দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি || অনৈতিক এবং অনভিপ্রেত কাজের জন্য খেসারত দিতে হলো রাজ্য প্রশাসনের এক টিসিএস আধিকারিককে। রাজ্য মানবাধিকার কমিশনের শাস্তির মুখে হয়েছে ওই টিসিএস আধিকারিককে। তিনি তেলিয়ামুড়ার তৎকালীন বিডিও কৃশানু দে।তার বিরুদ্ধে অভিযোগ,বিডিও থাকাকালীন সময়ে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের সৌন্দর্যায়নের কাজ করিয়ে ঠিকাদারকে অর্থ প্রদান করেননি। কমিশন নির্দেশ দিয়েছে, আগামী তিন মাসের মধ্যে ঠিকাদারকে তার পাওনা ১ লক্ষ ৩১ হাজার ২০০ টাকা মিটিয়ে দিতে। নতুবা ২০১৭ সালের জুলাই মাস থেকে সাত শতাংশ সুদ প্রদান করতে হবে। একই সাথে টিসিএস আধিকারিক কৃশানু দে-র বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জন্য কমিশন রাজ্যের মুখ্যসচিবকেও নির্দেশ দিয়েছে।গত ২৪ এপ্রিল রাজ্য মানবাধিকার কমিশন এই রায় দিয়েছে।উল্লেখ্য, কৃশানু দে তেলিয়ামুড়া ব্লকের বিডিও থাকাকালীন বিকাশ চন্দ নামে আগরতলা এডি নগরের গ্রীনভ্যালি নার্সারির মালিককে দিয়ে মৌখিক নির্দেশ দিয়ে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের সৌন্দর্যায়নের কাজ করিয়েছেন।কাজ সম্পন্ন হওয়ার পর ঠিকাদার বিকাশ চন্দ ২০১৭ সালের জুলাই মাসে ১,৩১,২০০ টাকার বিল জমা দেন বিডিও কৃশানু দে-র কাছে।কিন্তু দীর্ঘ টালবাহানা করেও বিডিও সেই বিল মিটিয়ে দেয়নি।প্রায় বছর ধরে নানা টালবাহানার পর বাধ্য হয়ে বিকাশ চন্দ গত ২২ জুন ২০২২ইং রাজ্য মানবাধিকার কমিশনে বিস্তারিত জানিয়ে বিডিও কৃশানু দে-র বিরুদ্ধে
লিখিত অভিযোগ করেন। অভিযোগ পেয়ে কমিশন গত ২৮ জুন ২০২২ইং বিডিও কৃশানু দে-কে নোটিশ ইস্যু করে।একই সাথে খোয়াই জেলাশাসককেও নোটিশ পাঠিয়ে এই ব্যাপারে তদন্ত করে রিপোর্ট দিতে বলে। এর মধ্যে কৃশানু দে-কে কমিশনের পক্ষ থেকে একাধিকবার নোটিশ ইস্যু করা হলেও তিনি নানা অজুহাতে কমিশনের সামনে হাজির হননি।এর মধ্যে খোয়াই জেলাশাসকের তদন্ত রিপোর্টও অভিযোগের সত্যতা পাওয়া যায়। জেলাশাসকের রিপোর্ট পেয়ে কৃশানু দে-কে কমিশন কারণ দর্শানোর নোটিশ ইস্যু করে তিন সপ্তাহের সময় দিয়ে। কমিশনের তরফেও অভিযোগের তদন্ত করা হয় এবং সত্যতা পাওয়া যায়। কিন্তু দীর্ঘ সময় অতিবাহিত হওয়া সত্ত্বেও কৃশানু দে বিভিন্ন নির্দেশ এড়িয়ে গেছে। এরপরই কমিশন গত ২৪ এপ্রিল চূড়ান্ত রায় দেয়। আগামী তিন মাসের মধ্যে পাওনা টাকা মিটিয়ে দিতে হবে। নতুবা ২০১৭ থেকে সাত শতাংশ অতিরিক্ত সুদ গুনতে হবে।সেই সাথে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণেরও নির্দেশ দেওয়া হয়েছে।
প্রতিবেশী বাংলাদেশে গত ছয়মাস ধরে চলতে থাকা অস্থির রাজনৈতিক পরিস্থিতির সুযোগ নিয়ে একেবারে নিঃশব্দে এগিয়ে…
অনলাইন প্রতিনিধি:-প্রতিশ্রুতি দিয়ে রক্ষা করছে না সরকার। জেআরবিটির মাধ্যমে গ্রুপ ডি পদে নিয়োগ নিয়ে টালবাহানা…
অনলাইন প্রতিনিধি :-রাজ্যেররাজধানী শহর আগরতলার যোগাযোগ ব্যবস্থা গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে দাঁড়িয়েছে উড়াল সেতু। শহরের পশ্চিম…
অনলাইন প্রতিনিধি :-রাজ্যেরসরকারী স্কুলে পরীক্ষার সূচি প্রকাশ হতেই রাজ্যের কোমলমতি ছাত্রছাত্রীদের উপর জুলুমের অভিযোগ উঠেছে…
অনলাইন প্রতিনিধি :-রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী সুনির্দিষ্ট একটি প্রতীককে ত্রিপুরা সরকারের রাজ্য প্রতীক/লোগো হিসেবে ব্যবহারের…
অনলাইন প্রতিনিধি :-সবকিছু ঠিক থাকলে আগামীকালই বিজেপির দশটি সাংগঠনিক জেলার সভাপতিদের নামে চূড়ান্ত সীলমোহর পড়বে।…