কাজের দাবিতে বন্ধ সিএনজি!!
দৈনিক সংবাদ অনলাইন।। স্থানীয় বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানে ব্রাত্য রেখে, সি.এন.জি কর্তৃপক্ষ বাঁকা পথে বহিরাগতদের নিয়োগ করছে। অথচ কথা ছিলো সিএনজি স্টেশন হলে স্হানীয়দের নিয়োগ করা হবে। এ নিয়ে বুধবার সকাল থেকেই তেলিয়ামুড়া হাওয়াইবাড়ি স্থিত সি.এন.জি স্টেশনে জড়ো হতে থাকে স্থানীয় বেকার যুবকরা।
বেকার যুবকদের পক্ষ থেকে জানানো হয়, যতক্ষণ না পর্যন্ত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে তাদের কথাবার্তা হবে এবং বেকার যুবকদের বিষয় পদক্ষেপ গ্রহণ না করবে, তত সময় গ্যাস প্রদান পরিষেবা বন্ধ থাকবে। ফলে বুধবার সকাল থেকেই গ্যাস নিতে আসা যানচালকদের দুর্ভোগ চরমে পৌঁছেছে।