অনলাইন প্রতিনিধি || ত্রিপুরা রাজ্য আইনসেবা কর্তৃপক্ষে কর্মরত কর্মচারীরা রাজ্য সরকারী কর্মীদের মতো মেডিকেল রিএমবার্সমেন্ট পাওয়ার অধিকারী। রিট মামলায় প্রদত্ত রায়ে মাননীয় উচ্চ আদালত নির্দেশ দিয়েছেন রিট আবেদনকারীর এমআর বিল মিটিয়ে দেওয়ার জন্য। আইনিসেবা কর্তৃপক্ষ আইনের ২৮(২) ধারা মোতাবেক রাজ্য সরকারী ত্রিপুরা রাজ্য আইনিসেবা কর্তৃপক্ষ গঠন করে। রিট আবেদনকারী রমা চক্রবর্তী আইনিসেবা কর্তৃপক্ষে করণিক হিসাবে কর্মরত।উন্নত চিকিৎসার জন্য বহিঃরাজ্যে রিট আবেদনকারীকে রেফার করে মেডিকেল বোর্ড।চিকিৎসা সেরে রিট আবেদনকারী ২,৪০,৭৫৩ টাকার এমআর বিল ও ১০,৭৯৬ টাকার টিএ বিল জমা দেয়।অর্থ দপ্তর এমআর বিল ও টিএ বিল মঞ্জুর করতে অস্বীকার করে।অর্থ দপ্তরের যুক্তি হল,আইনিসেবা কর্তৃপক্ষে কর্মরতরা রাজ্য সরকারী কর্মচারী নয় এবং তারা এমআর বিল ও টিএ বিল পেতে পারেন না।এর বিরুদ্ধে রিট মামলা দাখিল করা হয়।মামলার শুনানিতে আবেদনকারীর তরফে বলা হয়,আইনি সেবা কর্তৃপক্ষের কর্মচারী ও আধিকারিকদের চাকরির শর্তাবলি অনুযায়ী তারা রাজ্য সরকারী কর্মচারীদের অনুরূপ বেতন ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা পাওয়ার অধিকারী।উচ্চ আদালতের মাননীয় বিচারপতি টি অমরনাথ গৌড় দু’তরফের সওয়াল জবাব শেষে প্রদত্ত রায়ে বলেছেন,রাজ্য আইনিসেবা কর্তৃপক্ষে কর্মরতরা রাজ্য সরকারী কর্মচারীদের অনুরূপ বেতন ভাতা সহ সমস্ত সুযোগ সুবিধা পাবেন।মাননীয় উচ্চ আদালত রিট আবেদনকারীর এমআর বিল ও টিএ বিল আগামী দু’মাসের মধ্যে মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন।উচ্চ আদালতের রায়ের ফলে রাজ্য আইনিসেবা কর্তৃপক্ষে কর্মরতদের বেতন ভাতা ও অন্য সুযোগ সুবিধা প্রাপ্তির ক্ষেত্রে কোনওরকম ধোঁয়াশা সৃষ্টির সুযোগ রইলো না। রিট আবেদনকারীর পক্ষে মামলা লড়েছেন বরিষ্ঠ আইনজীবী পুরুষোত্তম রায়বর্মণ,আইনজীবী সমরজিৎ ভট্টাচার্য, কৌশিক নাথ, দীপজ্যোতি পাল প্রমুখ ।
অনলাইন প্রতিনিধি :-দেখতেই সে নয়নাভিরাম।তার উপর তার লেজের দৈর্ঘ্য?রবীন্দ্রনাথের শ্যামা নৃত্যনাট্যে শ্যামার রূপে মুগ্ধ হয়ে…
অনলাইন প্রতিনিধি :-প্লাস্টিকের চায়ের কাপে চুমুক দিলে শেষ হতে পারে পুরুষত্ব! এমনকী, হরমোন সংক্রান্ত আরও…
লন্ডনের হিথরো থেকে মুম্বইয়ে রওনা দিয়েছিল ভার্জিন আটলান্টিকের বিমানটি। ছিলেন ২০০–র বেশি ভারতীয় যাত্রী। জরুরি…
অনলাইন প্রতিনিধি :-ডবল ইঞ্জিন সরকারের প্রায় প্রতিটি দপ্তর বর্তমানে চরম কর্মী সংকটে ধুঁকছে। ফলে যে…
অনলাইন প্রতিনিধি :-প্রায় ১২ কোটিটাকা ব্যয়ে বাধারঘাটে দশরথ দেব স্পোর্টস কমপ্লেক্সে ২০০ শয্যা বিশিষ্ট যুব…
অনলাইন প্রতিনিধি:-রাজ্যের শান্তি সম্প্রতি ও সংহতি রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।যাতে আমাদের আর্থ সামাজিক উন্নয়ন…