ওপারে ৩৭ বছর কারাবন্দি থেকে দেশে ফিরলেন শাহজাহান!!
অনলাইন প্রতিনিধি :-দীর্ঘ সাঁইত্রিশ বৎসর বাংলাদেশের কুমিল্লা জেলা কারাগারে কাটিয়ে অবশেষে ভারতে ফিরলেন ভারতীয় নাগরিক। সোনামুড়া শহরের দুর্গাপুরের বাসিন্দা শাহাজাহান, সামাজিক সংস্থা জারা ফাউণ্ডেশনের উদ্যোগে দীর্ঘ তিন দশক পর দেশে ফিরে যে জামাল নরক থেকে স্বর্গে ফিরে এসেছেন, শ্রীমন্তপুর চেকপোস্টে সোনামুড়া থানার ওসির উপস্থিতিতে সে ভারতীয় সীমান্তে পা রাখে। ১৯৮৮ সালে সোনামুড়া দুর্গাপুরের বাসিন্দা শাহজাহান বাংলাদেশে আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। সেখানে পুলিশের হাতে ধরা পড়লে পুলিশ তাকে বিভিন্ন মিথ্যা মামলায় জড়িয়ে দেয়। আদালতের রায়ে তার এগারো বৎসর সাজা হয়। কিন্তু সাজার মেয়াদ শেষ হয়ে গেলেও তাকে মুক্তি দেওয়া হয়নি।এরপর কেটে গেছে দীর্ঘ সাঁইত্রিশ বৎসর। কিছুদিন পূর্বে সাজার মেয়াদ শেষ হয়ে গেলেও মুক্তি মেলেনি এরূপ একটি সংবাদ প্রকাশ্যে আসে।তার মুক্তির জন্য এগিয়ে আসে আগরতলার জারা ফাউণ্ডেশনের চেয়ারম্যান মোশাইক আলি।এই স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে অবশেষে বাংলাদেশের জেল থেকে মুক্তি লাভ করল শাহজাহান।দীর্ঘ সাঁইত্রিশ বৎসর পূর্বে যে সময় বাংলাদেশ পুলিশের হাতে ধরা পড়ে জেলে যায় সেই সময়ে তার স্ত্রী ছিলেন সন্তানসম্ভবা। আজ তার পুত্র এই প্রথম পিতার সান্নিধ্য পেলো।দেশে ফিরে স্ত্রীপুত্রকে কাছে পেয়ে শাহজাহান বলেন নরক থেকে মুক্তি পেয়ে স্বর্গে পা রেখেছেন।