কলকাতা দেখল এবছরের প্রথম ‘সুপারমুন’।

এই খবর শেয়ার করুন (Share this news)

কপালে চিন্তার ভাঁজ ফেলেছে ঘূর্ণিঝড়। মেঘ না থাকলে ‘সুপারমুন’-এর দর্শন করতে পারবেন কলকাতা থেকে শুরু করে পশ্চিমবঙ্গ এবং তার প্রতিবেশি রাজ্যের বাসিন্দারা। শ্রাবণ মাসের পূর্ণিমায় সন্ধ্যায় বিশালাকৃতির সেই চাঁদ দেখা যাবে।এমনটাই জানিয়েছেন কলকাতা বিড়লা তারামণ্ডলের প্রাক্তন অধিকর্তা দেবীপ্রসাদ দুয়ারি। এর ঠিক একমাস পরে অর্থাৎ আগস্ট মাসের ৩০ তারিখ আবারও এই সুপারমুন দেখা যাবে। তিনি জানিয়েছেন, পূর্ণিমার চাঁদ পৃথিবীর খুব কাছে চলে আসে।সাধারণ সময়ের থেকে অনেক বড় দেখায় চাঁদকে। সেই অবস্থাকে ‘সুপারমুন’ বলা হয়।
শেষবার ২০১৮ সালে এই আগস্ট মাসেই সুপারমুন দেখা গিয়েছিল। ৩০ আগস্ট ফের এই মহাজাগতিক দৃশ্যের সাক্ষী থাকতে পারবে পূর্ব ভারতের রাজ্যবাসী।সেদিন চাঁদের আকৃতি আরও বড় দেখাবে। ২০৩৭ সালে আবারও এই মহাজাগতিক ঘটনার সাক্ষী হতে পারবেন ভারতের পূর্বপ্রান্তের মানুষরা। এর সঙ্গে চন্দ্রযান-৩ এর অভিযানের এক অদ্ভুত রকমের যোগ তৈরি হয়েছে বলে জানান দেবীপ্রসাদ দুয়ারি। নি বলেন, ‘চন্দ্রযান ৩-কে চাঁদের কক্ষপথে স্থাপন করার সময়ই সুপারমুনের পরিস্থিতি তৈরি হবে।’উল্লেখ্য, আগামী ২৩ থেকে ২৫ আগস্টের মধ্যে চাঁদের মাটিতে অবতরণ করবে চন্দ্রযান-৩। দেবীপ্রসাদ দুয়ারি আরও জানিয়েছেন, সুপারমুনে চাঁদকে সাধারণ সময়ের থেকে সাত শতাংশ বড় দেখায়। চাঁদের শুভ্র ছটা ১৬ শতাংশ বেশি পৃথিবীতে এসে পৌঁছায়। তিনি জানিয়েছেন, মঙ্গলবার সন্ধ্যা ৬ টা ১৭ মিনিটে কলকাতার আকাশে চাঁদের দেখা পাওয়া গিয়েছে। রাত ১২টা ১ মিনিটে চাঁদ সূর্যের ১০০শতাংশ আলোয় আলোকিত হবে।সেই সময় পৃথিবীর বুকে চাঁদের ছটা সবচেয়ে বেশি পৌঁছাবে।
আজকের সুপারমুনের সময় পৃথিবী থেকে চাঁদের দূরত্ব থাকবে ৩ লক্ষ ৫৭ হাজার ৫৩০ কিলোমিটার।আর ৩০ আগস্টের সুপারমুনে সেই দূরত্ব আরও কমে হবে ৩ লক্ষ ৫৭ হাজার ৩৪৪ কিলোমিটার।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

প্রধানমন্ত্রীর নরেন্দ্রমোদীর অফিসে রাহুল গান্ধি, সঙ্গে মজুত ছিলেন দেশের প্রধান বিচারপতিও!!

অনলাইন প্রতিনিধি :-নতুন সিবিআই কর্তা নিয়োগ করতে হবে আর সেই উদ্দ্যেশ্যেই লোকসভার বিরোধী দলনেতা রাহুল…

4 hours ago

ভয়াবহ দুর্ঘটনার কবলে ইন্ডিয়ান আইডল জয়ী পবনদীপ,অবস্থা আশঙ্কাজনক!!

অনলাইন প্রতিনিধি :-ভয়াবহ দুর্ঘটনার কবলে ইন্ডিয়ান আইডল জয়ী সিজন ১২ এর পবনদীপ রাজন ৷ উত্তর…

11 hours ago

শবরীমালা মন্দির পরিদর্শনে দ্রৌপদী মুর্মু!!

অনলাইন প্রতিনিধি :-আগামী ১৮ মে দু'দিনের জন্য কেরল সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷ সেই…

13 hours ago

মহাকালেশ্বর মন্দিরে বীভৎস আগুন!!

অনলাইন প্রতিনিধি :-উজ্জ্বয়ন মহাকালেশ্বর মন্দিরে বিভীষিকাময় আগুন। মন্দিরের উপর থেকে গলগল করে নির্গত হচ্ছে কালো…

13 hours ago

হত্যা মামলায় ‘গ্রেপ্তার’ বাংলাদেশে জেলবন্দি চিন্ময় প্রভু!

অনলাইন প্রতিনিধি :-জেলবন্দি সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী ওরফে চিন্ময় প্রভুকে নতুন করে আবার হত্যা…

14 hours ago

নিখোঁজ হয়ে ছিলেন কুড়ি বছরে বাড়ি ফিরে এলেন ৬৩ বছর পর!!

অনলাইন প্রতিনিধি :-যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্য থেকে প্রায় ৬৩ বছর আগে নিখোঁজ হয়েছিলেন অড্রে ব্যাকেবার্গ নামে…

14 hours ago