দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি,অম্পিনগর।। জল,বিদ্যুৎ,রাস্তা বা অন্য কোনও সমস্যা সমাধানের দাবিতে নয়, এবার ককবরক ভাষা জানা চিকিৎসকের দাবিতে পথ অবরোধ করলো গ্রামবাসীরা। অম্পিনগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ককবরক ভাষা জানা চিকিৎসক দেবার দাবীতে বৃহস্পতিবার রাস্তা অবরোধে সামিল হল এলাকার জনজাতি অংশের জনগন। আচমকা সকাল থেকে রাস্তা অবরোধের কারনে নিত্যযাত্রীদের দুর্ভোগ চরমে উঠে। পরে মহকুমা স্বাস্থ্য আধিকারিকের হস্তক্ষেপে প্রায় চার ঘন্টা পর অবরোধ প্রত্যাহৃত হয়। স্বাভাবিক হয় যান চলাচল। স্বস্তির নিঃশ্বাস ফেলেন যাত্রী সাধারণ। কিন্তু এমন অভিনব দাবিতে রাস্তা অবরোধের ঘটনা সম্ভবত এর আগে আর হয় নি।
অমরপুর মহকুমা হাসপাতালের অধিন অম্পিনগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে রিজন দেববর্মা নামে একজন জনজাতি সম্প্রদায়ের চিকিৎসক কর্মরত ছিলেন। সম্প্রতি ওই চিকিৎসককে উদয়পুরে ডেপুটেশনে পাঠিয়ে দেওয়া হয়। যারকারনে অম্পিনগরের মত দুর্গম এলাকার জনজাতি বাসিন্দাদের অসুস্থ রোগী নিয়ে চিকিৎসকের সাথে মত বিনিময় করতে অসুবিধার সন্মুখীন হতে হচ্ছে বলে জনজাতিদের অভিযোগ। বৃহস্পতিবার সকাল ৭টা থেকে এলাকার জনজাতি অংশের একাংশ জনগন তেলিয়ামুড়া -অমরপুর ভায়া অম্পিনগর রাস্তার অম্পিনগরের হিরাপুর এলাকায় রাস্তা অবরোধে সামিল হয়।
আর এতে করে অবরোধ স্থলের রাস্তার দুইপাশে অসংখ্য যানবাহন আটকা পর যায় । দুর্ভোগের শিকার হন নিত্যযাত্রী সহ সরকারী কর্মচারীরা। খবর পেয়ে সকাল সাড়ে দশটা নাগাদ অবরোধ স্থলে ছুটে যায় অমরপুরের মহকুমা স্বাস্থ্য আধিকারিক প্রসেনজিৎ সরকার,অম্পিনগর এসডিপিও উত্তম বনিক সহ পদস্থ আধিকারিকরা। অবরোধকারীদের সাথে কথা বলেন। তারা প্রতিশ্রুতি দেন, ডেপুটেশানে নিয়ে যাওয়া চিকিৎসকে অম্পিনগর সিএইচসিতে ফিরিয়ে আনা হবে নতুবা ভাল ককবরক ভাষা জানা একজন চিকিৎসক অম্পিনগর সিএইচসি সেন্টারে দেওয়া হবে। এরপর এগারটা নাগাদ অবরোধ প্রত্যাহার করে নেওয়া হয়।
অনলাইন প্রতিনিধি :-ভয়ঙ্কর ভূমিকম্পে কাঁপল পাপুয়া নিউগিনির উপকূলের নিউ ব্রিটেন আইল্যান্ড। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা…
অনলাইন প্রতিনিধি :- পড়াশোনা করে অল্প বয়সে চাকরি পেয়েছেন বটে, কিন্তু নতুন চাকরির টাকায় চড়া…
অনলাইন প্রতিনিধি:- জমি কেলেঙ্কারির প্রেক্ষিতে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সুর চওড়া করলো প্রদেশ কংগ্রেস। বিরোধী দল কেলেঙ্কারিতে…
অনলাইন প্রতিনিধি:- ধর্মনগর ডিগ্রি কলেজের এক ছাত্রীকে মারধর, শ্লীলতাহানি সহ মুখে অ্যাসিড মারার হুমকি দেয়…
অনলাইন প্রতিনিধি:- বর্তমান সরকার হল মানুষের সরকার। এমনই দাবি এ মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার। শুক্রবার…
দীর্ঘ আলোচনা শেষে অবশেষে পাস হয়ে গেল বহুচর্চিত এবং প্রতীক্ষিত ওয়াকফ সংশোধনী বিল। সংসদের দুই…