কর্পোরেটরদের সক্রিয় ভূমিকা গ্রহণের আহবান মুখ্যমন্ত্রীর!

 কর্পোরেটরদের সক্রিয় ভূমিকা গ্রহণের আহবান মুখ্যমন্ত্রীর!
এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-কেন্দ্রীয় সরকারের বিকশিত ভারত সংকল্প যাত্রা ও রাজ্য সরকারের প্রতি ঘরে সুশাসন অভিযান ২.০ অনুষ্ঠিত হয় মঙ্গলবার রাজধানী আগরতলার সিটি সেন্টারস্থিত আগরতলা পুরনিগমের অফিসে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা, প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য, আগরতলা পুরনিগমের মেয়র দীপক মজুমদার, পুর কমিশনার শৈলেশ কুমার যাদব, কর্পোরেটর লতা নাথ সহ অন্যান্যরা।এদিন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, এধরনের অভিযানের মূল উদ্দেশ্য হলো সাধারণ জনগনের জন্য প্রধানমন্ত্রীর যেসমস্ত প্রকল্প রয়েছে সেগুলো সম্পর্কে সকলকে অবগত করা। পাশাপাশি সচেতনতামূলক ক্যাম্পের মাধ্যমে বিষয়গুলো সম্পর্কে সকলকে অবগত করানোর জন্য কর্পোরেটরদের সক্রিয় ভূমিকা গ্রহণের আহবান জানান মুখ্যমন্ত্রী।

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.