Categories: বিদেশ

কার্টুন দেখে অবসাদ ভুলছে পেঙ্গুইন

এই খবর শেয়ার করুন (Share this news)

সংক্রমণ ছড়িয়ে দুনিয়ার যা ক্ষতি করার করে দিয়েছে করোনা । বিশ্বের অর্থনীতিকে ঘাড় ধরে টেনে নামিয়ে দিয়েছে নিচে । তবে তার চেয়েও যে ক্ষতিটা করেছে তা হল মানবসম্পদের কার্যক্ষমতা অনেকখানি কেড়ে নিয়েছে । শুধু মানুষের ক্ষেত্রে নয় , পশুদের টের জগতেও তার প্রতিফলন পাওয়া গেছে । অস্ট্রেলিয়ার পার্থের একটি চিড়িয়াখানায় খাঁচায় বন্দি এক নিঃসঙ্গ পেঙ্গুইন কার্যত দৃষ্টান্ত হয়ে উঠেছে । স্বজাতিকে নিয়ে তৈরি কার্টুন দেখে অবসাদ ভোলার চেষ্টা করছে সেই পেঙ্গুইন । মনোবিদদের একাংশ বলেন , মনখারাপের অন্যতম দাওয়াই অ্যানিমেশন বা কার্টুন চিত্র দেখা । তা বইয়ের পাতায় কমিক্স স্ট্রিপ হোক কিংবা টিভির পর্দায় চলমান মিকি – মাউস । বিশেষত গত শতকের নর্বইয়ের দশকে যাদের ছোটবেলা কেটেছে তারা বিলক্ষণ জানেন টেলিভিশনের পর্দায় কেমন দাপিড়ে বেড়াত সব কার্টুন চরিত্র । সময়ের সঙ্গে কার্টুনেও বদল এসেছে । যুগটা এখন অ্যানিমেশনের ।

কার্টুন চরিত্রেও আজ তারাই অগ্রণী । আট থেকে আশির বহু মানুষ আজও কার্টুন দেখে মনকে আনন্দে রাখার চেষ্টা করেন । কিন্তু তাই বলে চিড়িয়াখানার পেঙ্গুইনও ! বিশেষ করে সেই পেঙ্গুইন দেখতে কচিকাঁচার দল বছরভর পার্থ চিড়িয়াখানায় গিয়ে ভিড় করে ? পার্থ চিড়িয়াখানার বাসিন্দা আলোচ্য পেঙ্গুইনের নাম ‘ পিয়েরি ’ । এটি বিরলতম রকহুপার প্রজাতির পেঙ্গুইন । সাদা রঙের বাঁকানো ভ্রূপল্লবের জন্য পেঙ্গুইন সমাজে যাদের আলাদা কদর আছে । করোনা সংক্রমণ ছড়াতেই বিশ্বের অন্যান্য চিড়িয়াখানার মতো পার্থেও চিড়িয়াখানাতেও কচিকাঁচাদের ভিড়ে টান ধরেছে । তাতেই নাকি মনে গোঁসা হয় পিয়েরির । গোঁসা থেকে তাকে পেয়ে বসে অবসাদ । অন্তত পাৰ্থ জু কর্তৃপক্ষ তেমনটাই জানিয়েছেন । বড় প্রশ্ন হল , পিয়েরির একাকিত্ব দূর হবে কীভাবে ? তাকে তো আর মানুষের মতো ‘ সিডেটিভ ’ খাইয়ে ঘুম পাড়িয়ে রাখা যায় না কিংবা অ্যান্টি ডিপ্রেসন্ট খাইয়ে চাঙ্গা করা যাবে না । এমনিতেই পিয়েরির কিছু শারীরিক সমস্যা রয়েছে ।

যে কারণে নিজের বড় খাঁচার বাইরে বেরিয়ে বাকি পশুপাখিদের সঙ্গে সে তেমন মেলামেশা করতে পারে না । পিয়েরির দেখভাল করেন যিনি , স্টেফান কুক পিয়েরির অবসাদ কাটাতে অভিনব এক পদ্ধতি নেন । প্রথমে আইপ্যাডের পর্দায় তাকে দেখানো হয় পেঙ্গুইনদের রকমারি ডিভিয়ো । তা দেখে সে নাকি উৎফুল্ল হয়ে ওঠে । বেশ কয়েক বছর আগে একটি পেঙ্গুইন পরিবারের সুখ – দুঃখ নিয়ে তৈরি হয়েছিল ‘ পিঙ্গু ‘ নামে একটি অ্যানিমেশন ছবি । আইপ্যাডে সেই কার্টুন দেখানো হয় পিয়েরিকে । দেখে , কী খুশি তার ! আনন্দে ডানা ঝাপটাতে শুরু করে ! আইপ্যাডের পর্দায় স্বজাতির নানা কাণ্ডকারখানা দেখেই এখন অবসাদ ভুলেছে পিয়েরি , জানিয়েছেন পার্থ চিড়িয়াখানার কিউরেটর স্টেফান কুক ।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

দ্বিতীয়দিন ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হলো হাজারো দর্শক-শ্রোতা!!

অনলাইন প্রতিনিধি:-প্রথমদিনের মতোই উড়ান আয়োজিত ত্রিপুরা লিটারেচার ফেস্টিভ্যালের দ্বিতীয়দিনও ছিল শ্রোতা ও দর্শকে পরিপূর্ণ। সাহিত্য,…

22 hours ago

মার্কিন হাসপাতালে এলোপাথারি গোলাগুলি!!

অনলাইন প্রতিনিধি :-শনিবার আমেরিকার পেনসিলভ্যানিয়া প্রদেশের ইয়র্ক কাউন্টির ‘ইউপিএমসি মেমোরিয়াল হাসপাতাল’ নামে ওই হাসপাতালে ঢুকে…

23 hours ago

আগরতলা-গুয়াহাটি বন্দে ভারত শীঘ্রই।।

অনলাইন প্রতিনিধি :-আগরতলা-গুয়াহাটি-আগরতলার মধ্যে বন্দে ভারত এক্সপ্রেস চলাচল এখন শুধুই সময়ের অপেক্ষা। এই মন্তব্য করেন…

24 hours ago

তেলেঙ্গানার সুড়ঙ্গে আটক ৮ শ্রমিক,বিচ্ছিন্ন যোগাযোগ!!

অনলাইন প্রতিনিধি :-২৪ ঘণ্টা ধরে তেলঙ্গানার শ্রীসৈলাম সুড়ঙ্গে আটকা পড়েছেন আট শ্রমিক। কাদাজলে ভরে গিয়েছে…

24 hours ago

ভোট বিদেশি হস্তক্ষেপ।।

মার্কিন প্রেসিডেন্ট গণতান্ত্রিক রায়ের দুই লাইনের এক মন্তব্যে, শুরু হয়েছে।পরিস্থিতি এমন জায়গায় গিয়ে পৌঁছেছে যে,…

24 hours ago

কেন্দ্রীয় কারাগারে কোটি টাকার টেন্ডার ঘোটালার অভিযোগ!!

অনলাইন প্রতিনিধি :-বিগত বামফ্রন্ট সরকারের আমল থেকেই কেন্দ্রীয় সংশোধনাগার দুর্নীতির আখড়া হিসাবে পরিচিতি লাভ করেছে।দুর্নীতির…

24 hours ago