চব্বিশ ডিসেম্বর থেকে তিন জানুয়ারীর মধ্যে কোভিড-১৯ পরীক্ষায় পজিটিভ রিপোর্ট আসা ১২৪ জন আন্তর্জাতিক ভ্রমণকারীর শরীরে এগারো ধরনের ওমিক্রন ভ্যারিয়েন্ট পাওয়া গেছে। অবশ্য এর আগেও ভারতে এই ভ্যারিয়েন্টগুলোর উপস্থিতি ধরা পড়েছে। একাধিক সরকারী সূত্র থেকে এই তথ্য পাওয়া গেছে। একই সময়কালে বিমানবন্দর, নৌবন্দর এবং স্থলবন্দরগুলোতে ১৯,২২৭ জন আন্তর্জাতিক সফরকারীকে পরীক্ষা করা হয় এবং তাদের মধ্যে ১২৪ জনের শরীরে কোভিড ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। তাদের নিয়মানুসারে আইসোলেশনে রাখা হয়েছে। ১২৪টি পজিটিভ নমুনার মধ্যে চল্লিশটির জেনোস সিকোয়েন্সিংয়ের ফলাফল পাওয়া গেছে।
এর মধ্যে চৌদ্দটি নমুনায় এক্স এক্স বি এবং একটি নমুনায় বিএফ ৭.৪.১ ভ্যারিয়েন্ট পাওয়া গেছে। কেন্দ্ৰীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডাবিয়া জনগণকে ভীত না হয়ে সতর্কতা অবলম্বন করতে বলেছেন। সরকারী নির্দেশ পালন সহ কোনও কোভিড সংক্রান্ত গুজবে কান না দেওয়ারও আবেদন জানান তিনি। এদিকে ভারতে গত চব্বিশ ঘন্টায় ১৮৮ জন করোনায় আক্রান্ত হয়েছে। সক্রিয় রোগীর সংখ্যা কমে হয়েছে ২, ৫৫৪টি। কোভিডে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৫,৩০,৭১০ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৪,৪৬,৭৯,৩১৯ জন। দৈনিক পজিটিভিটি রেট রেকর্ড করা হয়েছে ০.১০ শতাংশ এবং সাপ্তাহিক পজিটিভিটি রেট রেকর্ড করা হয়েছে ০.১২ শতাংশ। কোভিড-১৯ থেকে সেরে ওঠার জাতীয় হার রেকর্ড করা হয়েছে ৯৮.৮০ শতাংশ। গত চব্বিশ ঘন্টায় কোভিডে তিনজনের মৃত্যু হয়েছে এবং সবকটি মৃত্যুর ঘটনাই ঘটেছে কেরলে।
অনলাইন প্রতিনিধি :-উত্তপ্ত মণিপুরের অশান্তির আঁচ এবার পৌঁছল মুখ্যমন্ত্রীর বাড়ি পর্যন্ত।মন্ত্রী-বিধায়কদের বাড়িতে হামলার পর এবার…
অনলাইন প্রতিনিধি :-বেআইনিভাবে এবং ক্ষমতার অপব্যবহার করে চিকিৎসককে মারধর করার অভিযোগে রাজ্য পুলিশের ডিএসপি প্রসূনকান্তি…
অনলাইন প্রতিনিধি :-ট্রেন, বিমানের পর এবার দেশের সবথেকে বড় ব্যাঙ্করিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়াই উড়িয়ে দেওয়ার…
অনলাইন প্রতিনিধি :-রাজ্যের মন্ত্রী সুধাংশু দাস সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছেন। মন্ত্রীর এই সাম্প্রদায়িক উস্কানির দৌলতে, গণ্ডাছড়া,…
আমেরিকায় পালাবদলের পর বিশ্বের অশান্ত এলাকাগুলিতে,যুদ্ধবিধ্বস্ত সকল অঞ্চলে নতুন ভাবনাচিন্তা শুরু হইয়াছে। বিশেষত দুইটি যুদ্ধ…
অনলাইন প্রতিনিধি :- জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা কবে, চিরস্থির কবে নয়ে নীর, হায়…