দৈনিক সংবাদ অনলাইন।। শিক্ষক বদলির প্রতিবাদে যতনবাড়ি থেকে করবুক যাতায়াতের প্রধান সড়কের বৈদ্যবাড়ী এলাকায় শনিবার সকালে পথ অবরোধ করে করবুক ইংলিশ মিডিয়াম মডেল উচ্চ বিদ্যালয় এর ছাত্র-ছাত্রীরা। বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের শিক্ষক ইন্দ্রজিৎ ভৌমিককে ডেপুটেশনে অন্য বিদ্যালয়ে পাঠিয়ে দেওয়ার প্রতিবাদে ছাত্রছাত্রীরা এই আন্দোলনে সামিল হয়। পথ অবরোধের ফলে রাস্তার দু’ধারে আটকে পড়ে বহু যানবাহন। নিত্যযাত্রীসহ যান চালকদের সীমাহীন দুর্ভোগের শিকার হতে হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নতুন বাজার থানার পুলিশ। মহাকুমা প্রশাসনের একটি প্রতিনিধিদল।
ছাত্র-ছাত্রীদের সাথে দফায় দফায় কথা বলা হলেও তারা স্পষ্ট জানিয়ে দেয়, বদলির অর্ডার স্থগিত করা না পর্যন্ত তাদের আন্দোলন চলবে। শেষ পর্যন্ত বিদ্যালয়ের পরিদর্শক জেলা শিক্ষা আধিকারিক এর সাথে কথা বলে বদলির আদেশের স্থগিতাদেশ আনার পর ছাত্র-ছাত্রীরা রাস্তাটি অবরোধ মুক্ত করে দেয়।
এদিকে যতনবাড়ি এডিসি ভিলেজের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তথা বিদ্যালয়ের পরিচালন কমিটির প্রাক্তন চেয়ারম্যান ভাস্কর ভট্টাচার্য অভিযোগ করেন যে, শিক্ষক ইন্দ্রজিৎ ভৌমিক বিদ্যালয়ের প্রাথমিক বিভাগের প্রধান শিক্ষকের অনৈতিক কাজের প্রতিবাদ করায় প্রতিহিংসামূলক তাঁকে ডেপুটেশনে অন্য বিদ্যালয়ে পাঠানো হয়। তাই এই ঘটনার তীব্র প্রতিবাদ জানান তিনি।
প্রতিবেশী বাংলাদেশে গত ছয়মাস ধরে চলতে থাকা অস্থির রাজনৈতিক পরিস্থিতির সুযোগ নিয়ে একেবারে নিঃশব্দে এগিয়ে…
অনলাইন প্রতিনিধি:-প্রতিশ্রুতি দিয়ে রক্ষা করছে না সরকার। জেআরবিটির মাধ্যমে গ্রুপ ডি পদে নিয়োগ নিয়ে টালবাহানা…
অনলাইন প্রতিনিধি :-রাজ্যেররাজধানী শহর আগরতলার যোগাযোগ ব্যবস্থা গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে দাঁড়িয়েছে উড়াল সেতু। শহরের পশ্চিম…
অনলাইন প্রতিনিধি :-রাজ্যেরসরকারী স্কুলে পরীক্ষার সূচি প্রকাশ হতেই রাজ্যের কোমলমতি ছাত্রছাত্রীদের উপর জুলুমের অভিযোগ উঠেছে…
অনলাইন প্রতিনিধি :-রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী সুনির্দিষ্ট একটি প্রতীককে ত্রিপুরা সরকারের রাজ্য প্রতীক/লোগো হিসেবে ব্যবহারের…
অনলাইন প্রতিনিধি :-সবকিছু ঠিক থাকলে আগামীকালই বিজেপির দশটি সাংগঠনিক জেলার সভাপতিদের নামে চূড়ান্ত সীলমোহর পড়বে।…