কাজ চাই কাজ দাও!!
দৈনিক সংবাদ অনলাইন।। কাজ চাই কাজ দাও, এই স্লোগানকে সামনে রেখে পাশাপাশি জে আর বি টি পরীক্ষার ফলাফল প্রকাশ করে দ্রুত নিয়োগ সম্পন্ন করা, শিক্ষক স্বল্পতা দূর করতে ট্যাট উত্তীর্ণ সকলকে দ্রুত নিয়োগ করা, বছরে দুবার টেট পরীক্ষা নেওয়া, চিকিৎসক, নার্স ও চিকিৎসা কর্মী নিয়োগ করা, ১০ হাজার ৩২৩ চাকরিচ্যুতদের দ্রুত স্থায়ী কর্মসংস্থানে ব্যবস্থা করা, এই সকল দাবি গুলিকে সামনে রেখে শনিবার ডি ওয়াইএফ আই এবং টি ওয়াই এফ আগরতলায় মিছিল সংগঠিত করে।