দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি, বিলোনীয়া।।
রাজ্যে ব্যাপক উন্নয়ন কাজ চলছে। আগের সরকারের আমলে বেশি গুরুত্ব দেওয়া হতো কথা শিল্পকে। অর্থাৎ এই করা হবে, সেই করা হবে। বিভিন্ন নীতি কথা কথা বলে রাজ্যকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে। কাজের কাজ কিছুই হয়নি। বর্তমান বিজেপি জোট সরকার কথা বা প্রতিশ্রুতি নয়, বাস্তবে রূপায়িত করে জনগণের কাছে উন্নয়নমূলক কাজ তুলে ধরছে। এটাই সরকারের প্রধান কর্তব্য। আর তাও অত্যন্ত স্বচ্ছতার সাথেই করা হচ্ছে। দুর্নীতিকে এই সরকার প্রস্রয় দেয় না। রাজ্য এবং কেন্দ্রীয় বিভিন্ন প্রকল্পে ব্যাপক উন্নয়ন কর্মসূচি রাজ্যে রূপায়িত হচ্ছে। কথাগুলি বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা। শনিবার তিনি বিলোনিয়া সফরে আসেন। এদিন সকালে বিলোনিয়া মনুর মুখ এলাকায় ভারত চন্দ নগর ব্লকের নবনির্মিত বিল্ডিং ভবনের শুভ উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী উপরোক্ত অভিমত ব্যক্ত করেন। অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন ভারত চন্দ্র নগর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক কাবেরী নাথ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক অরুণচন্দ্র ভৌমিক, দক্ষিণ জেলার শাসক, পুলিশ সুপার সহ আরো অন্যান্য বিশিষ্টজনেরা । মুখ্যমন্ত্রী এদিন ভারত চন্দ্র নগর ব্লক ভবনের উদ্বোধন অনুষ্ঠান শেষে সোজা চলে যান ত্রিপুরা বাজার এলাকায়। সেখানে জেলা পঞ্চায়েত রাজ ট্রেনিং ইনস্টিটিউটের উদ্বোধন করেন। এরপর চলে আসেন আর্য কলোনি দ্বাদশ বিদ্যালয়ে। এই স্কুলে নবনির্মিত শ্রেণীকক্ষ ও অডিটোরিয়ামের উদ্বোধন করে ছাত্র-ছাত্রীদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে অংশ নেন। রাজ্যের শিক্ষার গুণগত মান যেভাবে বাড়ছে, তাও তুলে ধরেন মুখ্যমন্ত্রী। ছাত্র-ছাত্রীদের প্রতি আহবান রেখে জানান, এই সময় হচ্ছে ডিসিপ্লিন। ভালোভাবে পড়াশোনা করলেই জীবনে উন্নতি হওয়া কেউ আটকাতে পারবেনা। আর্যকলোনী দ্বাদশ বিদ্যালয়ের অনুষ্ঠান শেষে মুখ্যমন্ত্রী হেলিকপ্টারে আগরতলা উদ্দেশ্য পাড়ি দেন।
অনলাইন প্রতিনিধি:- বাংলাদেশ থেকে কাঞ্চনপুর মহকুমার ভারত- বাংলাদেশ সীমান্ত দিয়ে মিজোরামে যাওয়ার পথে মামিত জেলার…
অনলাইন প্রতিনিধি :- নিরাপত্তার কাজে নয়, টিএসআর জওয়ানদের খাটানো হচ্ছে আর্দালি হিসাবে। পুলিশ আধিকারিকদের ও…
অনলাইন প্রতিনিধি :- ইন্ডিগো আগরতলা- দিল্লী রুটের উভয় দিকে যাতায়াতে আরও একটি বিমান চালু করছে।…
দিল্লীর বিধানসভা ভোট নিয়ে সরগরম দিল্লী। দিল্লীতে এবার এক আঙ্গিকে বিধানসভা ভোট হচ্ছে। গত পরিস্থিতির…
অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরায় উৎপাদিত" অর্গানিক বার্ড আই চিলি " স্হানীয় ভাষায় যাকে বলা হয় ধানি…
২২জানুয়ারী,২০২৪।এক বছরের ব্যবুধানে ২০২৫ সালের ১৩ জানুয়ারি।গত বছরের মেগা ইভেন্টের আসর বসেছিল অযোধ্যায়। এবার মেগা…