Categories: দেশ

‘ওয়েস্ট নাইল ফিভার’ মৃত ১

এই খবর শেয়ার করুন (Share this news)

ডেঙ্গু , ম্যালেরিয়া তো ছিলই , এবার শাঁখের করাতের মতো দেশের দক্ষিণপ্রান্তে ছড়িয়ে পড়ল মশাবাহিত রোগের নয়া ভ্যারিয়েন্ট । কেরলে ‘ ওয়েস্ট নাইল ফিভার ’ রোগে মৃত্যুও হল এক ব্যক্তির । জানা গিয়েছে , গত তিন বছরের মধ্যে এই প্রথমবার কেরলে কোনও ব্যক্তির মশাবাহিত রোগে মৃত্যু হয়েছে ।
চিকিৎসকেরা এই বিরল থেকে বিরলতম মশকবাহী রোগের নাম দিয়েছেন ‘ ওয়েস্ট নাইল ফিভার ‘ । এই নয়া রোগে আক্রান্ত হয়ে এ বছরে প্রথম মৃত্যু হল কেরলের ত্রিশুর জেলার ৪৭ বছরের এক বাসিন্দার । সোমবার মৃত্যুর কারণ নিশ্চিত হওয়ার পরেই কেরলে রাজ্যজুড়ে সতর্কতা জারি করা হয়েছে । এই নিয়ে স্বাস্থ্য দপ্তরের তরফেও এক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে । সেখানে বলা হয়েছে , স্বাস্থ্যকর্মীদের একটি বিশেষ দল মৃতের বাড়ির আশপাশে এলাকায় মশার বংশবৃদ্ধি নিয়ন্ত্রণে কাজ শুরু করবে । তাছাড়া জেলার বিভিন্ন এলাকা থেকে রক্তের নমুনা সংগ্রহ করা হচ্ছে । পাশাপাশি নর্দমা ও জমা জল পরিষ্কার করতে নির্দেশ দেওয়া হয়েছে ।

কেরলের স্বাস্থ্যদপ্তর সুত্রে জানা গিয়েছে , ১৭ মে কেরলের ওই ব্যক্তির জ্বর – সহ অন্যান্য উপসর্গ দেখা দেয় । এর পর রোগীকে একাধিক হাসপাতালে নিয়ে যান তার পরিবারের লোকেরা । কিন্তু বিভিন্ন পরীক্ষা – নিরীক্ষা করার সত্ত্বেও তার কী রোগ হয়েছে , কিছুতেই সেটা ধরতে পারছিলেন না – চিকিৎসকরা । অন্য দিকে , ওই ব্যক্তির শারীরিক অবস্থার দ্রুত অবনতি হচ্ছিল । শেষপর্যন্ত অসুস্থ ওই রোগীকে ত্রিশুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করানো হয় । সেখানেই তার পরীক্ষা করার পর চিকিৎসকরা ধরতে পারেন যে , ওই রোগী ওয়েস্ট নাইল ফিভারে আক্রান্ত । কিন্তু এর মধ্যেই চিকিৎসারত অবস্থায় ওই রোগীর মৃত্যু হয় ।

এপ্রসঙ্গে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বীনা জর্জ বলেছেন , ‘ মশাবাহিত রোগে এক ব্যক্তির মৃত্যু হয়েছে । সংক্রমণ যাতে আর না বাড়ে তার জন্য মশা নিয়ন্ত্রণে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে । ‘ ১৯৩৭ সালে উগান্ডায় প্রথম শনাক্ত করা হয়েছিল ওয়েস্ট নাইল ভাইরাস । তখন উগান্ডায় বসবাসকারী এক মহিলা এতে আক্রান্ত হন । ১৯৫৩ সালে এই ভাইরাসটি উত্তর মিশরের নীল ব – দ্বীপ অঞ্চলে পাখিদের মধ্যে পাওয়া যায় । এরপর কাক ও পায়রার মধ্যেও এই ভাইরাস পাওয়া যায় । ১৯৯৭ সালের পর এই ভাইরাসের একটি বিপজ্জনক স্ট্রেন ইজরায়েলে পাওয়া যায় । বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেওয়া তথ্য অনুসারে , এটি একটি মশাবাহিত রোগ ।

সাধারণত কিউলেক্স প্রজাতির মশা থেকে এই রোগ ছড়ায় । মূলত পাখির দেহ থেকে মশার মাধ্যমে এই ভাইরাস ঢোকে মানুষের শরীরে । বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতানুসারে , ওয়েস্ট নাইল ভাইরাস ফ্ল্যাভিভাইরাস জাপানিজ বংশের সদস্য এবং এনসেফালাইটিস অ্যান্টিজেনিক কমপ্লেক্সের অন্তর্গত । মশা যখন কোনও সংক্রমিত পাখির গায়ে বসে তখন এই ভাইরাস মশার শরীরে চলে তখনই তার রক্তে এই ভাইরাস প্রবেশ করে । প্রায় ৮০ শতাংশ সংক্রামিত ব্যক্তির মধ্যে ওয়েস্ট নাইল ভাইরাস সংক্রমণ উপসর্গবিহীন । বাকি ২০ শতাংশ সংক্রামিত ব্যক্তির মধ্যে যে লক্ষণগুলি দেখা যায়- জ্বর , মাথাব্যথা , চরম ক্লান্তি , শরীরে ব্যথা , বমি বমি ভাব , স্কিন র‍্যাশ এবং ফোলা গ্রন্থি । তবে অবস্থা খুব গুরুতর হলে এনসেফালাইটিস , মেনিনজাইটিস , পক্ষাঘাত এবং এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে । বিশেষজ্ঞদের মতে , এই রোগ থেকে বাঁচার সবথেকে ভাল উপায় মশার বৃদ্ধি নিয়ন্ত্রণ করা এবং মশার কামড় থেকে নিজেকে বাঁচিয়ে চলা । কেরলে রোগীর মৃত্যুর খবর দ্রুত ছড়িয়ে পড়ে । সেখানকার স্বাস্থ্য দপ্তরে বিষয়টা জানাজানি হতেই নড়েচড়ে বসেন আধিকারিকরা । এর আগে ২০১৯ সালে , এক শিশুও এই জ্বরে মারা গিয়েছিল । সে বছর প্রায় শখানেক শিশু এই রোগে আক্রান্ত হয় । তাই বাড়তি ঝুঁকি না নিয়েই কেরল জুড়ে সতর্কতা জারি করে স্বাস্থ্য দপ্তর । মশার বংশবৃদ্ধি রোধের উপর জোর দিয়েছে স্বাস্থ্য দপ্তর । সংক্রমণ যাতে আর না ছড়িয়ে পড়ে সেজন্য , মশা নিয়ন্ত্রণ বিধির কর্মসূচি চালু করা হয়েছে ।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

দ্বিতীয়দিন ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হলো হাজারো দর্শক-শ্রোতা!!

অনলাইন প্রতিনিধি:-প্রথমদিনের মতোই উড়ান আয়োজিত ত্রিপুরা লিটারেচার ফেস্টিভ্যালের দ্বিতীয়দিনও ছিল শ্রোতা ও দর্শকে পরিপূর্ণ। সাহিত্য,…

10 hours ago

মার্কিন হাসপাতালে এলোপাথারি গোলাগুলি!!

অনলাইন প্রতিনিধি :-শনিবার আমেরিকার পেনসিলভ্যানিয়া প্রদেশের ইয়র্ক কাউন্টির ‘ইউপিএমসি মেমোরিয়াল হাসপাতাল’ নামে ওই হাসপাতালে ঢুকে…

11 hours ago

আগরতলা-গুয়াহাটি বন্দে ভারত শীঘ্রই।।

অনলাইন প্রতিনিধি :-আগরতলা-গুয়াহাটি-আগরতলার মধ্যে বন্দে ভারত এক্সপ্রেস চলাচল এখন শুধুই সময়ের অপেক্ষা। এই মন্তব্য করেন…

11 hours ago

তেলেঙ্গানার সুড়ঙ্গে আটক ৮ শ্রমিক,বিচ্ছিন্ন যোগাযোগ!!

অনলাইন প্রতিনিধি :-২৪ ঘণ্টা ধরে তেলঙ্গানার শ্রীসৈলাম সুড়ঙ্গে আটকা পড়েছেন আট শ্রমিক। কাদাজলে ভরে গিয়েছে…

11 hours ago

ভোট বিদেশি হস্তক্ষেপ।।

মার্কিন প্রেসিডেন্ট গণতান্ত্রিক রায়ের দুই লাইনের এক মন্তব্যে, শুরু হয়েছে।পরিস্থিতি এমন জায়গায় গিয়ে পৌঁছেছে যে,…

11 hours ago

কেন্দ্রীয় কারাগারে কোটি টাকার টেন্ডার ঘোটালার অভিযোগ!!

অনলাইন প্রতিনিধি :-বিগত বামফ্রন্ট সরকারের আমল থেকেই কেন্দ্রীয় সংশোধনাগার দুর্নীতির আখড়া হিসাবে পরিচিতি লাভ করেছে।দুর্নীতির…

11 hours ago