কম্পিউটার আপডেট করবেন না, ৪০ কোটি উইন্ডোজ-১১ গ্রাহককে সতর্ক করল মাইক্রোসফট্!!

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-কম্পিউটারে যারা
অপারেটিং সিস্টেম হিসাবে উইন্ডোজ-১১ ব্যবহার করেন, আপডেট নিয়ে সম্প্রতি কিছু বিভ্রান্তি তৈরি হওয়ায় তাদের ৪০ কোটি গ্রাহককে এই নিয়ে সতর্ক করল মাইক্রোসফট। ওয়াশিংটনের রেডমন্ডস্থিত সংস্থার সদর দপ্তর থেকে বিবৃতি জারি করে বিল গেটসের প্রতিষ্ঠিত মাইক্রোসফট ২০২৪ সালের শেষ ‘প্যাচ টিইউসডে’ (গত মঙ্গলবার)-তে জানিয়েছে, পিসি আপডেট করলে ভবিষ্যতে নিরাপত্তা সংক্রান্ত আপডেট পাওয়ার সুযোগ হারাতে পারেন উইন্ডোজ-১১ ব্যবহারকারীরা। ব্যাবহারকারীর এই সংখ্যাটি ৪০ কোটি।এই সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন সংবাদমাধ্যম ফোর্বস।
এক সপ্তাহ আগে মাইক্রোসফট উইন্ডোজ ১১-এ আপগ্রেডের জন্য
পিসিতে টিপিএম ২.০ (ট্রাস্টেড প্ল্যাটফর্ম মডিউল) হার্ডওয়‍্যার থাকাকে বাধ্যতামূলক ঘোষণা করা হয়েছিল।তাই যেসব পিসিতে টিপিএম ২.০ হার্ডওয়‍্যারটি নেই, সেগুলিতে উইন্ডোজ-১১ আপডেটের পথ বন্ধ করে দিয়েছিল মাইক্রোসফট।
কিন্তু এর পরেই টেক জায়ান্ট সেই সিদ্ধান্ত থেকে সরে এসে নতুন করে জানায় যে, এখন পুরোনো এবং অনুপযুক্ত পিসিতেও উইন্ডোজ ১১ ‘ইনস্টল’ করা যাবে।
পিসি ওয়ার্ল্ড-এ প্রকাশিত খবর উদ্ধৃত করে ফোর্বসের প্রতিবেদনে প্রকাশ, পুরনো, অনুপযুক্ত পিসিতেও উইন্ডোজ ১১ ইনস্টল করার অনুমতি দিচ্ছে মাইক্রোসফট।বহু বছর সতর্ক করার পরে সম্প্রতি মাইক্রোসফট তাদের নীতি কড়াকাড়ি করেছিল।কিন্তু এখন ‘অপ্রত্যাশিত ও বিভ্রান্তিকরভাবে’ মাইক্রোসফট অনুপযুক্ত পিসিতেও উইন্ডোজ ১১
ইনস্টল করার সুযোগ দিয়েছে।
এ কথা বললে কী হবে, বাস্তবে যাদের পিসিতে টিপিএম ২.০ নেই, তারা চাইলেও উইন্ডোজ ১১ ইনস্টল করতে পারতেন না। নতুন বিবৃতিতে মাইক্রোসফট স্পষ্ট করে বলেছে, টিপিএম ২.০ ছাড়া যেসব পিসি রয়েছে, সেগুলি আপডেট করলে ভবিষ্যতে আর নিরাপত্তা আপডেট পাওয়ার সম্ভাবনা থাকবে না। মাইক্রোসফট তাদের সহায়ক পৃষ্ঠায় একটি নোট প্রকাশ করেছে।এতে তারা সতর্ক করে জানিয়েছে, ‘পিসি যদি পুরনো বা অনুপযুক্ত হয়, তবে উইন্ডোজ ১১ ইনস্টল করা হলে ডিভাইসটি সঠিকভাবে কাজ নাও করতে পারে এবং আপনি ভাইরাস বা সুরক্ষা সংক্রান্ত সমস্যা সমাধানের জন্য দেওয়া আপডেট নাও পেতে পারেন। এতে করে পিসি হ্যাকিং বা ভাইরাসের আক্রমণের ঝুঁকি বাড়বে।’পাশাপাশি মাইক্রোসফট তাদের সহায়ক পৃষ্ঠায় একটি শর্তও দিয়ে বলেছে, ‘যদি আপনি উইন্ডোজ ১১ ইনস্টল করার সিদ্ধান্ত নেন, তবে অনুপযুক্ত পিসিতে এটি ব্যবহারের কারণে ভবিষ্যতে কোনও আপডেট পাবেন না। এছাড়া, এর ফলে আপনার পিসি কাজ করা বন্ধ করে দিলে, মাইক্রোসফট আপনার পিসির কোনও প্রকারের ক্ষতির জন্য দায়বদ্ধ থাকবে না। এমনকি পিসির কোনও সমস্যা হলে, নির্মাতাদের দেওয়া ওয়্যারেন্টি থাকলেও সংস্থা কর্তৃপক্ষ এর জন্য দায়বদ্ধ থাকবে না।’
উইন্ডোজ ১০-এর সাপোর্ট ২০২৫ সালে শেষ হয়ে যাবে। ফলে অনেক ব্যবহারকারী এখন উইন্ডোজ ১১-এ আপগ্রেড করার চেষ্টা করছেন। তবে মাইক্রোসফটের এ সিদ্ধান্ত পরিবর্তন এবং জটিলতার কারণে, অনেক ব্যবহারকারী বুঝতে পারছেন না তারা কী করবেন। তাই উইন্ডোজ ১০ ব্যবহারকারীদের জন্য মাইক্রোসফটের স্পষ্ট এবং সহজ নির্দেশিকা প্রয়োজন, যাতে ব্যবহারকারীরা বুঝতে পারেন কী ভাবে তাদের পিসি আপগ্রেড করতে হবে এবং কোন অপশনটি তাদের জন্য সেরা হবে বলে মত দিয়েছেন সংশ্লিষ্ট মহলের বিশেষজ্ঞরা। অনেকে আশা করছেন, উইন্ডোজ ১০-এর সাপোর্টের আনুষ্ঠানিক সমাপ্তির পরেও, মাইক্রোসফট এই অপারেটিং সিস্টেমের ব্যবহারকারীদের জন্য ‘সিকিউরিটি আপডেট’ দেবে।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

তিন ঘন্টা ধরে ৫০ ফুট উপরে উঠে আটকে রইল নাগরদোলা!

অনলাইন প্রতিনিধি :-কমপক্ষে ৩০ জন মানুষ৷ জমি থেকে ৫০ ফুট উপরে উঠে শূন্যে ভাসমান অবস্থায়…

15 hours ago

অমরপুর ও নূতনবাজারে একাধিক কর্মসূচি,কৃষকরা লাভের মুখ দেখছেন: রতন!!

অনলাইন প্রতিনিধি :-অর্থনীতিতে বিশ্বের মধ্যেচতুর্থ স্থানে ভারত। আগামীদিনে জার্মানিকে পেছনে ফেলে বিশ্ব অর্থনীতিতে তৃতীয় স্থানে…

17 hours ago

কপিলমুনি আশ্রমের সামনে প্রবল জলোচ্ছ্বাস!!

অনলাইন প্রতিনিধি :-গঙ্গাসাগরের কপিলমুনি আশ্রম প্রাঙ্গণের সামনে প্রবল জলোচ্ছ্বাস। দৈত্যাকার ঢেউ আঁচড়ে পড়ছে উপকূলে। তীরবর্তী…

18 hours ago

স্টুডেন্ট ভিসা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করল ট্রাম্প!!

অনলাইন প্রতিনিধি :-স্টুডেন্ট ভিসা আবেদনকারীদের ইন্টারভিউ প্রক্রিয়া স্থগিত রাখার নির্দেশ দিয়েছে ট্রাম্প প্রশাসন ৷ মার্কিন…

18 hours ago

দ: কোরিয়ায় এশিয়ান জিমনাস্টিক্স, ভারতীয় দলে ত্রিপুরার শ্রীপর্ণা!!

অনলাইন প্রতিনিধি :-প্রত্যাশা মতোই দক্ষিণ কোরিয়াতে হতে চলা মহিলাদের ১৮তম এশিয়ান জুনিয়র আর্টিস্টিক জিমনাস্টিক্স চ্যাম্পিয়নশিপের…

18 hours ago

বর্ষপূর্তির রণসাজ!!

প্রধানমন্ত্রী হিসাবে টানা ১১ বছর ক্ষমতায় থাকার এক মাইলফলক পূর্ণ করলেন নরেন্দ্র মোদি।২০১৪ সালের ২৬…

18 hours ago