কল্যানপুরে আট জুয়ারী পুলিশের জালে!!
দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি, কল্যাণপুর।।
গোপন খবরের ভিত্তি তে কল্যাণপুরের দুটি পৃথক স্থান থেকে আট জন জুয়ারী কে গ্রেপ্তার করেছে কল্যাণপুর থানার পুলিশ। রবিবার দুপুরে মোহরছড়া বাজারে অভিযান চালিয়ে নগদ টাকা, জুয়ার বোর্ড সহ আটক করা হয় পাঁচ জন কে। এরা হলো সুরেশ চন্দ্র বিশ্বাস, কার্তিক দাস, সঞ্জিত দাস, বিমল দাস এবং বিকাশ সরকার।
কল্যাণপুর থানার ওসি সুভরাংশু ভট্টাচাৰ্য জানান, ধৃতদের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা গ্রহণ করে তদন্ত করা হচ্ছে। অন্য দিকে আধুনিয়া বাজারে হানা দিয়ে পুলিশ ঝান্ডি মুন্ডা নামক জুয়ার সামগ্রী সমেত তিন জন কে গ্রেপ্তার করে। এদের নাম দুলাল দেবনাথ, মনীষ দেববর্মা এবং অখিল দেববর্মা। দীর্ঘ্য দিন ধরেই কল্যাণপুরে জুয়ার রমরমা চলছে। আর এর খপ্পরে পরে সর্বনাশ হচ্ছে মানুষের। পুলিশী তৎপরতায় আট জুয়ারী গ্রেপ্তার হওয়ার খবরে এলাকায় কিছুটা হলেও স্বস্তি দেখা গেছে।