কাজের মধ্য দিয়ে মানুষের মন জয় করুন: মুখ্যমন্ত্রী!!

 কাজের মধ্য দিয়ে মানুষের মন জয় করুন: মুখ্যমন্ত্রী!!
এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-ফ্লোরেন্স
নাইটিঙ্গেলের কথা স্মরণ করে সোমবার মুখ্যমন্ত্রী বলেন, এই পৃথিবীতে এমন কিছু মানুষ জন্মগ্রহণ করেছিলেন যারা কাজের মধ্য দিয়েই বিশ্ববাসীর কাছে আজও স্মরণীয় হয়ে আছেন।আগরতলা গভর্নমেন্ট নার্সিং কলেজ অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা উপস্থিত ছাত্রীদের উদ্দেশে এদিন ঠিক সেভাবেই কাজের মধ্য দিয়ে মানুষের মন জয় করার কথা বলেন। তার কথায় শুধু রোগী নয়, রোগীর কিংবা রোগিণীর পরিজনদের সাথেও সুসম্পর্ক বজায় রাখা উচিত।
এদিন ছিল বিএসসি নার্সিং পাঠরত দ্বিতীয় ব্যাচের) ছাত্রীদের আলোক প্রজ্বালন ও শপথ গ্রহণ অনুষ্ঠান। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আধুনিক নার্সিংয়ের প্রতিষ্ঠাতা মহীয়সী ফ্লোরেন্স নাইটিঙ্গেলের প্রতি শ্রদ্ধা নিবেদন করে নার্সিং ছাত্রীরা। একই সাথে শপথ বাক্যও পাঠ করে ব্যাচের মোট ৪৯জন ছাত্রী। শপথ বাক্য পাঠ করান নার্সিং কলেজের টিউটর সুতপা চক্রবর্তী। শপথ গ্রহণের পর বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী শপথ গ্রহণে যে প্রতিজ্ঞা নেওয়া হয়েছে, নার্সিং ছাত্রীদের প্রতি তা যথাযথভাবে পালন করার আহ্বান রাখেন। তিনি বলেন, রোগীদের স্বাস্থ্য পরিষেবা প্রদানে চিকিৎসকদের পাশাপাশি নার্সদের ভূমিকাও যথেষ্টই গুরুত্বপূর্ণ। যে মন্ত্র পাঠ করে শপথ গ্রহণ করা হয়েছে তা যাতে অক্ষরে অক্ষরে পালন করা হয় সেকথাও বলেন মুখ্যমন্ত্রী। তার কথায়, যে কোনও স্বাস্থ্য প্রতিষ্ঠানেই নার্সিং পরিষেবাকে আরও উন্নতভাবে গড়ে তোলা প্রয়োজন। তবে রাজ্য সরকারও সেই দিশায় কাজ করছে বলে এদিন জানিয়ে দিলেন তিনি। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা এদিন নার্সিং কলেজের আইটি ল্যাবেরও উদ্বোধন করেন।
মুখ্যমন্ত্রী বলেন, ১৯৫০ সালে স্থাপিত নার্সেস ট্রেনিং ইনস্টিটিউটটি রাজ্যের সবচেয়ে প্রাচীন এবং প্রশংসিত প্রতিষ্ঠান। পরবর্তীকালে ১৯৯৪ সালে এই প্রতিষ্ঠান ত্রিপুরা নার্সিং কাউন্সিলের অধীনে আসে। তিনি বলেন, ২০০৫ সালে আগরতলা গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও জিবিপি হাসপাতালের ক্যাম্পাসে একটি হোস্টেল স্থাপন করা হয়। পরবর্তী সময়ে ২০২০ সালে এই ইনস্টিটিউটটি আইজিএম হাসপাতালের নতুন ভবনে স্থানান্তর করা হয়। ছাত্রছাত্রীদের জন্য সমস্ত সুযোগ সুবিধা সম্পন্ন আলাদা আলাদা হোস্টেলও নির্মাণ করা হয় এখানে। তিনি বলেন, আগরতলা গভর্নমেন্ট নার্সিং কলেজটি সব ধরনের আধুনিক সুযোগ সুবিধা এবং পরিকাঠামো দিয়ে সুসজ্জিত। স্মার্ট ক্লাসের সুবিধা ছাড়াও এতে উন্নত প্রযুক্তিগত ল্যাবরেটরি যেমন ফাউন্ডেশন ল্যাব, অ্যাডভান্সড নার্সিং ল্যাব, পেডিয়েট্রিক ল্যাব, মিডওয়াইফেরি ল্যাব, কমিউনিটি ল্যাব, নিউট্রিশন ল্যাব সহ সিমুলেটেড ইউনিটও রয়েছে।
মুখ্যমন্ত্রী তার ভাষণে বলেন, স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে রাজ্যে বর্তমানে দুটি মেডিক্যাল কলেজ, নার্সিং কলেজ, ডেন্টাল কলেজ সহ নানা স্বাস্থ্য প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে। এসব পরিকাঠামোকে কেন্দ্র করেই রাজ্যে স্বাস্থ্য হাব গড়ে তোলার প্রচেষ্টা শুরু করেছে রাজ্য সরকার। তার কথায়, রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নের ফলেই বহি:রাজ্যে রেফারেল রোগীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে এখন। তিনি বলেন, আগামীদিনে রাজ্যে আরও আধুনিক স্বাস্থ্য প্রতিষ্ঠান গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে সরকারের। আয়োজিত অনুষ্ঠানে আগরতলা গভর্নমেন্ট নার্সিং কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষা ডা. মৈত্রী চৌধুরী, স্বাস্থ্য দপ্তরের অতিরিক্ত সচিব রাজীব দত্ত সহ আরও অনেকে বক্তব্য রাখেন।

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.