কাঁটাতার কেটে গরু নিয়ে গেল চোর!!

 কাঁটাতার কেটে গরু নিয়ে গেল চোর!!
এই খবর শেয়ার করুন (Share this news)

দৈনিক সংবাদ অনলাইন।। সীমান্ত সুরক্ষার জন্য ভারত সরকার কোটি কোটি টাকা ব্যয় করলেও স্থানীয় বিএসএফের মারাত্মক অবহেলার কারণে সীমান্ত গ্রাম আজও সুরক্ষিত হয়ে উঠেনি। সীমান্তে কাঁটাতারের বেড়া, উচ্চক্ষমতাসম্পন্ন ফ্লাড লাইট, সেন্ট্রি পোস্ট, চব্বিশ ঘন্টা সীমান্তে টহলদারি ইত্যাদি থাকার পরও বাংলাদেশি দুর্বৃত্তরা কাঁটাতারের বেড়া কেটে ভারতীয় কৃষকের গরু বাছুর চুরি করে নিয়ে যাচ্ছে। আর এই সমস্ত ঘটনাগুলোর ফলে সর্বশান্ত হচ্ছে ভারতীয় কৃষকরা। খোয়াই মহকুমার বিস্তীর্ণ সীমান্ত অঞ্চল সুরক্ষিত রাখতে কর্মরত রয়েছে আশি নং ব্যাটেলিয়ান বিএসএফ। তাদের হাতে খোয়াইয়ের সীমান্ত মোটেই সুরক্ষিত নয় বলে সীমান্ত গ্রামের মানুষজন অভিযোগ তুলতে শুরু করেছেন।

গত শুক্রবার গভীর রাতে উত্তর দুর্গানগর সীমান্তে বিএসএফ সেন্ট্রি পোস্ট থেকে ঢিল ছোড়া দূরত্বে কাঁটাতারের বেড়া কেটে ফেলে বাংলাদেশী দুর্বৃত্তরা। পরে এই দুর্বৃত্তরা গ্রামের হারাধন গোপ এৱ গোয়াল ঘর থেকে দুটো গরু চুরি করে নিয়ে এসে কাঁটাতারের বেড়া পেরিয়ে বাংলাদেশের ভূখণ্ডে চলে যায়। ঘটনা টের পেয়ে হারাধন গোপ চিৎকার চেঁচামেচি করলে গ্রামের লোকজন ছুটে আসে এবং তারা কাঁটাতারের বেড়া পেরিয়ে বাংলাদেশের সীমান্তে চোরের পিছু ধাওয়া করে একটি গরু ছিনিয়ে নিয়ে আসে। দীর্ঘ এক ঘন্টা সময় ধরে সীমান্তে এ ধরনের ঘটনা সংঘটিত হলেও একজন বিএসএফ জওয়ানকেউ সীমান্তে পাওয়া যায়নি। ফলে সীমান্ত এলাকায় ব্যাপক উত্তেজনা দেখা দেয়। খবর পেয়ে সীমান্তে ছুটে আসে পুলিশ। পরে পুলিশের হস্তক্ষেপে সীমান্তে উত্তেজনা কমে।

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.