Categories: Uncategorized

কংগ্রেসকে ভোট দেওয়ার আহবান মানিকের!!

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-দীর্ঘ জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে কংগ্রেসকে ভোট দেওয়ার আহবান জানালেন মানিক সরকার!! ২০২৩ এর বিধানসভা নির্বাচনে বাম-কংগ্রেস জোট হওয়ার পর থেকে দলীয় কোনো কর্মসূচীতে তেমনভাবে অংশগ্রহণ করতে দেখা যায় নি প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআইএম পলিট ব্যুরো সদস্য মানিক সরকারকে।


আর কিছুদিন বাদেই রাজ্যের দুটি লোকসভা আসনে অনুষ্ঠিত হবে লোকসভা নির্বাচন ২০২৪। নির্বাচন ঘোষণার পর থেকেই প্রচার প্রসারে বিভিন্ন কর্মসূচী সংগঠিত করে চলেছে ইন্ডিয়া জোট। কিন্তু কোনো কর্মসূচীতেই শ্রী সরকারের উপস্থিতি লক্ষ্য করা যায়নি। এই নিয়ে বিভিন্ন মহলে ইতিমধ্যেই নানা ধরনের গুঞ্জন তৈরি হয়েছিল। অবশেষে সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে শনিবার পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের প্রার্থী আশিষ কুমার সাহার সমর্থনে এক নির্বাচনী জনসভায় যোগ দেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার।
এদিন ইন্ডিয়া মঞ্চের উদ্যোগে বনকুমারী নেতাজি সংঘের মাঠে এক সভার আয়োজন করা হয়। উক্ত সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআইএম পলিট ব্যুরো সদস্য মানিক সরকার।


এদিন বক্তব্য রাখতে গিয়ে বিজেপির বিরুদ্ধে বিভিন্ন দূর্নীতির অভিযোগ তুলেন শ্রী সরকার। তিনি বলেন, গণতন্ত্রকে প্রহসনে পরিণত করেছে বিজেপি-আরএসএস। ইলেকশন বন্ডের নামে বিজেপির তহবিলে টাকা নিয়ে এমএলএ-এমপি কেনাবেচা করে সরকারে টিকে থাকার চেষ্টা করছে বিজেপি। নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য ইডি,সিবিআইকে ব্যবহার করছে বিজেপি। শুধু তাই নয়, সংবিধানে ধর্মনিরপিক্ষতার যে উল্লেখ রয়েছে তা মানছেন না প্রধানমন্ত্রী। পার্লামেন্ট উদ্বোধনের ক্ষেত্রে ধর্মনিরপেক্ষতার আদর্শকে আক্রান্ত করেছেন তিনি। সংবিধানের মৌলিক ভিত্তিকে চূর্ণ বিচূর্ণ করে নাগরিকত্ব পাওয়ার ক্ষেত্রে ধর্মকে প্রাক্ শর্ত হিসেবে রেখে ভারতবর্ষের মানুষকে ধর্মের ভিত্তিতে বিভক্ত করে দিচ্ছে আরএসএস নিয়ন্ত্রিত বিজেপি সরকার। তিনি আরও বলেন, রাজ্যে কাজ নেই, রোজগার নেই, সন্তান বিক্রি হচ্ছে, রাস্তাঘাট ভগ্নদশায় পড়ে আছে, বিদ্যুতের খুটি ভেঙে পড়ে আছে তোলার লোক নেই, পানীয় জলের অভাব কিন্তু খোঁজ নেওয়ার লোক নেই। সাধারণ মানুষের জন্য চিন্তা নেই এই সরকারের।
পাশাপাশি আশিষ সাহাকে সমর্থন জানিয়ে জনগণের উদ্দেশ্যে তিনি বলেন, কখনো সিপিআইএম হাত চিহ্নে ভোট দেয়নি এবং কংগ্রেসও কাস্তে হাতুরি তারা চিহ্নে ভোট দেয়নি কিন্তু এখন দিতে হবে। সংকীর্ণতা নিয়ে কাজ করলে চলবে না। নইলে লাভ হবে অন্যদের। বিজেপির এই অপশাসন থেকে মুক্তি পেতে হলে ঐক্যবদ্ধ হয়েই কাজ করতে হবে।
রাজ্যে অপশাসন কায়েম রয়েছে। এই জঙ্গল রাজত্বকে চলতে দেওয়া যাবে না। খুন,দূর্নীতি,বেকারত্ব গ্রাস করে নিয়েছে রাজ্যকে। অর্থনৈতিক দিক থেকে আক্রান্ত শ্রমিক, কৃষক, গরিব, ব্যবসায়ী। এই অবস্থা থেকে বেরিয়ে আসতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান শ্রী সরকার। তিনি আরও অভিযোগ তুলেন, নিজেদের স্বার্থ রক্ষার্থে ধনী গরিবের মধ্যে ফারাক সৃষ্টি করেছে বিজেপি। মা-বোনেরা তাদের কাছে মূল্যহীন।
সর্বোপরি, ২০২৩ এর নির্বাচনে এই কেন্দ্রে সিপিআইএম প্রার্থী যে ভোট পেয়েছেন তার চেয়ে দ্বিগুন ভোট নিয়ে আশিষ সাহাকে জয়যুক্ত করার আহবান জানান প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

শূন্য কলস!!

শূন্য কলসি বাজে বেশি,আশৈশব এই বাক্যটি পাঠ্যে পড়ে বেড়ে উঠেছি আমরা সকলে।এখন পাক ফৌজির হম্বি…

2 hours ago

বাতিল করলেন তিন দেশের সফর প্রধানমন্ত্রী!!

অনলাইন প্রতিনিধি :-মে মাসের মাঝামাঝি ক্রোয়েশিয়া, নরওয়ে ও নেদারল্যান্ড সফরে যাওয়ার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র…

2 hours ago

পাকিস্তানে নিহত বেড়ে ২৬!!

অনলাইন প্রতিনিধি :-পাকিস্তানে ভারতের হামলায় মৃত বেড়ে ২৬। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক জানিয়েছেন,…

3 hours ago

কৃষকের মাঝেই ঈশ্বরের অবস্থান: রতন, বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের আর্থিক ক্ষতিপূরণ প্রদান!!

অনলাইন প্রতিনিধি :;মঙ্গলবার সারা রাজ্যে একাধিক অনুষ্ঠানের মাধ্যমে গত বছর রাজ্যের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের…

3 hours ago

বিভিন্ন শহরের সমস্ত ফ্লাইট বাতিল করেছে ভারতীয় বিমান সংস্থা!!

অনলাইন প্রতিনিধি :-পাকিস্তানের জঙ্গি ঘাঁটিতে ভারতীয় সশস্ত্র বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলার পরিপ্রেক্ষিতে ভারতীয় বিমান সংস্থাগুলি জম্মু…

4 hours ago

সিদুঁরের মধ্যে সীমান্তে পাক সেনার গোলাবর্ষণ, মৃত্যু ৩!!

অনলাইন প্রতিনিধি :-বুধবার মধ্যরাতে ভারতীয় সেনার অপারেশন সিঁদুরের মধ্যে পুঞ্চের মেধর এলাকায় বিনা প্ররোচনায় গোলাবর্ষণ…

4 hours ago