Categories: বিদেশ

করোনায় মৃত্যুর ঝুঁকি কমাতে মলনুপিরাভিরের উপর ভরসা রাখছেন ইংল্যান্ডের চিকিৎসকরা

এই খবর শেয়ার করুন (Share this news)

করোনায় আক্রান্ত ব্যক্তিদের সুস্থ হওয়ার সময় কমিয়ে আনতে মলনুপিরাভির নামের মুখে খাওয়ার ওষুধটি কার্যকারিতা অনুমোদিত হতে চলেছে। করোনা টিকা নেওয়া ২৫ হাজারেরও বেশি মানুষের মধ্যে
ওষুধটির পরীক্ষা চালানোর পর এমন ফল পাওয়া গিয়েছে। সম্প্রতি একটি গবেষণা ‘ল্যানসেট জার্নাল’এ প্রকাশ করা হয়েছে। করোনা চিকিৎসায় বিশ্বে প্রথম অনুমোদিত ওষুধ ‘মলনুপিরাভির’। এই ওষুধ করোনায়
সংক্রমিত রোগীর মৃত্যু ও হাসপাতালে ভর্তি হওয়ার ঝুঁকি অর্ধেক কমিয়ে দেয় বলে ওই সাময়িকীতে দাবি করেন বিশেষজ্ঞরা।
মলনুপিরাভির নিয়ে আগের গবেষণাগুলো থেকে প্রাপ্ত তথ্যকে আরও সুদৃঢ় করার লক্ষ্য
নিয়ে সম্প্রতি নতুন আরেকটি গবেষণা করা হয়। আগের গবেষণাগুলিতে বলা হয়েছিল, মলনুপিরাভির ওষুধটি হালকা থেকে মাঝারি ধরনের করোনা আক্রান্ত রোগীদের হাসপাতালে ভর্তির হার কমাতে কার্যকর। তবে সেসব গবেষণা ওমিক্রন ধরন ছড়িয়ে
পড়ার আগেই করা হয়েছিল। টিকা না নেওয়া মানুষদের মধ্যে এসব পরীক্ষা চালানো হয়। সাম্প্রতিক গবেষণায় দেখা গিয়েছে, মলনুপিরাভির গ্রহণকারী রোগীদের সুস্থ হওয়ার সময় প্রায় চার দিন কমে এসেছে।
অর্থাৎ, অন্যদের চেয়ে তারা চার দিন আগেই সুস্থ হয়ে যাচ্ছেন। একই সঙ্গে এই ওষুধ সংক্রমণের মাত্রা কমানোর ক্ষেত্রেও কার্যকারিতা দেখিয়েছে। তবে করোনা আক্রান্ত রোগীদের দ্রুত সুস্থ করলেও মৃত্যুর হার কিংবহাসপাতালে ভর্তির ঝুঁকি কমাতে এই ওষুধের কার্যকারিতা তেমন একটা দেখা যায়নি। মূলত করোনায় আক্রান্ত ব্যক্তিদের মধ্যে যারা বয়স ও শারীরিক জটিলতার কারণে প্রচণ্ড রকমের মৃত্যুঝুঁকি কিংবা হাসপাতালে ভর্তি হওয়ার ঝুঁকিতে ছিলেন, তাদের নমুনা হিসেবে বেছে নেওয়া হয়েছিল।
করোনার ওমিক্রন ধরনে আক্রান্ত ব্যক্তিদের বাড়িতে দিনে দু’বার করে টানা পাঁচ দিন
মলনুপিরাভির দেওয়া হয়। গবেষণার অংশ
হিসেবে করোনা আক্রান্ত অবস্থায় মলনুপিরাভি র গ্রহণকারী রোগীদের সঙ্গে অন্য চিকিৎসা নেওয়া করোনা রোগীদের শারীরিক অবস্থার তুলনা করা হয়েছে। গবেষণায় যাদের নমুনা হিসেবে বাছাই করা
হয়েছিল, তাদের মধ্যে ছিলেন যাদের উপসর্গ ৫ দিন পার হয়নি, যাদের বয়স ৫০ বছরের বেশি, সুস্থ কিংবা ১৮ থেকে ৫০ বছর বয়সী মানুষ। তাদের মধ্যে যাদের শারীরিক অবস্থা
সঙ্কটজনক ছিল এবং করোনাজনিত
জটিলতায় ভোগার ঝুঁকিতে ছিলেন। ল্যানসেটে প্রকাশিত গবেষণার ফলাফল বলছে, গ্রেট ব্রিটেনে এই ওষুধ সমস্ত করোনা রোগীর জন্য উপযোগী হবে না। তবে চরম
পরিস্থিতির ক্ষেত্রে এটি গ্রেট ব্রিটেনের জাতীয় স্বাস্থ্যসেবা কর্তৃপক্ষ বা এনএইচএস-এর ওপর চাপ কমাতে পারে। মার্কিন ওষুধনির্মাতা প্রতিষ্ঠান মার্কের তৈরি মলনুপিরাভির ওষুধটি
ব্যয়বহুল। লন্ডনে সাত দিনের কোর্স শেষ করতে ৫৭৭ পাউন্ড বা৭১ হাজার টাকাও খরচ হয়ে যায়।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

ভয়াবহ দুর্ঘটনার কবলে ইন্ডিয়ান আইডল জয়ী পবনদীপ,অবস্থা আশঙ্কাজনক!!

অনলাইন প্রতিনিধি :-ভয়াবহ দুর্ঘটনার কবলে ইন্ডিয়ান আইডল জয়ী সিজন ১২ এর পবনদীপ রাজন ৷ উত্তর…

6 hours ago

শবরীমালা মন্দির পরিদর্শনে দ্রৌপদী মুর্মু!!

অনলাইন প্রতিনিধি :-আগামী ১৮ মে দু'দিনের জন্য কেরল সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷ সেই…

8 hours ago

মহাকালেশ্বর মন্দিরে বীভৎস আগুন!!

অনলাইন প্রতিনিধি :-উজ্জ্বয়ন মহাকালেশ্বর মন্দিরে বিভীষিকাময় আগুন। মন্দিরের উপর থেকে গলগল করে নির্গত হচ্ছে কালো…

9 hours ago

হত্যা মামলায় ‘গ্রেপ্তার’ বাংলাদেশে জেলবন্দি চিন্ময় প্রভু!

অনলাইন প্রতিনিধি :-জেলবন্দি সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী ওরফে চিন্ময় প্রভুকে নতুন করে আবার হত্যা…

9 hours ago

নিখোঁজ হয়ে ছিলেন কুড়ি বছরে বাড়ি ফিরে এলেন ৬৩ বছর পর!!

অনলাইন প্রতিনিধি :-যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্য থেকে প্রায় ৬৩ বছর আগে নিখোঁজ হয়েছিলেন অড্রে ব্যাকেবার্গ নামে…

9 hours ago

সোলার জাগরণ চাইলেন রতন, ৭০জন গ্রাহকের অ্যাকাউন্টে ঢুকেছে বিদ্যুৎ বিক্রির অর্থ!!

অনলাইন প্রতিনিধি:-ত্রিপুরার গৃহস্থালি বিদ্যুৎ গ্রাহকদের জন্য এক নতুন যুগের সূচনা হয়েছে।একদিকে যেমন বিদ্যুৎ বিল হচ্ছে…

10 hours ago