ওপারে চলে যাওয়া বাইসন ফিরল তৃষ্ণায়!

এই খবর শেয়ার করুন (Share this news)

বিলোনীয়ার তৃষ্ণা অভয়ারণ্য সংরক্ষিত বনাঞ্চল থেকে একটি বয়স্ক বাইসন সীমান্তের কাঁটাতার বেড়া ভেদ করে ওপারে চলে যাওয়ার ঘটনায় তৃষ্ণা অভয়ারণ্য প্রশাসনিক কর্তৃপক্ষের মধ্যে গভীর উদ্বেগ দেখা দেয়। বিভিন্ন কায়দায় এবং অনেক চেষ্টা করে শেষ পর্যন্ত ১৬দিন পর ওপারে চলে যাওয়া বাইসন ফিরিয়ে নিয়ে আনতে সফল হয় তৃষ্ণা অভয়ারণ্য বনদপ্তর কর্তৃপক্ষ। ঘটনা গত ১৯ নভেম্বর। বিলোনীয়া রাজনগর ব্লকের অধীন তৃষ্ণা অভয়ারণ্যের দুর্গাপুর সীমান্ত দিয়ে কাঁটাতারের বেড়া ডিঙিয়ে একটি বাইসন বাংলাদেশের দিকে চলে যায়। তৃষ্ণা অভয়ারণ্যের সংরক্ষিত বনাঞ্চলে কর্তব্যরত বন নিরাপত্তাকর্মীরা বিএসএফের কাছ থেকে এই ঘটনা জেনে সাথে সাথে কর্তৃপক্ষের নজরে নেয়। এরপর কর্তৃপক্ষ ওই সীমান্ত এলাকায় তৃষ্ণা অভয়ারণ্যের অভ্যন্তরে কাঁটাতার সংলগ্ন জায়গায় বাইসনের প্রিয় খাবার রেখে দেওয়া সহ বিভিন্ন কায়দায় চলে যাওয়া বাইসনকে ফিরিয়ে আনার জন্য চেষ্টা চালায় দিনের পর দিন। সীমান্তে কর্তব্যরত বিএসএফ এ কাজে সহযোগিতা করে। বন দপ্তরের সংশ্লিষ্ট কর্মীরা বিএসএফের থেকে অনুমতি নিয়ে কাঁটাতারের ওপারে জিরো লাইন সীমান্ত এলাকায় গিয়ে বাইসনকে এপারে নিয়ে আসার চেষ্টা চালায় বিভিন্ন পদ্ধতিতে। শেষ পর্যন্ত ১৬দিন পর চলে যাওয়া বাইসন তৃষ্ণা অভয়ারণ্যে ফিরে আসে। স্বস্তির নিঃশ্বাস ফেলে তৃষ্ণা অভয়ারণ্য কর্তৃপক্ষ। দক্ষিণ জেলা প্রশাসন ও এ ঘটনার খবর পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়ে। পরে বাইসন ফিরে আসার খবর পাওয়ার পর খুশি হয়। তৃষ্ণা অভয়ারণ্য প্রশাসনিক আধিকারিক অমলেন্দু দেবনাথ জানিয়েছেন চলে যাওয়া বাইসনকে ফিরিয়ে আনতে বনদপ্তরের কর্মীরা বিভিন্ন কায়দায় অনেকদিন ধরে ব্যাপক প্রচেষ্টা চালায়। শেষ পর্যন্ত সফল হয়। এদিকে তিনি জানিয়েছেন প্রতি বছরের মতো এবারও ইন্ডিয়ান বাইসন ফেস্টিভ্যালের সমাপ্তি অনুষ্ঠান নয় ডিসেম্বর জয়চাঁদপুরে অনুষ্ঠিত হবে। পয়লা ডিসেম্বর থেকে এই ফেস্টিভ্যালের উদ্বোধন হয় সাইকেল র‍্যালি থেকে শুরু করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সচেতনতামূলক অনুষ্ঠান, বসে আঁকো প্রতিযোগিতা ইত্যাদির মাধ্যমে কর্মসূচি হাতে নেওয়া হয় । মূলত বন্যপ্রাণী সম্পর্কে সচেতন করা, তৃষ্ণায় বাইসন সম্পর্কে আরও বেশি করে প্রচার ইত্যাদি উদ্দেশ্যকে সামনে রেখেই এই ইন্ডিয়ান বাইসন ফেস্টিভ্যাল করা হয়ে থাকে প্রতি বছর।

Dainik Digital

Recent Posts

এক বছর ধরে বিদ্যুৎ বিল বকেয়া,ধর্মনগর ক্রিকেট অ্যাসোর সংযোগ ছিন্ন করলো নিগম!!

অনলাইন প্রতিনিধি :-মাত্র একদিন আগেই রাজ্যের বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে সাংবাদিক সম্মেলনে মুখ খোলেন বিদ্যুৎমন্ত্রী রতনলাল…

1 hour ago

আক্রান্ত শহিদের স্ত্রী!!

বিয়ের ছয়দিনের মাথায়, মধুচন্দ্রিমা যাপনে গিয়ে চোখের সামনে জঙ্গিদের বুলেটে স্বামীকে হারানো স্ত্রীর বুকফাটা কান্না…

1 hour ago

ডায়াবেটিস নিয়ন্ত্রণে খাদ্যের আঁশ!!

দৈনিক সংবাদ অনলাইন :-বর্তমানে সারা বিশ্বের প্রতিদিনে খাদ্য তালিকা খাদ্যের আঁশের ওপর বেশ জোর দেওয়া…

1 hour ago

দাঁতের গর্ত এবং ক্ষয় এড়াতে সঠিক মাজন ব্যবহার করুন!!

অনলাইন প্রতিনিধি :-মু 'খের পরিষ্কার-পরিচ্ছন্নতার প্রতি মনোযোগ না দেওয়া এবং অতিরিক্ত পরিমাণে মিষ্টি খাবার বা…

2 hours ago

দেশের সাম্প্রতিক পরিস্থিতি, কৈলাসহর বিমানবন্দর চালু করার দাবি উঠলো!!

অনলাইন প্রতিনিধি :-জনগণের দাবিবর্তমান পরিস্থিতিতে কৈলাসহর বিমানবন্দর চালু অতি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। একদিকে যেখানে ভারতের…

2 hours ago

নতুন করে চার মামলায় গ্রেপ্তার চিন্ময় প্রভু!!

অনলাইন প্রতিনিধি :-পুলিশের কাজে বাধা দেওয়া, আইনজীবী-বিচারপ্রার্থীদের ওপর হামলা-ভাঙচুরের অভিযোগ ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে…

2 hours ago