কালিকা জুয়েলার্সের ধনংদেহি ধনতেরাস।।
ধনত্রয়োদশী বা ধন্বন্তরী-ত্রয়োদশীকে সংক্ষেপে ধনতেরাস বলা হয়। কার্তিক মাসের শুক্লপক্ষের এয়োদশী তিথিতে হয় ধনতেরাস ৷ কথিত আছে, ধনতেরাসের শুভ লগ্নে সমৃদ্ধি কামনায় গৃহস্থ বাড়িতে কেনা হয় মূল্যবান ধাতু বা গহনা। বিশ্বাস করা হয়, এই দিনে মূল্যবান ধাতুর জৌলুসে আকৃষ্ট হয়ে মা লক্ষী স্বয়ং আসেন গৃহস্থের বাড়িতে। কিন্তু বর্তমানে গহনার মূল্য মধ্যবিত্তের নাগালের বাইরে।তাই ক্রেতাদের কথা মাথায় রেখে বিভিন্ন অফার নিয়ে ধনতেরাস উপলক্ষে ধনংদেহি ধনতেরাসের আয়োজন করল রাজধানীর স্বনামধন্য স্বর্ণ ব্যবসায়ী প্রতিষ্ঠান কালিকা জুয়েলার্স। আগামী ২১ শে অক্টোবর থেকে ৩১ শে অক্টোবর, ১১ দিন ব্যাপী চলবে কালিকা জুয়েলার্সের ধনংদেহি ধনতেরাস। এই অফার চলাকালীন সময়ে ন্যূনতম ১০ গ্রাম স্বর্ণালঙ্কার ক্রয়ের ওপর থাকবে ১ টি করে স্বর্ণমুদ্রা। গহনার মজুরিতে থাকবে ২০% ছাড়। প্রতিদিন সৌভাগ্যবান ৩ জন ক্রেতা পাবেন ১ টি করে স্বর্ণমুদ্রা। তাছাড়া প্রতি কেনাকাটায় থাকবে নিশ্চিত উপহার। পাশাপাশি শারদীয়া মিলনমেলা ও ধনতেরাস উপলক্ষে অফার চলাকালীন ক্রেতাদের মধ্য থেকে লাকি-ড্র এর মাধ্যমে বেছে নেওয়া হবে ৫ জন সোনার মেয়েকে যারা প্রত্যেকে পাবেন ১ টি করে স্কুটি। শনিবার রাজধানীর হরিগঙ্গা বসাক রোড স্থিত কালিকা জুয়েলার্সের শোরুমে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানান জুয়েলারির অন্যতম সদস্য মৃন্ময় চৌধুরী। এই অফারের দিনগুলোতে সকলকে জুয়েলারিতে সাদর আমন্ত্রণ জানিয়েছেন জুয়েলারি কর্তৃপক্ষ।