অনলাইন প্রতিনিধি || ত্রিপুরা রাজ্য আইনসেবা কর্তৃপক্ষে কর্মরত কর্মচারীরা রাজ্য সরকারী কর্মীদের মতো মেডিকেল রিএমবার্সমেন্ট পাওয়ার অধিকারী। রিট মামলায় প্রদত্ত রায়ে মাননীয় উচ্চ আদালত নির্দেশ দিয়েছেন রিট আবেদনকারীর এমআর বিল মিটিয়ে দেওয়ার জন্য। আইনিসেবা কর্তৃপক্ষ আইনের ২৮(২) ধারা মোতাবেক রাজ্য সরকারী ত্রিপুরা রাজ্য আইনিসেবা কর্তৃপক্ষ গঠন করে। রিট আবেদনকারী রমা চক্রবর্তী আইনিসেবা কর্তৃপক্ষে করণিক হিসাবে কর্মরত।উন্নত চিকিৎসার জন্য বহিঃরাজ্যে রিট আবেদনকারীকে রেফার করে মেডিকেল বোর্ড।চিকিৎসা সেরে রিট আবেদনকারী ২,৪০,৭৫৩ টাকার এমআর বিল ও ১০,৭৯৬ টাকার টিএ বিল জমা দেয়।অর্থ দপ্তর এমআর বিল ও টিএ বিল মঞ্জুর করতে অস্বীকার করে।অর্থ দপ্তরের যুক্তি হল,আইনিসেবা কর্তৃপক্ষে কর্মরতরা রাজ্য সরকারী কর্মচারী নয় এবং তারা এমআর বিল ও টিএ বিল পেতে পারেন না।এর বিরুদ্ধে রিট মামলা দাখিল করা হয়।মামলার শুনানিতে আবেদনকারীর তরফে বলা হয়,আইনি সেবা কর্তৃপক্ষের কর্মচারী ও আধিকারিকদের চাকরির শর্তাবলি অনুযায়ী তারা রাজ্য সরকারী কর্মচারীদের অনুরূপ বেতন ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা পাওয়ার অধিকারী।উচ্চ আদালতের মাননীয় বিচারপতি টি অমরনাথ গৌড় দু’তরফের সওয়াল জবাব শেষে প্রদত্ত রায়ে বলেছেন,রাজ্য আইনিসেবা কর্তৃপক্ষে কর্মরতরা রাজ্য সরকারী কর্মচারীদের অনুরূপ বেতন ভাতা সহ সমস্ত সুযোগ সুবিধা পাবেন।মাননীয় উচ্চ আদালত রিট আবেদনকারীর এমআর বিল ও টিএ বিল আগামী দু’মাসের মধ্যে মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন।উচ্চ আদালতের রায়ের ফলে রাজ্য আইনিসেবা কর্তৃপক্ষে কর্মরতদের বেতন ভাতা ও অন্য সুযোগ সুবিধা প্রাপ্তির ক্ষেত্রে কোনওরকম ধোঁয়াশা সৃষ্টির সুযোগ রইলো না। রিট আবেদনকারীর পক্ষে মামলা লড়েছেন বরিষ্ঠ আইনজীবী পুরুষোত্তম রায়বর্মণ,আইনজীবী সমরজিৎ ভট্টাচার্য, কৌশিক নাথ, দীপজ্যোতি পাল প্রমুখ ।
অনলাইন প্রতিনিধি:- বাংলাদেশ থেকে কাঞ্চনপুর মহকুমার ভারত- বাংলাদেশ সীমান্ত দিয়ে মিজোরামে যাওয়ার পথে মামিত জেলার…
অনলাইন প্রতিনিধি :- নিরাপত্তার কাজে নয়, টিএসআর জওয়ানদের খাটানো হচ্ছে আর্দালি হিসাবে। পুলিশ আধিকারিকদের ও…
অনলাইন প্রতিনিধি :- ইন্ডিগো আগরতলা- দিল্লী রুটের উভয় দিকে যাতায়াতে আরও একটি বিমান চালু করছে।…
দিল্লীর বিধানসভা ভোট নিয়ে সরগরম দিল্লী। দিল্লীতে এবার এক আঙ্গিকে বিধানসভা ভোট হচ্ছে। গত পরিস্থিতির…
অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরায় উৎপাদিত" অর্গানিক বার্ড আই চিলি " স্হানীয় ভাষায় যাকে বলা হয় ধানি…
২২জানুয়ারী,২০২৪।এক বছরের ব্যবুধানে ২০২৫ সালের ১৩ জানুয়ারি।গত বছরের মেগা ইভেন্টের আসর বসেছিল অযোধ্যায়। এবার মেগা…