করোনা গ্রাফ ঊর্ধ্বমুখী উদ্বেগ

 করোনা গ্রাফ ঊর্ধ্বমুখী উদ্বেগ
এই খবর শেয়ার করুন (Share this news)

ভারতে গত ২৪ ঘণ্টায় ৫,৩৩৫ ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন। গত ১৯৫ দিনের মধ্যে যা সর্বোচ্চ। একই সময়ে সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ২৫,৫৮৭ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সূত্রে এই তথ্য পাওয়া গেছে। গত বছরের ২৩ সেপ্টেম্বর দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা রেকর্ড করা হয়েছিল ৫,৩৮৩ জন। গত এক দিনে ১৩ করোনা আক্রান্ত ব্যক্তির মৃত্যুর কারণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে মোট ৫,৩০,৯২৯ জন। এর মধ্যে ৭টি মৃত্যুর ঘটনাই রেকর্ড করা হয়েছে কেরালায়। দৈনিক পজিটিভিটির হার ৩.৩২ শতাংশ এবং সাপ্তাহিক পজিটিভিটির হার ২.৮৯ শতাংশ। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৪,৪৭,৩৯,০৫৪ জন। কোভিড ১৯ থেকে সের ওঠার জাতীয় হার রেকর্ড করা হয়েছে ৯৮.৭৫ শতাংশ। কেস ফেটালিটির হার ১.১৯ শতাংশ। আজ অবধি কোভিড ভ্যাকসিনের ২২০.৬৬ কোটি ডোজ দেওয়া হয়েছে দেশে।

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.