Categories: দেশ

ওয়াইফাই থেকে জুতো পালিশ, কাদিরের ক্যাবে চড়লেই চমক।

এই খবর শেয়ার করুন (Share this news)

বড় শহরে মানুষের কাছে যাতায়াতের বড় ভরসা ‘অ্যাপ ক্যাব’। বর্ষামুখরিত রাত হোক অথবা বন্ধুর বার্থ ডে পার্টি! মোবাইলের এক ক্লিকেই ঘরের দুয়ারে এসে হাজির হয় ক্যাব। অনেকে রসিকতা করে বলেন, ভাল ক্যাব চালক ভাগ্যে জুটলে যে কোনও সফর হয়ে উঠে মনোরম। যদিও ক্যাব সম্পর্কে বহু যাত্রীর অভিযোগ, চালকরা সঠিক সময়ে আসেন না, অকারণে ট্রিপ ক্যানসেল করে দেন, গাড়ির এসি চালু করেন না ইত্যাদি। কিন্তু দিল্লিতে আবদুল কাদির নামে এক ক্যাব চালক ক্যাব-সফরের সংজ্ঞাই কার্যত বদলে দিয়েছেন।ওই চালক এখন সোশ্যাল মিডিয়ায় নতুন সেনশেসন। কাদিরের গাড়িতে উঠলে একজন যাত্রী প্রায় সব ধরনের সুবিধা ভোগ করতে পারবেন। বিভিন্ন শুকনো খাবার থেকে পানীয়, ওয়াইফাই থেকে সংবাদপত্র সবই পাবেন। সর্বোপরি পাবেন বিনামূল্যে জুতো পালিশ করার সুবিধাও।
গত ২৬ জুন শ্যামলাল যাদব নামের এক যাত্রী টুইটারে নাদিরের গাড়ির ভিতরের ছবি (সঙ্গের ছবি) পোস্ট করে লেখেন, ‘আজ আমি ‘উবার’-এর পরিষেবা নিয়েছি। ড্রাইভারের উদারতায় আমি মুগ্ধ। এই চালক গত সাত বছরে কোনও যাত্রীর রাইড বাতিল করেননি। তার গাড়িতে অনেক কিছু আছে। হ্যাঁ, ফার্স্ট এইড কিট থেকে শুরু করে রাইডারদের জন্য অনেক প্রয়োজনীয় জিনিসপত্র,এবং যা ব্যবহারের জন্য আবদুল কোনও অতিরিক্ত চার্জ নেন না।” বহু মানুষ মন্তব্যের ঘরে ক্যাব চালকের প্রশংসা করছেন। পরে খোঁজ নিয়ে জানা গেছে, সুবিধাবঞ্চিত শিশুদের জন্য নিজের ক্যাবে একটি দানবাক্স রেখেছেন চালক। যাত্রীর মন চাইলে সেখানে কিছু দান করলে কাদির সেই টাকা যথাস্থানে পৌঁছে দেন।স্থানীয় মানুষের অনেকেই এই প্রতিবেদককে জানান, মিনারেল ওয়াটার এবং কোল্ড ড্রিঙ্কের বোতল থেকে শুরু করে প্রয়োজনীয় ওষুধ, বিস্কুট, পারফিউম, দৈনিক পত্রিকা, মাস্ক, জুতার পালিশ, ডাস্টবিন, ছাতা সবই আছে আবদুল কাদিরের এই ক্যাবে। তিনি ক্যাবে একটি নোটিশও রেখেছেন, যাতে লেখা আছে- ‘আমরা প্রত্যেক ধর্মের মানুষকে সম্মান করতে জানি’। ওই ক্যাবে ‘বিনীত আবেদন’ মর্মে আরও লেখা আছে, “আমাদের একে অপরের প্রতি বিনয়ী হওয়া উচিত এবং যারা সমাজের জন্য ভাল কাজ করে তাদের কাছ থেকে অনুপ্রেরণা নেওয়া উচিত।’ শুধু তাই নয়, ওই ক্যাবে আর একটি নোটিশে লেখা, ‘এই ক্যাবের সব সুবিধা একদম ফ্রি এবং এতে ওয়াই-ফাই সুবিধাও আছে।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

বিভৎস ট্রেন দুর্ঘটনা, ছিটকে গেল চলন্ত তিনটি মালগাড়ির কামরা!!

অনলাইন প্রতিনিধি :-ফের লাইনচ্যুত ট্রেন। ছিটকে গেছে তিনটি কামড়া। ঘটনাটি ঘটেছে ওড়িশার তিতলাগড় স্টেশনের কাছে।…

13 hours ago

চিনে আবার নতুন করে কোভিড নাইটিন!!

অনলাইন প্রতিনিধি :-প্রথম সংক্রমণের ৫ বছরের রেষ কাটতে না কাটতেই নতুন করে চিনে খোঁজ মিলেছে…

17 hours ago

দিল্লিতে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত রিয়াজ হামিদুল্লাহ!!

অনলাইন প্রতিনিধি :-গত ৫ আগস্ট হাসিনা জামানার পতনের পর বাংলাদেশ-ভারতের সম্পর্কে ফাটল দেখা দেয়। তবে…

17 hours ago

মরিশাসের জাতীয় দিবসে প্রধান অতিথির মুখ নরেন্দ্র মোদী!!

শুক্রবার মরিশাসের সংসদে প্রধানমন্ত্রী ঘোষণা করেন আসন্ন ন্যাশনাল ডে বা জাতীয় দিবসের উদযাপনে প্রধান অতিথি…

20 hours ago

ধন্যবাদার্হ!!

কোনও চাওয়া যখন পথের থেকে বেশি সংখ্যায় পথবন্ধক তৈরি করে, তাকে পরিত্যাগ করাই বিধেয়। কারণ…

20 hours ago

নয়া জঙ্গি তৎপরতার উপর নজর রাখছে পুলিশ :ডিজিপি!!

অনলাইন প্রতিনিধি:- নারী নির্যাতন কিংবা মহিলা সংক্রান্ত অপরাধের সংখ্যা রাজ্যে উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে। পাশাপাশি…

21 hours ago