করোনায় মৃত্যুর ঝুঁকি কমাতে মলনুপিরাভিরের উপর ভরসা রাখছেন ইংল্যান্ডের চিকিৎসকরা
করোনায় আক্রান্ত ব্যক্তিদের সুস্থ হওয়ার সময় কমিয়ে আনতে মলনুপিরাভির নামের মুখে খাওয়ার ওষুধটি কার্যকারিতা অনুমোদিত হতে চলেছে। করোনা টিকা নেওয়া ২৫ হাজারেরও বেশি মানুষের মধ্যে
ওষুধটির পরীক্ষা চালানোর পর এমন ফল পাওয়া গিয়েছে। সম্প্রতি একটি গবেষণা ‘ল্যানসেট জার্নাল’এ প্রকাশ করা হয়েছে। করোনা চিকিৎসায় বিশ্বে প্রথম অনুমোদিত ওষুধ ‘মলনুপিরাভির’। এই ওষুধ করোনায়
সংক্রমিত রোগীর মৃত্যু ও হাসপাতালে ভর্তি হওয়ার ঝুঁকি অর্ধেক কমিয়ে দেয় বলে ওই সাময়িকীতে দাবি করেন বিশেষজ্ঞরা।
মলনুপিরাভির নিয়ে আগের গবেষণাগুলো থেকে প্রাপ্ত তথ্যকে আরও সুদৃঢ় করার লক্ষ্য
নিয়ে সম্প্রতি নতুন আরেকটি গবেষণা করা হয়। আগের গবেষণাগুলিতে বলা হয়েছিল, মলনুপিরাভির ওষুধটি হালকা থেকে মাঝারি ধরনের করোনা আক্রান্ত রোগীদের হাসপাতালে ভর্তির হার কমাতে কার্যকর। তবে সেসব গবেষণা ওমিক্রন ধরন ছড়িয়ে
পড়ার আগেই করা হয়েছিল। টিকা না নেওয়া মানুষদের মধ্যে এসব পরীক্ষা চালানো হয়। সাম্প্রতিক গবেষণায় দেখা গিয়েছে, মলনুপিরাভির গ্রহণকারী রোগীদের সুস্থ হওয়ার সময় প্রায় চার দিন কমে এসেছে।
অর্থাৎ, অন্যদের চেয়ে তারা চার দিন আগেই সুস্থ হয়ে যাচ্ছেন। একই সঙ্গে এই ওষুধ সংক্রমণের মাত্রা কমানোর ক্ষেত্রেও কার্যকারিতা দেখিয়েছে। তবে করোনা আক্রান্ত রোগীদের দ্রুত সুস্থ করলেও মৃত্যুর হার কিংবহাসপাতালে ভর্তির ঝুঁকি কমাতে এই ওষুধের কার্যকারিতা তেমন একটা দেখা যায়নি। মূলত করোনায় আক্রান্ত ব্যক্তিদের মধ্যে যারা বয়স ও শারীরিক জটিলতার কারণে প্রচণ্ড রকমের মৃত্যুঝুঁকি কিংবা হাসপাতালে ভর্তি হওয়ার ঝুঁকিতে ছিলেন, তাদের নমুনা হিসেবে বেছে নেওয়া হয়েছিল।
করোনার ওমিক্রন ধরনে আক্রান্ত ব্যক্তিদের বাড়িতে দিনে দু’বার করে টানা পাঁচ দিন
মলনুপিরাভির দেওয়া হয়। গবেষণার অংশ
হিসেবে করোনা আক্রান্ত অবস্থায় মলনুপিরাভি র গ্রহণকারী রোগীদের সঙ্গে অন্য চিকিৎসা নেওয়া করোনা রোগীদের শারীরিক অবস্থার তুলনা করা হয়েছে। গবেষণায় যাদের নমুনা হিসেবে বাছাই করা
হয়েছিল, তাদের মধ্যে ছিলেন যাদের উপসর্গ ৫ দিন পার হয়নি, যাদের বয়স ৫০ বছরের বেশি, সুস্থ কিংবা ১৮ থেকে ৫০ বছর বয়সী মানুষ। তাদের মধ্যে যাদের শারীরিক অবস্থা
সঙ্কটজনক ছিল এবং করোনাজনিত
জটিলতায় ভোগার ঝুঁকিতে ছিলেন। ল্যানসেটে প্রকাশিত গবেষণার ফলাফল বলছে, গ্রেট ব্রিটেনে এই ওষুধ সমস্ত করোনা রোগীর জন্য উপযোগী হবে না। তবে চরম
পরিস্থিতির ক্ষেত্রে এটি গ্রেট ব্রিটেনের জাতীয় স্বাস্থ্যসেবা কর্তৃপক্ষ বা এনএইচএস-এর ওপর চাপ কমাতে পারে। মার্কিন ওষুধনির্মাতা প্রতিষ্ঠান মার্কের তৈরি মলনুপিরাভির ওষুধটি
ব্যয়বহুল। লন্ডনে সাত দিনের কোর্স শেষ করতে ৫৭৭ পাউন্ড বা৭১ হাজার টাকাও খরচ হয়ে যায়।