিসি কর্তৃপক্ষের কাছে বসত ঘরের পাশে বোমা ফাটাতে অনেকবার বারণ করেছেন কিন্তু ওএনজিসি কর্তৃপক্ষ হাবিবুর রহমানের ও ফরিদ মিয়ার পরিবারের কথায় কোনরকম কর্ণপাত করেননি এবং এলাকায় মাটির নিচে বোমা ফাটানোর ফলে একাধিক পরিবারের বসতঘর ফেঁটে চৌচির হয়ে যায় বলে অভিযোগ। এখন দেখার বিষয় সংবাদ পরিবেশিত হওয়ার পর উক্ত বিষয়ে কর্তৃপক্ষ কী ভূমিকা গ্রহণ করেন সেদিকে তাকিয়ে আছেন ক্ষতিগ্রস্ত হাবিবুর রহমান ও তার পরিবারের সদস্যরা।

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.