কলেজ ছাত্রীকে অ্যাসিড দিয়ে জ্বালিয়ে দেওয়ার হুমকি ও মারধর, চাঞ্চল্য!!

অনলাইন প্রতিনিধি:- ধর্মনগর ডিগ্রি কলেজের এক ছাত্রীকে মারধর, শ্লীলতাহানি সহ মুখে অ্যাসিড মারার হুমকি দেয় এক যুবক। ঘটনা শুক্রবার বেলা একটা নাগাদ ধর্মনগর দীঘলবাঁক চৌমুহনী যাওয়ার রাস্তায়। ছাত্রীর চিৎকারে অভিযুক্ত যুবক স্কুটি ফেলে পালিয়ে যায়। অভিযুক্ত যুবকের নাম জুবেল হক (২৩), পিতা মঈনুল হক বাড়ি পানিসাগর বিলথৈ গ্রামে।