নেতা-মন্ত্রীদের বারবার ঘোষণা সত্ত্বেও গ্রুপ ডি নিয়োগ হচ্ছে না!!
কবর থেকে তোলা হল শিশুর মৃতদেহ
গত ৩১ জানুয়ারী ধর্মনগর রাধাপুর গ্রাম পঞ্চায়েতের দুই নম্বর ওয়ার্ডে আড়াই বছরের শিশু নিখোঁজের পর বাড়ি থেকে প্রায় ১৫০ মিটার দূরে রাতে একটি পুকুরে শুভ নাথের ( বাবাই ) মৃতদেহ ভাসতে দেখেন এলাকার এলাকার লোকজন। দমকলের সহযোগিতায় তড়িঘড়ি ধর্মনগরে জেলা হাসপাতালে নিয়ে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন । শিশুটির পিতা সাগর নাথ কোন অভিযোগ না করে জেলা হাসপাতাল থেকে ময়নাতদন্ত ছাড়াই বাড়িতে নিয়ে যান শুভকে এবং পরে সামাজিকভাবে তার শেষকৃত্য সম্পন্ন করেন পরিবারের লোকজন । এদিকে এই ঘটনার সপ্তাহ খানেকের মাথায় শুভর মামার বাড়িতে একটি বেনামি চিঠি আসে । সেখানে লেখা ছিল , শুভকে কে মেরেছে সে তা দেখেছে । এরপরই শুভর পরিবারের লোকজন ও গ্রামের মানুষ মিলে উত্তর জেলার পুলিশ সুপার ডাঃ কিরণ কুমার কে’র সাথে দেখা করেন এবং বিষয়টি অবগত করেন ।
২৫ ফেব্রুয়ারী ধর্মনগর থানায় ছেলেকে খুন করা হয়েছে বলে একটি লিখিত অভিযোগ জমা দেওয়া হয় । এই অভিযোগের ভিত্তিতে ভারতীয় দণ্ড বিধির ১৭৪ ধারায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা গ্রহণ করে পুলিশ , যার নম্বর ৫/২২ ধর্মনগর থানা । এদিকে পুলিশ মামলা গ্রহণ করে তদন্ত শুরু করে একটি রিপোর্ট জমা দেয় উত্তর জেলার পুলিশ সুপারের কাছে । কিন্তু এই রিপোর্টে পরিবারের লোকজন সন্তুষ্ট না হওয়ায় তারা শুভর মৃতদেহ কবর থেকে তুলে ময়নাতদন্তের আর্জি জানান। সেই আবেদনমূলে বৃহস্পতিবার মৃত্যুর ঘটনার চার মাস পর ময়নাতদন্তের জন্য কবর থেকে আড়াই বছরের শিশুর কঙ্কাল দেহ তুলে আনলো ধর্মনগর মহকুমার ডিসি অমরচাঁদ বিশ্বাসের উপস্থিতিতে ধর্মনগর থানার পুলিশ । বর্তমানে শিশুটির দেহ রাখা হয়েছে ধর্মনগর জেলা হাসপাতালে । শুক্রবার করা হতে পারে ময়নাতদন্ত ।