দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি।। রাজ্যের আকর্ষণীয় পর্যটন কেন্দ্রগুলীর মধ্যে অন্যতম হচ্ছে মেলাঘরের রুদ্রসাগর ও নীরমহল। ভারত সরকার বেশ কয়েকবছর আগেই রুদ্রসাগরকে জাতীয় জলাশয়ের মর্যাদা ও স্বীকৃতি দিয়েছে। রাজ্যের এই ঐতিহ্যবাহী পর্যটন কেন্দ্রে প্রতিবছর দেশ বিদেশ থেকে বহু পর্যটক আসেন। বিশেষকরে শীতের মরশুমে এই পর্যটন কেন্দ্রে ভীর থাকে লক্ষ্যনীয়। কিন্তু চরম অবহেলা এবং সংস্কারের অভাবে সৌন্দর্য হারাচ্ছে রাজ্যের এই ঐতিহ্যবাহী পর্যটনকেন্দ্রটি। কচুরীপানা ক্রমশ গ্রাস করে নিচ্ছে রুদ্রসাগরের জলাশয়। জাতীয় জলাশয়কে রক্ষা করার দায় নিতে নারাজ সব মহলই। অথচ রুদ্রসাগর সমবায় সমিতি এই জলাশয় কে ব্যবহার করে বছরে কোটি টাকা রোজগার করলেও, জলাশয় কে রক্ষা করার দায়িত্ব নিতে নারাজ।
এমনকী একটাকাও খরচ করেনা রুদ্রসাগরের রক্ষনাবেক্ষনে। জলাশয়ে সমিতির একচেটিয়া অধিকার। এই জলাশয় কে ব্যবহার করে রুদ্রসাগর সমবায় সমিতি নানাভাবে রোজগার করছে। অথচ রুদ্রসাগরের সৌন্দর্য রক্ষায় সমিতির কোনো দায় নেই। কচুরিপানায় গ্রাস করে নিচ্ছে জলাশয়ের বিস্তির্ণ এলাকা। অযত্ন অবহেলায় জলাশয়ের সৌন্দর্য সুষমা হারিয়ে যাচ্ছে। দেশ বিদেশ থেকে যেসব পর্যটক এখানে আসেন তারাও রুদ্রসাগরের এই চরম অবহেলা ও দুর্দশা দেখে বিস্মিত হন। অথচ কারোর কোনো হেলদোল নেই। পর্যটন দপ্তরও সব দেখে নীরব দর্শকের ভুমিকা পালন করে চলেছে। আর দিনে দিনে অযত্ন অবহেলায় কৌলিন্য হারাচ্ছে রাজ্যের গর্বের রুদ্রসাগর ও রাজন্যস্মৃতি বিজরিত ঐতিহাসিক স্থাপত্য নীরমহল।
অনলাইন প্রতিনিধি :-ভয়াবহ দুর্ঘটনার কবলে ইন্ডিয়ান আইডল জয়ী সিজন ১২ এর পবনদীপ রাজন ৷ উত্তর…
অনলাইন প্রতিনিধি :-আগামী ১৮ মে দু'দিনের জন্য কেরল সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷ সেই…
অনলাইন প্রতিনিধি :-উজ্জ্বয়ন মহাকালেশ্বর মন্দিরে বিভীষিকাময় আগুন। মন্দিরের উপর থেকে গলগল করে নির্গত হচ্ছে কালো…
অনলাইন প্রতিনিধি :-জেলবন্দি সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী ওরফে চিন্ময় প্রভুকে নতুন করে আবার হত্যা…
অনলাইন প্রতিনিধি :-যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্য থেকে প্রায় ৬৩ বছর আগে নিখোঁজ হয়েছিলেন অড্রে ব্যাকেবার্গ নামে…
অনলাইন প্রতিনিধি:-ত্রিপুরার গৃহস্থালি বিদ্যুৎ গ্রাহকদের জন্য এক নতুন যুগের সূচনা হয়েছে।একদিকে যেমন বিদ্যুৎ বিল হচ্ছে…