বয়সে শতবর্ষ পার এবং দেশের বৃহত্তম সংগঠন কংগ্রেসের ঘরে এখন নানান বিভ্রান্তির মধ্যেই চলিতেছে অন্য তৎপরতা। কংগ্রেস দলের রাশ কাহার হাতে থাকিবে— গান্ধী পরিবারের হাতে , নাকি তৈরি হইবে পরিবারের বাহিরের নেতা , এই লইয়া দলের ভেতরেই নানান সময়ে নানান প্রশ্ন দেখা দিয়াছে , বিশেষ করিয়া গত আট – নয় বৎসরে কংগ্রেস ক্ষমতার বাহিরে চলিয়া যাইবার পর । নানান ধরনের গ্রুপ তৈয়ার করিয়া এআইসিসির বৈঠকে চোটপাট কিংবা নীরবে বিদ্রোহ হইয়াছে । উহা এখনো চলিতেছে । সর্বশেষ জি ২৩ – এর কথা এই ক্ষেত্রে প্রণিধানযোগ্য ।
এই গ্রুপের অন্যতম , কপিল সিবাল বর্তমানে অন্য দলের সাংসদ হইয়া রাজ্যসভা ভূষিত করিতেছেন । অন্যান্য যাহারা এখনো দলের সহিত সংস্রব ত্যাগ করেন নাই তাহারা আবার দলের সঙ্গে সম্পর্ক ক্ষীণ করিয়া দিয়াছেন । ক্ষীণ করিয়া দিয়াছেন । তাহারা প্রকারান্তরে চাহিতেছিলেন দলের নেতৃত্ব গান্ধী পরিবারের বাহিরে থাকুক । কারণ সোনিয়া গান্ধী অসুস্থতার জন্য সর্বক্ষণের হইয়া কাজ করিতে পারিতেছেন না । আবার দলে এমন অনেক নেতা রহিয়াছেন যাহারা অভিজ্ঞতা , বয়স এবং দলের প্রতি আনুগত্যে একেক জন দৃষ্টান্তস্বরূপ । তাহারা আগাইয়া আসিয়া দলের দায়িত্ব গ্রহণ করুন । সেই সময়ে তাহাদের এই বক্তব্যকে গান্ধী পরিবারের অনুগত নেতারা দল বাঁধিয়া এবং সংখ্যাগরিষ্ঠতার জোরে নস্যাৎ করিয়াছিলেন।
যদিও এই গ্রুপের কেহই গান্ধী পরিবারের দান , দলে তাহাদের উচ্চ অবস্থান , তাহাদের প্রতি দেশবাসীর আবেগ কোনটাই অস্বীকার করিতেছেন না , তথাপিও দলের অভ্যন্তরে এক ব্যবধান তৈয়ার হইয়া যায় । এই রকম এক পরিস্থিতিতে এইবার দল সভাপতি নির্বাচন করিতে চলিয়াছে দিনক্ষণ পাকা । এইবার কেবল আনুষ্ঠানিকতা বাকি রহিয়াছে । বলাই বাহুল্য । চিত্র এইবার অন্যরকম । সোনিয়া গান্ধী অসুস্থতার কারণে দায়িত্ব লইতে চাহিতেছেন না । রাহুল গান্ধী ২০১৯ – এর লোকসভা নির্বাচনের ব্যর্থতার দায় কাঁধে লইয়া সভাপতি পদ ছাড়িলেন আর লইতে রাজি নহেন। দলের অভ্যন্তরে জি ২৩ – এর বিরুদ্ধে দাঁড়াইয়া যাহারা গান্ধী পরিবারের জন্য লড়াই করিলেন তাহাদের অনুরোধও প্রত্যাখ্যাত হইয়াছে ।
দলে সভাপতির পদ লইতে অরাজি রাহুল গান্ধী । আবার জি ২৩ – এর বাহিরের লোকেরা মিনমিন করিয়া প্রিয়াঙ্কা বদরার নামও তুলিতে চাহিয়াছিলেন , যদিও বিষয়টা তেমন জমিল না । বেশিদূর আগাইল না তাহাদের এই প্রক্রিয়া । অতএব সেপ্টেম্বরে দলের সভাপতি নির্বাচন এক নতুন মোড়ে আনিয়া দাঁড় করাইবে কংগ্রেসকে । এর আগে গান্ধী পরিবারের বাইরের লোক হিসাবে দেশবাসী সীতারাম কেশরীকে দেখিয়াছিলেন । সোনিয়া গান্ধী দলের দায়িত্ব লওয়ার পর দেশের মানুষ কংগ্রেসের প্রবীণ নেতা সীতারাম কেশরীকে আর দেখিতে পাইলেন না । সোনিয়ার নেতৃত্বে দুই – দুইটি ইউপিএ সরকার প্রতিষ্ঠা হইল দেশে ।
মাঝে আট – নয় বৎসরে গঙ্গা যমুনা কৃষ্ণা কাবেরি দিয়া অনেক জল গড়াইয়া গিয়াছে । আর কংগ্রেস দিনে দিনে হাড়সর্বস্ব হইয়াছে । আজ কংগ্রেসের সামনে যে চ্যালেঞ্জ আসিয়া দাঁড়াইয়াছে তাহা আর একা গান্ধী পরিবারের চ্যালেঞ্জ রহিল না । সোনিয়া গান্ধী , রাহুল গান্ধী সভাপতির চেয়ার হইতে নিরাপদ দূরত্বে চলিয়া আসায় এইবার সমান চ্যালেঞ্জ লইতে হইবে বাদবাকি যাহারা— গোলাম নবি আজাদ , আনন্দ শর্মা , মণীশ তিওয়ারি , ভূপিন্দর সিং হুদার মতন নেতাদের । অস্বীকার করিবার উপায় নাই কংগ্রেসের ঘরে রহিয়াছেন পি চিদাম্বরম , মল্লিকার্জুন খাড়গে , অম্বিকা সোনি, দিগ্বিজয় সিং , বীরাপ্পা মৈলি , এ কে অ্যান্টনি , জয়রাম রমেশের মতন নেতাগণের ।
আবার শশী থারুরের মতন নবীন বিজ্ঞ নেতাও কেবল কংগ্রেসেই রহিয়াছেন ।এইবার হাল তাহাদেরই ধরিতে হইবে । দলখানা যেহেতু কংগ্রেস তাই প্রশ্ন থাকিয়া যায় শেষতক্ না গান্ধী পরিবারেরই কাউকে দেখিতে হয় এই পদে । যদি তাহাই হয় তাহা হইলে কংগ্রেসের যতটা না মঙ্গল তাহার চাইতেও সুযোগ অধিক তৈরি হইবে নরেন্দ্র মোদির জন্য । কংগ্রেসের বিরুদ্ধে শাসকদল বিজেপি বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতে পরিবারতন্ত্র ছাড়া আর কোনও জুতসই অস্ত্র নাই রাজনীতিতে । যদি কংগ্রেস সত্যসত্যই গান্ধী পরিবারের বাহিরের কাউকে দলের নেতা বানাইয়া লয় তাহা হইলে বিরোধী দলকে আক্রমণের কৌশল পাল্টাইতে হইবে মোদি কিংবা বিজেপির নয়া অবতার যিনিই হইবেন তাহাকেই । আর এই আক্রমণ নি : সন্দেহে তীব্র হইবে না । কারণ ৭০ বৎসরের শাসনের দায় নিশ্চয়ই ওই নবাগত অগান্ধী কোনও নেতার হইবে না । কিন্তু কংগ্রেসে এমন দিন কি আসিবে ?
২০২৪-২৫ অর্থবর্ষের প্রথম সাত মাসে প্রত্যক্ষ বিদেশি পুঁজি (ফরেন ডাইরেক্ট ইনথবর্ষের প্রথ বা এফডিআই) যা…
অনলাইন প্রতিনিধি :-দীর্ঘদিন ধরে টি,এস,এফ দাবি করে আসছে রোমান লিপি কে স্বীকৃতি দেওয়ার।বর্তমানে যে প্রশ্নপত্র…
অনলাইন প্রতিনিধি :-কেন্দ্রীয়শিক্ষা মন্ত্রকের সর্বশেষ রিপোর্ট এও ফুটে উঠলো ত্রিপুরার স্কুল শিক্ষা ব্যবস্থার বে-আব্রু চেহারা।…
অনলাইন প্রতিনিধি :-প্রধানমন্ত্রীনরেন্দ্র মোদি সবকা সাথ সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াসের স্লোগান দিয়েছেন। আর…
প্রতিবেশী বাংলাদেশে গত ছয়মাস ধরে চলতে থাকা অস্থির রাজনৈতিক পরিস্থিতির সুযোগ নিয়ে একেবারে নিঃশব্দে এগিয়ে…
অনলাইন প্রতিনিধি:-প্রতিশ্রুতি দিয়ে রক্ষা করছে না সরকার। জেআরবিটির মাধ্যমে গ্রুপ ডি পদে নিয়োগ নিয়ে টালবাহানা…