দৈনিক সংবাদ অনলাইন।। মঙ্গলবার আড়াইটে নাগাদ কর্মীদের মনোবল বাড়াতে কল্যাণপুর কংগ্রেস ভবনের ধ্বংসস্তূপ পরিদর্শন করেন। এদিন তার কল্যানপুর সফরকে কেন্দ্র করে কল্যাণপুরে চাপা উত্তেজনা ছিলো। এদিন প্রথমে তিনি আগুনে ক্ষতি গ্রস্ত কংগ্রেস ভবন ঘুরে দেখেন।
আশীষ সাহার সাথে ছিলেন প্রদেশ যুব কংগ্রেস সভাপতি রাখু দাস, খোয়াই জেলা কংগ্রেস সভাপতি বিক্রম কিশোর সিনহা, কল্যাণপুর ব্লক কংগ্রেস সভাপতি সাধন চন্দ্র মল্লিক প্রমুখ। প্রাক্তন বিধায়ক সমস্ত কিছু খুঁটিয়ে খুঁটিয়ে দেখার পর জানান, কংগ্রেস কোনকালেই প্রতিরোধ এর রাজনীতিতে বিশ্বাসী ছিলো না। কিন্তু বর্তমানে যেভাবে গণতন্ত্রের টুঁটি টিপে ধরা হচ্ছে, তা অসহনীয়। সময়ের প্রয়োজনে প্রতিরোধ প্রয়োজন। তিনি কংগ্রেস কর্মীদের সান্তনা দেন।
তিনি বলেন, প্রত্যেক ব্লক কংগ্রেস এলাকায় সংগঠনকে দৃঢ় ভাবে মজবুত করতে হবে। প্রয়োজনে প্রতিরোধও গড়ে তুলতে হবে। সবাই যদি একজোট হয়ে কাজ না করে, তাহলে গণতন্ত্র বিনষ্টকারীরা আরও সক্রিয় হয়ে উঠবে। আশীষ বাবুর মতে এলাকার শান্তি শৃঙ্খলা কোনোভাবেই বিগ্নিত হতে দেওয়া যাবে না। কংগ্রেস দল হিংসায় বিশ্বাসী নয়। তিনি বলেন, আগামী ২৩ এর লক্ষ্যে এখন থেকেই সবাই কে একজোট হয়ে কাজ করতে হবে। কল্যাণপুর কংগ্রেস ভবন থেকে আশীষ সাহা যান আক্রান্ত সুমন মোদক এর বাড়িতে। তাকে দেখতে ও সান্তনা দিতেই সুমনের বাড়িতে যান তিনি।
প্রতিবেশী বাংলাদেশে গত ছয়মাস ধরে চলতে থাকা অস্থির রাজনৈতিক পরিস্থিতির সুযোগ নিয়ে একেবারে নিঃশব্দে এগিয়ে…
অনলাইন প্রতিনিধি:-প্রতিশ্রুতি দিয়ে রক্ষা করছে না সরকার। জেআরবিটির মাধ্যমে গ্রুপ ডি পদে নিয়োগ নিয়ে টালবাহানা…
অনলাইন প্রতিনিধি :-রাজ্যেররাজধানী শহর আগরতলার যোগাযোগ ব্যবস্থা গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে দাঁড়িয়েছে উড়াল সেতু। শহরের পশ্চিম…
অনলাইন প্রতিনিধি :-রাজ্যেরসরকারী স্কুলে পরীক্ষার সূচি প্রকাশ হতেই রাজ্যের কোমলমতি ছাত্রছাত্রীদের উপর জুলুমের অভিযোগ উঠেছে…
অনলাইন প্রতিনিধি :-রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী সুনির্দিষ্ট একটি প্রতীককে ত্রিপুরা সরকারের রাজ্য প্রতীক/লোগো হিসেবে ব্যবহারের…
অনলাইন প্রতিনিধি :-সবকিছু ঠিক থাকলে আগামীকালই বিজেপির দশটি সাংগঠনিক জেলার সভাপতিদের নামে চূড়ান্ত সীলমোহর পড়বে।…