কার্ড ঢোকালেই সোনা, প্রথম গোল্ড এটিএম চালু হায়দরাবাদে
প্লাস্টিকের কার্ড এটিএম মেশিনে ঢুকিয়ে বা সোয়াইপ করে পিন নম্বর দিলেই কড়কড়ে নোটে বেরিয়ে আসে কাঙ্ক্ষিত টাকা। এই
মেশিন তেমনই। তবে টাকার বদলে কার্ড ঢুকিয়ে পিন নম্বর দিলেই চাহিদা মতো বেরিয়ে আসবে সোনার গয়না! বিশ্বের মধ্যে ভারতই প্রথম দেশ যেখানে গোল্ড এটিএম চালু হল।
গোল্ডসিক্কা নামে স্বর্ণবিপণী সংস্থা তেলাঙ্গানার রাজধানী শহর হায়দরাবাদে প্রথম গোল্ড এটিএম চালু করল। এই এটিএম মেশিনের ব্র্যান্ড-নেমও গোল্ডসিক্কা। এর ফলে সোনা কিনতে ইচ্ছুক গ্রাহকদের আর অলঙ্কারের দোকানে যেতে হবে না। তবে গয়না সোনা মিলবে না এটিএমে, শুধু মাত্র বিভিন্ন মাপের এবং দামের সোনার কয়েন
পাওয়া যাবে মেশিনে। হায়দরাবাদ-ভিত্তিক স্টার্টআপ ওপেনকিউব টেকনোলজিস সোনার এটিএমের সফটওয়্যারটি তৈরি
করেছে। হায়দরাবাদ শহরের বেগমপেটে গোল্ডসিক্কার হেড অফিসে প্রথম এই এটিএম যন্ত্রটি বসানো হয়েছে। এখন অবশ্য জল থেকে খাবারও পাওয়া যায় এটিএম মেশিনে।
গোল্ডসিক্কা সংস্থা সূত্রে জানানো হয়েছে, ক্রেতাদের সুবিধার কথা মাথায় রেখে দেশে তারাই প্রথম ‘গোল্ড ভেন্ডিং মেশিন’-এর সুবিধা চালু করলেন। এর আগে দেশে কোথাও গোল্ড এটিএমের সুবিধা ছিল না। জানানো হয়েছে, এটিএম থেকে সোনা কেনা সহজ। টাকা তোলার মতোই কার্ড ঘষলে পাওয়া যাবে সোনা। কিন্তু কী ধরনের সোনা মিলবে, সেটাই হল প্রশ্ন। প্রথম কথা সারাদিনে
যখন খুশি গেলেই গোল্ডসিক্কার কার্ড ঘষে সোনা মিলবে। নগদে অথবা ধারে দুই ভাবেই সোনা কেনা যাবে। ক্রেতাদের সেই মতো গোল্ডসিক্কা থেকে ক্রেডিট এবং ডেবিট কার্ড নিতে হবে। বাজারে প্রতিদিন সোনার দর যে ভাবে ওঠা-নামা করে, সে ভাবেই দর ঠিক করা থাকবে গোল্ড ভেন্ডিং মেশিনে। সোনার কয়েন ছাড়া এটিএমে আর কোনও বস্তু থাকবে না। সংস্থা সূত্রে জানানো হয়েছে,
অন্যান্য সব এটিএমের মতোই কাজ করবে বিশেষ এই এটিএম। টাকা তোলার মতোই ডেবিট বা ক্রেডিট কার্ড সোয়াইপ করে, পিন দিয়ে এবং যে পরিমাণ সোনার কয়েন
প্রয়োজন, তা লিখলেই মেশিন থেকে বেরিয়ে আসবে সেই মূল্যের সোনা। গোল্ডসিক্কা জানিয়েছে, যেহেতু সোনার দর ক্রমাগত ওঠানামা করে, তাই গ্রাহকেরা যাতে সর্বনিম্ন দরে সোনার কয়েন কিনতে পারে তাই এই
অভিনব পরিকল্পনা।