রাজ্য মধ্যশিক্ষা পর্ষদের পরীক্ষা ফেব্রুয়ারী মাসে করার উদ্যোগ!!
কাজল স্মৃতি ফুটবল নিয়ে চিন্তায় টিএফএ
দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি || পিআইহীন স্কুলগুলোর সমস্যার জেরে এবার টিএফএর অনুর্ধ্ব চৌদ্দ কাজল স্মৃতি আন্ত:স্কুল ফুটবল টুর্নামেন্টের আয়োজনের ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়ালো। গত তিন বছর ধরে বন্ধ থাকা অনুর্ধ্ব চৌদ্দ কাজল স্মৃতি আন্তঃস্কুল ফুটবল আসর এবার আয়োজনের উদ্যোগ নেওয়া হলেও এতে অংশগ্রহণকারী স্কুল টিমের সংখ্যা নিয়ে চিন্তিত রাজ্য ফুটবল সংস্থা। আগামী মে মাসের মাঝামাঝিতে অনুর্ধ্ব চৌদ্দ কাজল স্মৃতি আস্ত স্কুল ফুটবল টুর্নামেন্টটি শুরু করার পরিকল্পনা রয়েছে টিএফএর। আর এই স্কুল টুর্নামেন্টটিতে অংশগ্রহণের জন্য বেশ কিছুদিন আগেই বাছাই করা কুড়ি-বাইশটি স্কুলকে চিঠি দেওয়া হয়েছিল টিএফএর তরফে। তবে এখন পর্যন্ত স্কুলগুলোর তরফে কোনও সাড়া পায়নি টিএফএ। এ অবস্থায় এবার স্কুল টুর্নামেন্টটিতে অধিক সংখ্যক টিমের অংশগ্রহণ করানোর যে টার্গেট নিয়েছিল টিএফএ তা কতটা পূরণ হবে তা নিয়ে প্রশ্ন উঠছে। এ বিষয়ে টিএফএর সচিব অমিত চৌধুরী জানান, বেশ কিছুদিন আগেই কুড়ি-বাইশটি স্কুলকে চিঠি দিয়ে এই স্কুল ফুটবল টুর্নামেন্টটিতে অংশগ্রহণের জন্য অনুরোধ করা হয়েছিল। তবে এ পর্যন্ত কোনও সাড়া মেলেনি। আগামী কিছুদিনের মধ্যেই ফের একবার স্কুল ফুটবল টুর্নামেন্টটিতে অংশগ্রহণের জন্য এন্ট্রি চাওয়া হবে। ত্রিশ এপ্রিল পর্যন্ত এন্ট্রির সময়সীমা বেঁধে দেওয়া হতে পারে। আগামী মে মাসের মাঝামাঝিতে স্কুল ফুটবল টুর্নামেন্টটি শুরু করার চেষ্টা চলছে। তবে স্কুলগুলোর যা বক্তব্য স্কুলে পিআই না থাকার কারণে খেলাধুলা বন্ধ হয়ে রয়েছে। যার কারণে স্কুল ফুটবল হোক বা স্কুলস্তরের অন্য কোনও ইভেন্টে স্কুলগুলোর পক্ষে টিম করা সম্ভব হচ্ছে না। আগে স্কুলগুলোতে যখন পিআই ছিল তখন নিয়মিত খেলাধুলা হতো। স্কুলগুলোর পক্ষে তখন ফুটবল, ক্রিকেট বা যে কোনও ইভেন্টে টিম করতে গিয়ে কোনও সমস্যায় পড়তে হতো না। তবে স্কুলগুলোকে ফাঁকা করে কোচিং সেন্টারে পিআইদের পোস্টিং দেওয়ার পর স্কুলের খেলাধুলা একেবারে বন্ধ হয়ে গেছে। যার কারণে এখন টিএফএর কাজল স্মৃতি আন্ত:স্কুল ফাইল আসলে জাগ্রহণের ক্ষেত্রেও সমস্যা দেখা দিয়েছে।উল্লেখ্য, গত ২০১৯ সালের পর এই টুর্নামেন্টটি আর হয়নি। কোভিড সহ বিভিন্ন সমস্যার কারণে মাঝে তিন বছর এই স্কুল ফুটবল আসরটি বন্ধ ছিল। তবে টিএফএ বিভিন্ন বয়সভিত্তিক ফুটবল টুর্নামেন্টের পাশাপাশি অনূর্ধ্ব চৌদ্দ স্কুল ফুটবল আসরটিকে গুরুত্ব দিয়ে ফের এবার তা আয়োজনের উদ্যোগ নিয়েছে। এমনিতেই গত তিন বছর ধরে স্কুল ফুটবল টুর্নামেন্টটি না হওয়াতে হতাশ স্কুলগুলো। বিশেষ করে যে সকল স্কুলগুলো নিয়মিত এই স্কুল ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করতো এরা হতাশ। একে তো গত তিন বছর ধরে টুর্নামেন্টটি হচ্ছে না আবার এর মধ্যে স্কুলগুলোতে পিআই না থাকার কারণে স্কুলগুলো এ ধরনের টুর্নামেন্টে অংশগ্রহণ নিয়ে উৎসাহ অনেকটা হারিয়ে ফেলেছে।