Categories: দেশ

করবেট উদ্যানের আদলে গড়ে উঠছে আমনগড় ব্যাঘ্র অভয়ারণ্য

এই খবর শেয়ার করুন (Share this news)

পশ্চিম উত্তরপ্রদেশে এই প্রথম একটি ব্যাঘ্র অভয়ারণ্য গড়ে তোলার উদ্যোগ নেওয়া হল। আমনগড়ে এই ব্যাঘ্র অভয়ারণ্য গড়ে তোলা হবে করবেটের আদলে। করবেট ব্যাঘ্র অভয়ারণ্যের যথেষ্ট জনপ্রিয়তা রয়েছে। আর সেই কথা মাথায় রেখেই এবার আমনগড়েও একইভাবে একটি অভয়ারণ্য তৈরি করা হচ্ছে। সরকারি সূত্রে জানা গিয়েছে, চলতি বছরের নভেম্বর মাসের মাঝামাঝি সময়ে এই অভয়ারণ্যটি দর্শকদের জন্য খুলে দেওয়া হবে। এই অভয়ারণ্য তৈরির কাজ প্রায় শেষ হয়ে গেলও এখনও পর্যন্ত এখানে পর্যটকদের প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। বাস্তু পর্যটনের ওপরে বিশেষভাবে জোর দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে। তারপরেই রাজ্য সরকারের কাছে সম্প্রতি এই প্রস্তাব দেওয়া হচ্ছে যে, এবার এই অভয়ারণ্যটি পর্যটকদের জন্যেও খুলে দেওয়া হোক। জিম করবেট জাতীয় উদ্যানের বিকল্প হিসেবেই এই অভয়ারণ্যটি তৈরি করতে চায় সরকার। ৯৫ স্কোয়ার মিটার এলাকা বিস্তৃত এই অভয়ারণ্য করবেট জাতীয় উদ্যান লাগোয়া। ২০১২ সালেই ব্যাঘ্র অভয়ারণ্য হিসেবে এটিকে স্বীকৃতি দেওয়া হয়।

তারপর থেকে এই অভয়ারণ্যটিকে আরও সুন্দর করে সাজিয়ে তোলার ওপর জোর দেওয়া হয়। কিন্তু এত কিছুর পরেও এখানে সাধারণ পর্যটকদের প্রবেশ নিষেধ। এবার সেই নিষেধাজ্ঞাই তুলে দিতে আগ্রহী অভয়ারণ্য কর্তৃপক্ষ। জিম করবেট জাতীয় উদ্যান লাগোয়া এই উদ্যানটিতে বাঘ, চিতাবাঘ, হাতি এবং আরও বেশ কিছু বড় প্রাণী রয়েছে। আর তাই এই এলাকাকে বাস্তুতান্ত্রিক পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বরেলি জোনের (এই জোনের মধ্যে এই অভয়ারণ্যটি পড়ে) মুখ্য বনপাল ললিত ভার্মা বলেন, “আমনগড় ব্যাঘ্র অভয়ারণ্য অনায়াসেই পর্যটকদের আকর্ষণ করতে পারবে।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

মুখ্যমন্ত্রীর মুখ বাঁচাতে পুলিশ প্রশাসনের নির্লজ্জ দ্বিচারিতা!!

অনলাইন প্রতিনিধি :-চাঁদারজুলুম নিয়ে ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে তথাকথিত সুশাসনের রাজ্যে প্রশাসনের নির্লজ্জ দ্বিচারিতা প্রকাশ্যে এলো।…

20 mins ago

কাজের বাজারে মন্দা!!

কেন্দ্রে ১০০ দিন পূর্ণ করল তৃতীয় মোদি সরকার।যদিও বর্তমান ক্ষমতাসীন কেন্দ্রীয় সরকারকে মোদি সরকার আখ্যা…

51 mins ago

নিগো – অন্ধ প্রশাসন!!

নিগো বাণিজ্যের রমরমা চালানোর জন্যই কি ১৮ সালে রাজ্যের মানুষ বর্তমান সরকারকে ক্ষমতায় বসিয়েছিলো?রাজ্যের আকাশ…

1 day ago

বিমানযাত্রীর মর্মান্তিক মৃত্যু নিয়ে পুলিশের তদন্ত শুরু!!

অনলাইন প্রতিনিধি :-এয়ারইন্ডিয়া এক্সপ্রেসের কর্মীর চরম গাফিলতি ও উদাসীনতার কারণে রীতা বণিক (৫৯) বিমান যাত্রীর…

1 day ago

হরিয়ানাঃ পাল্লা কার পক্ষে?

হরিয়ানা কি বিজেপির হাত থেকে ফসকে যাচ্ছে?শাসক বিজেপির হাবভাব দেখে তেমনটাই অনুমান করছে রাজনৈতিক মহল।প্রধানমন্ত্রী…

2 days ago

রাজধানীতে চাঁদার জুলুমে অতিষ্ঠ মানুষ!!

অনলাইন প্রতিনিধি:-মুখ্যমন্ত্রীডা. মানিক সাহার নির্বাচনি এলাকার আপনজন ক্লাবের চাঁদার নামে বড় অঙ্কের তোলাবাজির অভিযোগের রেশ…

3 days ago