অষ্টাদশ লোকসভায় স্পীকার নির্বাচিত হয়েই ফের বিতর্কে জড়ালেন ওম বিড়লা।সপ্তদশ লোকসভায় সংখ্যার জেরে বিজেপি। এবং স্পীকার ওম বিড়লা লোকসভায় বহু বিতর্কে জড়িয়েছেন।কিন্তু অষ্টাদশ লোকসভায় স্পীকার নির্বাচন নিয়ে যখন ধরে নেওয়া হয়েছিলো যে ভোটাভুটি হবে তখন ওম বিড়লাই যে এনডিএ শিবিরের স্পীকার পদে পুনরায় পছন্দের প্রার্থী হবেন তা প্রথমে টের পাওয়া যায়নি। স্পীকার পদে ওম বিড়লার মনোনয়ন করে মোদি শাহরা বিরোধী ইন্ডিয়াকে এটা বুঝিয়ে দিতে চেয়েছেন যে, বিরোধীরা যতই বলাবলি করুক যে, এবার জনতার রায় অন্য খাতে রয়েছে, শাসক শিবির তা পাত্তা দিতে নারাজ।বরং কিছুই হয়নি’ এমন ভাব নিয়েই শাসক শিবির চলতে চাইছে এবং বিরোধীদের বার্তা দিতে চাইছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং তার টিম কোন মতেই মানতে চাইছে না যে এবার আর বিজেপি সরকার নয়, এনডিএ সরকার।২ দফায় যথাক্রমে ২৮২, এবং ৩০৩-এর সংখ্যা নিয়ে নামে এনডিএ সরকার চালালেও এবারই নরেন্দ্র মোদিকে প্রতি পদে পদে ‘এনডিএ সরকার’ হিসাবে চলতে হবে।এবং শরিক দলগুলিকে তুষ্ট করতে হবে আগে।তাই মোদি-শাহ’র তুরুপের তাস ছিল এবার স্পীকার নির্বাচন।বিরোধীরা ডেপুটি স্পীকারের দাবি করলেও সেই শর্ত মানতে চায়নি বিজেপি শিবির।শেষ পর্যন্ত ইন্ডিয়া স্পীকার পদে প্রার্থী দাঁড় করালেও,তা নিয়ম রক্ষার লড়াই তা সকলেরই জানা ছিল।তাই ওম বিড়লাকে জিতিয়ে আনতে মোদি-শাহকে কোন বেগই পেতে হয়নি।প্রশ্ন হলো ওম বিড়লাকে কেন দ্বিতীয়বার বাছলেন মোদি-শাহ? জিএমসি বালাযোগী,বলরাম জাখরাদর নামের পাশে ইতিহাসের কীর্তিগাথা হিসাবে ওম বিড়লা চলে এলেও ওম বিড়লার বাছাইয়ের পেছনে মোদি-শাহ’র অন্যরকম সমীকরণ কাজ করছে।প্রথম সপ্তদশ বিধানসভায় অধিবেশনে একতরফা চালাতে এবং বিরোধীদের কন্ঠরোধ করতে ওম বিড়লা নিরলস কাজ করে গেছেন। একসাথে একদিনে ৭৮ জন সাংসদকে সংসদ থেকে বহিস্কার করার রেকর্ড গড়েছিলেন স্পীকার ওম বিড়লা।সব মিলিয়ে যে সংখ্যা ১১৩-১১৪ তে গিয়ে দাঁড়ায়। যা দেশের ইতিহাসে কোনদিন হয়নি।এরপর খালি সংসদে একের পর এক বিল পাসে সিলমোহর দেন স্পীকার বিড়লা সাহেব।
বিরোধীদের মাইক বন্ধ করা দেওয়া তো ছিল তার রোজকার বিষয়।উপরন্তু রয়েছে দল ভাঙানোর খেলা। শিবসেনাকে ভাঙা হয়েছে। এনসিপিকে ভাঙা হয়েছে। স্পীকার নীরব, কোন ভূমিকা নেই।সংসদে শাসক দলের সাংসদদের বিরুদ্ধে নানা অভিযোগে কার্যত চুপ থেকেছেন।এমনকী ধর্ম নিয়ে কদর্য আক্রমণ করলেও শাসক দলের সাংসদকে তিনি কিছু বলেননি।যদিও বিরোধী দলের সাংসদরা মহুয়া মৈত্রের বিরুদ্ধে অভিযোগ ওঠামাত্র তা তিনি পাঠিয়ে দিয়েছিলেন সংসদের এথিক্স কমিটির কাছে।সেই এথিক্স কমিটির চেয়ারম্যান এবার ভোটে হেরে গিয়েছেন।কিন্তু বহিষ্কার হওয়া সাংসদ মহুয়া ফের জিতে এসেছেন।বহু বিতর্কিত সিদ্ধান্তের সাক্ষী এক স্পীকার ফের স্পীকার পদে বসিয়ে মোদি-শাহরা ফের বিরোধীদের ঘায়েল করার প্ল্যান করেন।যার ইঙ্গিত পাওয়া গেল প্রথম দিন থেকেই।স্পীকার পদে নির্বাচিত হবার পর ওম বিড়লার বেজায় স্তুতি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অন্যদিকে বিরোধী দলনেতা বলেছেন, আশা করি বিরোধীদের ‘ভয়েস’ সংসদে উচ্চারিত হতে স্পীকার এবার সহায়তা করবেন।স্পীকার হচ্ছেন সংসদের অভিভাবক। বিচারক।তিনি নিরপেক্ষ থাকবেন এটা সবাই আশা করেন।তাই স্পীকার নির্বাচন সর্বসম্মতভাবেই হয়।এটাই প্রচলিত রীতি।কিন্তু অষ্টাদশ লোকসভা সেই রীতি ভাঙল। স্পীকার নির্বাচন এবারই প্রথম সর্বসম্মতভাবে হয়নি। এর অর্থ বিরোধীদের সাথে স্পীকারের সংঘাত অনিবার্য। দ্বিতীয় দিনেই টের পেলো সংসদ।
ঘটনা এক: কংগ্রেসের শশী থারুর শপথ নিয়ে ‘জয় সংবিধান’ বলতেই স্পীকার বলে ওঠেন সংবিধানের শপথই তো নিচ্ছেন। কংগ্রেসের দীপেন্দ্র হুড্ডা বলে ওঠেন, এতে স্পীকারের আপত্তির কী আছে?স্পীকার ওম বিড়লা জবাবে বলেন, কিসে আপত্তি আর কীসে আপত্তি হবে না তার পরামর্শ আপনার কাছ থেকে নেব না। ধমক দিয়ে তাকে বসিয়ে দেন।
ঘটনা দুই:-রাষ্ট্রপতির অভিভাষণের উপর বলতে উঠেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তিনি বলেন, দেশের ছাত্ররা নীট নিয়ে উদ্বিগ্ন। এজন্য আমরা আলোচনা করতে চাই।একটা বার্তা যাক ছাত্রদের কাছে।এমন সময়ই রাহুল গান্ধীর মাইক বন্ধ হয়ে গেল।রাহুল গান্ধী মাইক চালুর দাবি জানান, স্পীকারের কাছে।স্পীকার জানান তার কাছে মাইক বন্ধের স্যুইচ থাকে না। সঙ্গে সঙ্গে টিভি ক্যামেরার মুখ ঘুরে গেল স্পীকারের দিকে। একে সংসদে বাকস্বাধীনতার উপর আঘাত, বিরোধীদের সংসদে গলা অবরুদ্ধ করার চেষ্টা বলে অভিহিত করেছে ইন্ডিয়া জোট।
উপরোক্ত ২ টি ঘটনায়ই স্বিকার বিড়লা সাহেব জানিয়ে রাখলেন যে, ২৪০ হলেও তিনি মচকাবেনও না। ভাঙবেনও না। বিরোধীবা এবার যা বোঝার বুঝে নিন।
অনলাইন প্রতিনিধি:- বাংলাদেশ থেকে কাঞ্চনপুর মহকুমার ভারত- বাংলাদেশ সীমান্ত দিয়ে মিজোরামে যাওয়ার পথে মামিত জেলার…
অনলাইন প্রতিনিধি :- নিরাপত্তার কাজে নয়, টিএসআর জওয়ানদের খাটানো হচ্ছে আর্দালি হিসাবে। পুলিশ আধিকারিকদের ও…
অনলাইন প্রতিনিধি :- ইন্ডিগো আগরতলা- দিল্লী রুটের উভয় দিকে যাতায়াতে আরও একটি বিমান চালু করছে।…
দিল্লীর বিধানসভা ভোট নিয়ে সরগরম দিল্লী। দিল্লীতে এবার এক আঙ্গিকে বিধানসভা ভোট হচ্ছে। গত পরিস্থিতির…
অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরায় উৎপাদিত" অর্গানিক বার্ড আই চিলি " স্হানীয় ভাষায় যাকে বলা হয় ধানি…
২২জানুয়ারী,২০২৪।এক বছরের ব্যবুধানে ২০২৫ সালের ১৩ জানুয়ারি।গত বছরের মেগা ইভেন্টের আসর বসেছিল অযোধ্যায়। এবার মেগা…