Categories: দেশ

কলকাতা ছাড়ল প্রয়াত কেকের নশ্বর দেহ

এই খবর শেয়ার করুন (Share this news)

রবীন্দ্রসদনে মমতা বন্দ্যোপাধ্যায়ের পৌরোহিত্যে অকাল প্রয়াত সঙ্গীতশিল্পী কেকে ওরফে কৃষ্ণকুমার কুন্নাথ ( ৫৩ ) -কে রাষ্ট্রীয় মর্যাদায় গান স্যালুটে রাজ্য সরকার শেষ শ্রদ্ধা জানালেও মৃত্যুর কারণ নিয়ে দিনভর চলল রাজনৈতিক চাপান – উতোর । কারণ মঙ্গলবার রাতে শিল্পীর আকস্মিক মৃত্যুর কয়েক ঘণ্টা পর থেকে সোশ্যাল মিডিয়ার ভাইরাল হয় নজরুল মঞ্চের শিল্পীর গানের অনুষ্ঠানের একাধিক ‘ ক্লিপ ‘ । যেখানে দেখা যায় , ধারণ ক্ষমতার মঞ্চে চেয়ে অনেক বেশি ভিড় ছিল প্রেক্ষাগৃহে । কলকাতার মেয়র ফিরহাদ হাকিমও এদিন জানান , নজরুল মঞ্চে ২৭০০ দর্শক ধরে , সেখানে দর্শক ছিল প্রায় ৭ হাজার । বুধবার শোকের আবহের মধ্যেও কেকে’র মৃত্যুর জন্য পরোক্ষে সরকার , প্রশাসন ও তৃণমূল ছাত্র পরিষদের দিকে আঙুল তোলেন এসএফআইয়ের রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য । রাজ্য সরকারের দেওয়া গান স্যালুটকে তিনি ‘ ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা ’ বলে মন্তব্য করেন । সৃজন বলেন , ‘ এই ধরনের বড় অনুষ্ঠানের আগে পুলিশের অনুমতি দরকার হয় । সেখানকার বন্দোবস্ত , আয়োজনের খুঁটিনাটি দেখার দায়িত্ব থাকে প্রশাসনের । পুলিশ অপদার্থের মতো বদ্ধ প্রেক্ষাগৃহে অতিরিক্ত ভিড় ঠেকাতে অগ্নি নির্বাপণ যন্ত্র থেকে যে ভাবে কার্বন ডাইঅক্সাইড স্প্রে করেছে পরিস্থিতি আরও বিশৃঙ্খল করে তুলেছিল । ‘ মঙ্গলবার রাতে কেকে’র মৃত্যুসংবাদ মুখ্যমন্ত্রী শোনেন বাঁকুড়ায় ৷ প্রশাসনিক কর্মসূচি কাটছাঁট করে শিল্পীকে শ্রদ্ধা জানাতে অন্ডাল বিমানবন্দর হয়ে এদিন দুপুর একটা নাগাদ কলকাতায় পৌঁছন তিনি ।

কেকে’র মৃত্যুসংবাদ শোনার পর বাঁকুড়ার দলীয় সভা থেকেই মমতা জানিয়েছিলেন , প্রয়াত শিল্পীকে রাষ্ট্রীয় মর্যাদায় রবীন্দ্রসদনে শেষ শ্রদ্ধা জানানো হবে । বাংলার সংগীত জগতের প্রথিতযশা শিল্পীরা প্রয়াত হলে রবীন্দ্রসদন চত্বরেই মরদেহে শেষ শ্রদ্ধা জানায় রাজ্য সরকার । রবীন্দ্রসদন থেকেই তারই গান ‘ হাম , রহেঁ ইয়া না রহেঁ কাল ’ – এর সুরে কলকাতা বিমানবন্দর হয়ে মুম্বাইয়ে যাত্রা করে শিল্পীর মরদেহবাহী কফিন । রবীন্দ্রসদনের অদূরে এসএসকেএম হাসপাতালে শিল্পীর দেহ ময়না তদন্তের পর দুপুর আড়াইটা নাগাদ কফিনে বন্দি হয়ে শিল্পীর দেহ এসে পৌঁছয় রবীন্দ্রসদনে । শিল্পীর মুখটুকু দেখার জন্য কফিনের উপরের দিকে ছিল কাচের আবরণ । কফিনের উপর ঝুঁকে পড়ে সেখানেই বাবার মৃত মুখ দেখেন শিল্পী – পুত্র । শিল্পীর দেহ পৌঁছনোর আগেই সেখানে উপস্থিত হন মমতা স্বয়ং , রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম , অরূপ বিশ্বাস , মন্ত্রী – গায়ক ইন্দ্রনীল সেন , বিধায়ক বাবুল সুপ্রিয় প্রমুখ । উপস্থিত প্রয়াত শিল্পীর স্ত্রী জ্যোতি কৃষ্ণা এবং পুত্র নকুলকৃষ্ণা কুন্নাথ । শিল্পীর স্ত্রী – পুত্রের পিঠে হাত রেখে সমবেদনা জানান মমতা । তাদের সঙ্গে কিছুটা সময় একান্তে কথাও বলেন । তবে বাংলার কোনও সঙ্গীতশিল্পী কেকে’কে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন না কেন , তা নিয়েও চর্চা চলে । গতকাল রাত পর্যন্ত ঠিক ছিল , মুম্বাইয়ের বিমান ধরার আগে দমদম বিমানবন্দরে শিল্পীকে দেওয়া হবে গান স্যালুট । কিন্তু রাতের মধ্যে চিত্রপট বদলে যায় । নিউ মার্কেট থানা অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে । ফলে অনিবার্য হয়ে পড়ে শিল্পীর ময়না তদন্ত । মৃত্যুর কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করে ।

এদিন সকালে শিল্পীর দেহ ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠানোর পর ওই পাঁচতারা হোটেলে যান কলকাতা পুলিশের ডিসি ( মধ্য ) রূপেশ কুমার ও যুগ্ম কমিশনার ( অপরাধ ) মুরলীধর শর্মা । অকুস্থলে আসে গোয়েন্দা পুলিশের বৈজ্ঞানিক শাখা এবং ফরেন্সিক বিশেষজ্ঞরা । হোটেলের ঘর থেকে শিল্পীর ব্যবহৃত রুমার সংগ্রহ করা হয় । রাতে তাকে যে খাবার দেওয়া হয়েছিল , তারও নমুনা নেয় পুলিশ । তবে শিল্পীর ময়না তদন্তের রিপোর্ট পেতে ৭২ ঘণ্টা সময় লাগবে বলে সূত্রের খবর । শিল্পীর ময়না তদন্তের পুরোটা ভিডিয়োগ্রাফ করা হয়েছে । সূত্রের খবর , গত রাতে নজরুল মঞ্চে জলসা সেরে হোটেলের ঘরে ফিরে সোফায় বসতে গিয়ে ভারসাম্য হারিয়ে ফেলেন সাম্প্রতিক অতীতের অজস্র জনপ্রিয় গানের জনপ্রিয় শিল্পী । তখনই তার কপাল ও থুঁতনিতে চোট লাগে । সামান্য রক্তপাত হয় । তৎক্ষণাৎ অ্যাম্বুলেন্সে শিল্পীকে হাসপাতালে নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু হলে খুব দ্রুত তার স্বাস্থ্যের অবনতি শুরু হয় । ধর্মতলা থেকে আলিপুরের বেসরকারী সিএমআরআই হাসপাতালের দূরত্ব গাড়িতে বড়জোর কুড়ি মিনিট ।কিন্তু হাসপাতালে যাওয়ার পথেই শিল্পী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে চিকিৎসকেরা জানান । তার পরেই দায়ের করা হয় অস্বাভাবিক মৃত্যুর মামলা । মঙ্গলবার শেষ বিকালে নজরুল মঞ্চে গুরুদাস কলেজের বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান ঘণ্টা তিনেক অনুষ্ঠান করেন কেকে । তখনই কিছুটা অসুস্থ বোধ করেন । সামান্য বিশ্রাম নিয়ে আবার গান শুরুও করেন । রাত ৯ টা ১০ নাগাদ ধর্মতলা চত্বরের পাঁচতারা হোটেলে ফেরেন । তার প্রিয় শহর কলকাতার গানের মঞ্চ থেকেই যে স্বর্গের সোপানে পা রাখবেন কেকে , কে জানত ! কবি শ্রীজাত বলেন , ‘ আমাদের প্রজন্মের প্রলিফিক সিঙ্গার । বহুমুখী প্রতিভা । এমন শিল্পীকে শিল্পের শহর , আমার শহর থেকে বিদায় নিতে হল , এই আক্ষেপ চিরজীবন বয়ে বেড়াতে হবে ।

Dainik Digital

Recent Posts

দ্বিতীয়দিন ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হলো হাজারো দর্শক-শ্রোতা!!

অনলাইন প্রতিনিধি:-প্রথমদিনের মতোই উড়ান আয়োজিত ত্রিপুরা লিটারেচার ফেস্টিভ্যালের দ্বিতীয়দিনও ছিল শ্রোতা ও দর্শকে পরিপূর্ণ। সাহিত্য,…

10 hours ago

মার্কিন হাসপাতালে এলোপাথারি গোলাগুলি!!

অনলাইন প্রতিনিধি :-শনিবার আমেরিকার পেনসিলভ্যানিয়া প্রদেশের ইয়র্ক কাউন্টির ‘ইউপিএমসি মেমোরিয়াল হাসপাতাল’ নামে ওই হাসপাতালে ঢুকে…

11 hours ago

আগরতলা-গুয়াহাটি বন্দে ভারত শীঘ্রই।।

অনলাইন প্রতিনিধি :-আগরতলা-গুয়াহাটি-আগরতলার মধ্যে বন্দে ভারত এক্সপ্রেস চলাচল এখন শুধুই সময়ের অপেক্ষা। এই মন্তব্য করেন…

11 hours ago

তেলেঙ্গানার সুড়ঙ্গে আটক ৮ শ্রমিক,বিচ্ছিন্ন যোগাযোগ!!

অনলাইন প্রতিনিধি :-২৪ ঘণ্টা ধরে তেলঙ্গানার শ্রীসৈলাম সুড়ঙ্গে আটকা পড়েছেন আট শ্রমিক। কাদাজলে ভরে গিয়েছে…

11 hours ago

ভোট বিদেশি হস্তক্ষেপ।।

মার্কিন প্রেসিডেন্ট গণতান্ত্রিক রায়ের দুই লাইনের এক মন্তব্যে, শুরু হয়েছে।পরিস্থিতি এমন জায়গায় গিয়ে পৌঁছেছে যে,…

11 hours ago

কেন্দ্রীয় কারাগারে কোটি টাকার টেন্ডার ঘোটালার অভিযোগ!!

অনলাইন প্রতিনিধি :-বিগত বামফ্রন্ট সরকারের আমল থেকেই কেন্দ্রীয় সংশোধনাগার দুর্নীতির আখড়া হিসাবে পরিচিতি লাভ করেছে।দুর্নীতির…

11 hours ago