ওয়েবকাস্টিং-এর আওতায় থাকবে ১০০ শতাংশ ভোটগ্রহণ কেন্দ্র।।
অনলাইন প্রতিনিধি :-লোকসভা নির্বাচনে ত্রিপুরার দুটি আসনে ১০০ শতাংশ ভোট গ্রহণ কেন্দ্রকে ওয়েবকাস্টিং-এর ব্যবস্থা করবে নির্বাচন কমিশন। ওয়েবকাস্টিং নজরদারি রাখার জন্য প্রত্যেকটি জেলায় ইন্টিগ্রেটেড কন্ট্রোল রুম চালু করবে নির্বাচন দপ্তর। ওয়েবকাস্টিং- এর নজরদারি রাখার জন্য ইন্টিগ্রেটেড কন্ট্রোল রুমের জন্য লোকসভা কেন্দ্রের বিধানসভাভিত্তিক কর্মচারী নিয়োগ করা হয়েছে। ওয়েবকাস্টিং নজরদারি রাখার জন্য নিযুক্ত কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার কাজও বুধবার থেকে শুরু হবে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, প্রথমে রাজ্যের দুটি লোকসভা কেন্দ্রের ৫০ শতাংশ ভোটগ্রহণ কেন্দ্রকে ওয়েবকাস্টিং-এর আওতায় রাখার ব্যবস্থা রেখেছিল নির্বাচন দপ্তর।ভোটগ্রহণ কেন্দ্রের ভিতরে কারচুরির আশঙ্কা প্রকাশ করে রাজ্যের সবকটি ভোটগ্রহণ কেন্দ্রকে ওয়েবকাস্টিং-এর আওতায় আনার দাবি উঠে বিভিন্ন মহল থেকে। শেষ পর্যন্ত ভোটগ্রহণ কেন্দ্রে যাতে কোনও ধরনের কারচুপি না হয় সেজন্য নির্বাচন কমিশনের নির্দেশে রাজ্যের ১০০ শতাংশ ভোটগ্রহণ কেন্দ্রকে ওয়েবকাস্টিং-এর আওতায় আসে নির্বাচন কমিশন।