কথা শিল্পে নয়, আমরা কাজে বিশ্বাসীঃ মুখ্যমন্ত্রী।

এই খবর শেয়ার করুন (Share this news)

দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি, বিলোনীয়া।।
রাজ্যে ব্যাপক উন্নয়ন কাজ চলছে। আগের সরকারের আমলে বেশি গুরুত্ব দেওয়া হতো কথা শিল্পকে। অর্থাৎ এই করা হবে, সেই করা হবে। বিভিন্ন নীতি কথা কথা বলে রাজ্যকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে। কাজের কাজ কিছুই হয়নি। বর্তমান বিজেপি জোট সরকার কথা বা প্রতিশ্রুতি নয়, বাস্তবে রূপায়িত করে জনগণের কাছে উন্নয়নমূলক কাজ তুলে ধরছে। এটাই সরকারের প্রধান কর্তব্য। আর তাও অত্যন্ত স্বচ্ছতার সাথেই করা হচ্ছে। দুর্নীতিকে এই সরকার প্রস্রয় দেয় না। রাজ্য এবং কেন্দ্রীয় বিভিন্ন প্রকল্পে ব্যাপক উন্নয়ন কর্মসূচি রাজ্যে রূপায়িত হচ্ছে। কথাগুলি বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা। শনিবার তিনি বিলোনিয়া সফরে আসেন। এদিন সকালে বিলোনিয়া মনুর মুখ এলাকায় ভারত চন্দ নগর ব্লকের নবনির্মিত বিল্ডিং ভবনের শুভ উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী উপরোক্ত অভিমত ব্যক্ত করেন। অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন ভারত চন্দ্র নগর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক কাবেরী নাথ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক অরুণচন্দ্র ভৌমিক, দক্ষিণ জেলার শাসক, পুলিশ সুপার সহ আরো অন্যান্য বিশিষ্টজনেরা । মুখ্যমন্ত্রী এদিন ভারত চন্দ্র নগর ব্লক ভবনের উদ্বোধন অনুষ্ঠান শেষে সোজা চলে যান ত্রিপুরা বাজার এলাকায়। সেখানে জেলা পঞ্চায়েত রাজ ট্রেনিং ইনস্টিটিউটের উদ্বোধন করেন। এরপর চলে আসেন আর্য কলোনি দ্বাদশ বিদ্যালয়ে। এই স্কুলে নবনির্মিত শ্রেণীকক্ষ ও অডিটোরিয়ামের উদ্বোধন করে ছাত্র-ছাত্রীদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে অংশ নেন। রাজ্যের শিক্ষার গুণগত মান যেভাবে বাড়ছে, তাও তুলে ধরেন মুখ্যমন্ত্রী। ছাত্র-ছাত্রীদের প্রতি আহবান রেখে জানান, এই সময় হচ্ছে ডিসিপ্লিন। ভালোভাবে পড়াশোনা করলেই জীবনে উন্নতি হওয়া কেউ আটকাতে পারবেনা। আর্যকলোনী দ্বাদশ বিদ্যালয়ের অনুষ্ঠান শেষে মুখ্যমন্ত্রী হেলিকপ্টারে আগরতলা উদ্দেশ্য পাড়ি দেন।

Dainik Digital

Recent Posts

শুরু হলো পর্ষদের উত্তরপত্র মূল্যায়ন!!

অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল এপ্রিল মাসের শেষে…

18 hours ago

টিএমসি কাণ্ড, ঋণ নিয়েছিলেন অধ্যাপিকা!তদন্ত চলছে, কাউকে ছাড়া হবে না বিধানসভায় কড়া বার্তা মুখ্যমন্ত্রীর!!

অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরা মেডিকেল কলেজে ছাত্রছাত্রীদের পাস করিয়ে দেবার নাম করে ডা. সোমা চৌধুরী নামে…

19 hours ago

নিজেদের অধিকার রক্ষায় বৈঠকে যাচ্ছে টিএফএর আজীবন সদস্যরা।।

অনলাইন প্রতিনিধি :-রাজ্য ফুটবলের অভিভাবক সংস্থা টিএফএর সংবিধান সংশোধন করার নামে নিজেদের অধিকার কেড়ে নেওয়ার…

20 hours ago

এডিসির ৩০২ স্কুলে ১ জন করে শিক্ষক, ছাত্র সমস্যা নিরসনে সরকার আন্তরিক, বিধানসভায় মুখ্যমন্ত্রী।।

অনলাইন প্রতিনিধি :-এডিসির ৩০২ টি স্কুলে শিক্ষক ১ রয়েছে।জাতীয় স্তরে প্রাথমিক স্কুলে ছাত্র- শিক্ষকের অনুপাত…

20 hours ago

কাজ করেনি,ফেরত গেছে ২২.৯১ কোটি টাকা,বাম আমলে অন্ধকারে ডুবে ছিল রাজ্যের পর্যটন: সুশান্ত।।

অনলাইন প্রতিনিধি :-বামফ্রন্টের টানা ২৫ বছরে রাজ্যের পর্যটন শিল্পের কোনও উন্নয়নই হয়নি। সম্পূর্ণ অন্ধকারে ডুবে…

20 hours ago

জাল ওষুধের রমরমা।

একা রামে রক্ষা নেই, সুগ্রীব দোসর। কথাটা বোধহয় এক্ষেত্রে একেবারে যথার্থভাবে ধ্বনিত হয়।গত কয়দিন ধরেই…

20 hours ago