বাম সরকারের চল্লিশ বছর, আর বিজেপি- আইপিএফটি সরকারের সাড়ে চার বছর। তার মধ্যে দুই বছর নষ্ট হয়েছে করোনা মহামারিতে। ত্রিপুরাবাসী এবং এই সাব্রুম মহকুমার জনগণ কি পেয়েছে, কতটা পেয়েছে, তা সকলেই জানে। কর্মচারীদের পদোন্নতি থেকে শুরু করে টিএসআর জওয়ানদের চাকরির বয়সসীমা বৃদ্ধি। সবই হয়েছে গত সাড়ে চার বছরে বর্তমান সরকারের সময়কালে। ঘোষণা অনুযায়ী ২০২৩কে লক্ষ্য রেখে রবিবার দক্ষিণ জেলার সাব্রুম মহকুমা থেকে প্রচার অভিযান শুরু করে এই কথাগুলো বলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। রবিবার সাব্রুম মহকুমার থাইবং গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সুশাসন সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে পুরানো রূপে দেখা গেলো। এ দিন সাব্রুমে তিনি একাধিক কর্মসূচিতে অংশ নিয়েছেন। প্রথমে সাব্রুম মণ্ডলের অন্তর্গত চল্লিশ নম্বর বুথে আয়োজিত প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানে অংশ নেন। এরপর সাব্রুমের ছোটখিল ও হরিণাতে প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর জন্মদিবস উপলক্ষে আয়োজিত সাংগঠনিক কর্মসূচিতে অংশ নেন। এ দিন বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়ে ভাষণ রাখতে গিয়ে শ্রীদেব বিরোধী দলগুলিকে তীব্রভাবে নিশানা করেন। তিনি বলেন, রাজ্যের কর্মচারীদের পদোন্নতি সংক্রান্ত বিষয়ে বিগত সরকার কোনও পদক্ষেপ গ্রহণে সাহস দেখায়নি। তৎকালীন মুখ্যসচিবও এই প্রসঙ্গে অকারণ জটিলতা তৈরি করে রেখেছিল। মুখ্যসচিবকে পর্যন্ত সরিয়ে দিয়ে আইনি পথে বারো হাজার কর্মচারীর দীর্ঘ বঞ্চনার অবসান করার সাহস দেখিয়েছে বিপ্লব দেব। এই রাজ্যে দীর্ঘ সময় কমিউনিস্টরা ক্ষমতায় থাকলেও তারা অনলাইন ব্যবস্থাপনায় স্বচ্ছ নিয়োগনীতি ও পরিষেবা প্রদানে সম্পূর্ণ ব্যর্থ ছিলো। কিন্তু এখন তারা পুনরায় সাধারণের উপর চাঁদার জুলুম চালাতে অনলাইন পন্থা অবলম্বন করেছে। বিগত দিনেও কমিউনিস্টরা মানুষের উপর চাঁদার জুলুম চালিয়ে গেছে। বিপ্লব বলেন, কমিউনিস্টরা ছিল মানুষকে গরিব বানিয়ে রাখার যন্ত্র । সংকীর্ণ রাজনৈতিক স্বার্থে মানুষকে কেন্দ্রীয় প্রকল্পের অধিকার থেকে বঞ্চিত করে রেখেছিল। প্রধানমন্ত্রীর ছবি ছিলো বলে মানুষের কাছে পরিষেবা পৌঁছায়নি। বিরোধী দলের সমর্থকদের সমস্ত সুবিধা থেকে বঞ্চিত রেখে তাদের দলীয় ক্যাডারদের পাইয়ে দেওয়ার নীতি ছিল কমিউনিস্টদের। কিন্তু বর্তমানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্দেশিত পথে রাজ্য সরকার আন্তরিকতার সঙ্গে সমস্ত সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে প্রতিটি ব্যক্তি কল্যাণে কাজ করছে।শ্রীদেব আরও বলেন, ভাবি প্রজন্মের সমৃদ্ধ ভবিষ্যৎ নির্মাণের লক্ষ্যে এবং রাজ্যে প্রথম প্রবাহমান উন্নয়ন ধারাকে অব্যাহত রাখতে নরেন্দ্র মোদিই একমাত্র ভরসা।ঐক্যবদ্ধ হয়ে মোদি মন্ত্রে আরও অধিক আসন অর্জনের জন্য কার্যকর্তাদের ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান । তিনি বলেন, স্বচ্ছ নিয়োগনীতি ও উদ্যোগের ফলে বর্তমান সরকারের সময়ে প্রায় সাড়ে পাঁচ লক্ষ কর্মসংস্থান তৈরি হয়েছে। তৈরি করা হয়েছে আগামী পঁচিশ বছরের রূপরেখা। যার ফলভোগ করবে ভবিষ্যৎ প্রজন্ম। তিন লক্ষ সত্তর হাজার (গ্রামীণ ও শহর) পরিবার প্রধানমন্ত্রী আবাস যোজনায় পাকা ঘর পেয়েছে। বরাদ্দ হয়েছে তিন হাজার কোটি টাকা। এই অর্থ রাজ্যের অর্থনীতিকে সমৃদ্ধ করেছে। আগামী আরও এক বছর দেশের একাশি কোটি পঁয়ত্রিশ লক্ষ মানুষকে বিনামূল্যে চাল প্রদানের সিদ্ধান্ত নিয়েছে প্রধানমন্ত্রী মোদি। এতে রাজ্যের ৫.৭৬ লক্ষ পরিবার সুফল পাবে। সরকারী চাকরি সহ বিভিন্ন ক্ষেত্রে মহিলাদের তেত্রিশ শতাংশ সংরক্ষণ চালু করা হয়েছে। শিক্ষা, পানীয় জল, বিদ্যুৎ, যোগাযোগ সর্বক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়েছে। সেই ধারা এখনও অব্যাহত আছে। যে মহকুমাতে আগে মানুষ আসতে চাইতো না সেই মহকুমায় আজ বহুবিধ বাণিজ্য সম্ভাবনা প্রসারে লজেস্টিক হাব, স্পেশাল ইকোনমিক জোন, আইসিপি গড়ে তোলা হচ্ছে। তিনি বলেন, ২০১৮ নির্বাচনে শুধু রাজনৈতিক রং নয়, একই সাথে ব্যবস্থার পরিবর্তনে সমাজ পরিবর্তনের পথ প্রসস্থ হয়েছে। একে ধরে রাখতে হবে। এ দিনের কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক শঙ্কর রায়। রবিবার সাব্রুমে বিপ্লব দেবের প্রতিটি কর্মসূচিতে জাতি-জনজাতি মানুষের পরিস্থিতি ছিল লক্ষ্যণীয়।l
অনলাইন প্রতিনিধি :-ভয়াবহ দুর্ঘটনার কবলে ইন্ডিয়ান আইডল জয়ী সিজন ১২ এর পবনদীপ রাজন ৷ উত্তর…
অনলাইন প্রতিনিধি :-আগামী ১৮ মে দু'দিনের জন্য কেরল সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷ সেই…
অনলাইন প্রতিনিধি :-উজ্জ্বয়ন মহাকালেশ্বর মন্দিরে বিভীষিকাময় আগুন। মন্দিরের উপর থেকে গলগল করে নির্গত হচ্ছে কালো…
অনলাইন প্রতিনিধি :-জেলবন্দি সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী ওরফে চিন্ময় প্রভুকে নতুন করে আবার হত্যা…
অনলাইন প্রতিনিধি :-যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্য থেকে প্রায় ৬৩ বছর আগে নিখোঁজ হয়েছিলেন অড্রে ব্যাকেবার্গ নামে…
অনলাইন প্রতিনিধি:-ত্রিপুরার গৃহস্থালি বিদ্যুৎ গ্রাহকদের জন্য এক নতুন যুগের সূচনা হয়েছে।একদিকে যেমন বিদ্যুৎ বিল হচ্ছে…