কালি কাহিনি

এই খবর শেয়ার করুন (Share this news)

হ্যান্ডেলের কলমে আমিও লিখেছি। একটা কাঠের তৈরি চার থেকে ছ’ ইঞ্চি লম্বা কলমের ডগায় নিব ঢুকিয়ে দেবার ব্যবস্থা থাকত। দোয়াতে কালি ডুবিয়ে লিখতে হতো। একবার
ডোবালে ছয় সাতটা শব্দ লেখা যেত। কখনও বা ঝপ করে কালি খসে যেত নিব থেকে। ব্লটিং পেপার রাখতে হতো সঙ্গে। কালি শুষে
নিত ব্লটিং পেপার। নিবগুলো ছিল পিতলের তৈরি। ধনী মানুষেরা সোনার নিব ব্যবহার করতেন। সোনা সহজে ক্ষয় হয় না, তাই বহুদিন একই রকম থাকে। জল বা বাতাসেও ক্ষতি হয় না। পেতলের নিবে সোনার টিপ
বসানো নিবও পাওয়া যেত। শ্লেট পেনসিল ছাড়ার পর পেনসিলেই লখতাম। যখন ফাইভ বা সিক্স-এ উঠেছি, তখন ফাউন্টেন পেনে লেখার অধিকার পেলাম। রাইটার পেন। ওটা তোলা জামা-প্যান্টের মতোন তোলা পেন। বাড়িতে লেখালেখির কাজ পেনসিল বা হ্যান্ডেল কলমেই করতাম, পরীক্ষার সময় ফাউন্টেন পেন নিয়ে যেতাম। ফাউন্টেন পেনের মধ্যে সব চেয়ে কুলীন ছিল পাইলট
পেন। একটা ছড়া বাজারে চলত— ‘নাইলন শাড়ি পাইলট পেন উত্তমের পকেটে সুচিত্রা সেন।’ ফাউন্টেন পেন আসা সত্ত্বেও আমার পিতামহ হ্যান্ডলের কলমেই লিখতেন এবং সেই অক্ষরগুলি আশ্চর্য ভাবে ভাল বিরিয়ানি চালের মতো গোটা গোটা থাকত। তার লেখা কয়েকটি হিসেবের খাতা এবং ডায়রির পাতা আমার কাছে যত্নে রাখা আছে। কাগজ ভেঙে যাচ্ছে অথচ লেখাগুলো পড়া যাচ্ছে। যে
কালিতে লেখা হতো, সে সব ছিল কালির বড়ি বা ট্যাবলেট। জলে গুলে কালি তৈরি করতে হতো। মুদি দোকানে বা বই-খাতার দোকানে
কালির বড়ি কিনতে পাওয়া যেত। পিএম বাগচির কালির বড়ি আর জেবি বড়ি কিনতে পাওয়া যেত। কিন্তু আমরা যে বাড়িতে ভাড়া
থাকতাম, সেই বাড়ির একতলায় একটা কালির কারখানা ছিল। সেই কালির নাম ছিল রাজা, স্বস্তিকা আর পেন। কিন্তু রাজা কালি কলকাতার দোকানে পাওয়া যেত না। পিএম
বাগচি আর জেবি এদিকের বাজার দখল করে রেখেছিল। আর রাজা, স্বস্তিকা এইসব কালির বড়ি চলে যেত বিহার, উত্তরপ্রদেশ, আসাম, এমনকী বার্মা মুলুকেও। এই কালির
কারখানার মালিক ছিলেন আমার পিসেমশাই জাহ্নবী জীবন চক্রবর্তী। তাঁর পিতা আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের স্বদেশী শিল্প তৈরির আহ্বানে অনুপ্রাণিত হয়ে কালির ব্যবসা শুরু
করেছিলেন। পিএম বাগচিও তাই। তার আগে বিলেত থেকে কালির বড়ি আসত। কাগজ প্রচলিত হওয়ার আগে তালপাতায় লেখা হতো পুঁথি। তালপাতা মাপ মতো কেটে তুঁতে
আর নিমপাতা সেদ্ধ করা জলে ভিজিয়ে, শুকিয়ে পৃষ্ঠা তৈরি করা হতো। তার ওপর পাখির পালক কেটে তীক্ষ্ণ করে, কিংবা তামা, রুপো অথবা সোনার নিব তৈরি করে কাঠেরহ্যান্ডেলের কলমে আমিও লিখেছি। একটা কাঠের তৈরি চার থেকে ছ’ ইঞ্চি লম্বা কলমের ডগায় নিব ঢুকিয়ে দেবার ব্যবস্থা থাকত। দোয়াতে কালি ডুবিয়ে লিখতে হতো। একবার ডোবালে ছয় সাতটা শব্দ লেখা যেত। কখনও বা ঝপ করে কালি খসে যেত নিব থেকে। ব্লটিং পেপার রাখতে হতো সঙ্গে। কালি শুষে নিত ব্লটিং পেপার। নিবগুলো ছিল পিতলের তৈরি। ধনী মানুষেরা সোনার নিব ব্যবহার করতেন। সোনা সহজে ক্ষয় হয় না, তাই বহুদিন একই রকম থাকে। জল বা বাতাসেও ক্ষতি হয় না। পেতলের নিবে সোনার টিপ বসানো নিবও পাওয়া যেত। শ্লেট পেনসিল ছাড়ার পর পেনসিলেই লখতাম। যখন ফাইভ বা সিক্স-এ উঠেছি, তখন ফাউন্টেন পেনে লেখার অধিকার পেলাম। রাইটার পেন। ওটা তোলা জামা-প্যান্টের মতোন তোলা পেন। বাড়িতে লেখালেখির
কাজ পেনসিল বা হ্যান্ডেল কলমেই করতাম, পরীক্ষার সময় ফাউন্টেন পেন নিয়ে যেতাম। ফাউন্টেন পেনের মধ্যে সব চেয়ে কুলীন ছিল পাইলট পেন। একটা ছড়া বাজারে চলত—
‘নাইলন শাড়ি পাইলট পেন উত্তমের পকেটে সুচিত্রা সেন।’ ফাউন্টেন পেন আসা সত্ত্বেও
আমার পিতামহ হ্যান্ডলের কলমেই লিখতেন এবং সেই অক্ষরগুলি আশ্চর্য ভাবে ভাল বিরিয়ানি চালের মতো গোটা গোটা থাকত। তার লেখা কয়েকটি হিসেবের খাতা এবং
ডায়রির পাতা আমার কাছে যত্নে রাখা আছে। কাগজ ভেঙে যাচ্ছে অথচ লেখাগুলো পড়া যাচ্ছে। যে কালিতে লেখা হতো, সে সব ছিল কালির বড়ি বা ট্যাবলেট। জলে গুলে কালি তৈরি করতে হতো। মুদি দোকানে বা বই-খাতার দোকানে কালির বড়ি কিনতে পাওয়া যেত। পিএম বাগচির কালির বড়ি আর জেবি বড়ি কিনতে পাওয়া যেত। কিন্তু আমরা যে বাড়িতে ভাড়া থাকতাম, সেই বাড়ির একতলায় একটা কালির কারখানা ছিল। সেই কালি বিবর্ণ হবে না। কিংবা, কুলকাষ্ঠ ভস্ম যবচূর্ণতস্য সিকি তার অর্দ্ধ বাবলার আঠা কালি বানা রে বামুনের ব্যাটা।
পোড়া কুল কাঠের মিহি গুঁড়ো, মানে কার্বন পাউডারের চার ভাগের এক ভাগ যবের গুঁড়ো মিশিয়ে, সামান্য আঠা মিশিয়ে জলে ফুটিয়ে কালো কালি বানানো যায়। সম্ভবত
এই লোকায়ত ফর্মুলাটাই গ্রহণ করেছিল আমাদের দেশীয় কালি প্রস্তুতকারকরা। রসায়নের ছাত্র হিসাবে যেটা বুঝেছি, রঞ্জক পদার্থকে কাগজে ধরাবার জন্য সূক্ষ্ম ফিল্ম
তৈরি করতে হবে। এজন্য একটা কার্বোহাড্রেট চাই, এবং একটা বাইন্ডার চাই। আমার বাল্যকালের কালির কারখানাটি স্মৃতিতে এরকম। বস্তা বস্তা সাদা সাদা গুঁড়ো গুদামে
আছে। কারখানার উঠানে ত্রিপল পেতে সেই সাদা গুঁড়ো ঢালা হল। একটা ড্রামে রং গোলা হয়েছে। ধরা যাক নীল রং। মগে মগে ঘন নীল রং ঢালা হচ্ছে ওই সাদা গুঁড়োয়। সাদা গুঁড়োগুলো আসলে ডেকসট্রিন। মানে আলুর গুঁড়ো। কানাডা থেকে আসত। সব রঙিন মণ্ড হতো। ঠিক রুটি তৈরির আটার মণ্ডর মতোই। তারপর সে সব ছাদে নিয়ে গিয়ে শুকোতে
হতো। শুকিয়ে গেলে মুগুর দিয়ে ভাঙা হতো। তারপর সেই ভাঙা শুকনো মণ্ডগুলো একটা মেশিনে ঢুকিয়ে চূর্ণ ‘করে ফেলা হতো, তারপর
অন্য মেশিনে দিয়ে ট্যাবলেট তৈরি করে টিনের কৌটোয় ভরে ফেলা হতো। মুদি
দোকানগুলো ডিলারের কাছ থেকে কৌটো হিসেবে কিনত, এবং খুচরো বিক্রি করত একটা বড়ি এক পয়সা। বড় দোয়াতে দুটো বড়ি লাগত এবং এক দোয়াত কালিতে অনায়াসে একমাস চলে যেত। কারখানায় পর পর তিন-চার দিন কালো কালি তৈরি হলে
পাড়ার কাকেরা সব্বাই কালো পটি করত। লাল হলে লাল। কারণ মণ্ডটা তৈরি হতো আলুর গুঁড়ো দিয়ে। রংটা নিশ্চয়ই বিষাক্ত ছিল না, কাকেরা আলুমাখা খেত এন্তার, আলুটা হজম করত, রংটা বর্জন করত। আর বর্ষা কালে একটা দর্শনীয় ব্যাপার হতো। ছাদ থেকে রেনপাইপ যে জল পড়ত সেই জল ছিল রঙিন। কখনও সবুজ, কখনও নীল, কখনও কালো। কী রঙের মণ্ড ছাদে শুকোন হচ্ছে তার ওপর নির্ভর করত। আমরা জামা
শুকোতে দিতাম বারান্দার রেলিংঙে,
আমাদের কাপড়-জামায় সূক্ষ্ম কালির
রেণুর চিহ্ন লেগে থাকত। এ নিয়ে কখনও কাউকে অভিযোগ করতে দেখিনি। ভাবখানা
যেন কালির কারখানাটা থাকলে এমন তো হবেই। কালি না হলে লেখাপড়া শেখা হবে কী করে? পাড়ার স্কুলে কিছুকাল পড়ার পর আমাকে হেয়ার স্কুলে ভর্তি করানো হয়। ওখানে বেঞ্চির পরিবর্তে ডেস্ক ছিল। ডেস্কের
এককোণে একটা গর্ত থাকত এবং সেই গর্তে
ঢোকানো থাকত একটা চিনামাটির ছোট পাত্র। সেটা ছিল দোয়াত। স্কুলের পিওনরা
হয়তো ওই দোয়াতে কালি ভরে রাখতেন,
ওইসব দোয়াতে কলম ডুবিয়ে লিখে গেছেন রামতনু লাহিড়ি, রমেশ মিত্র, জগদীশ চন্দ্র বসু, প্রফুল্ল চন্দ্র রায়, বলেন্দ্রনাথ ঠাকুরেরা।
ডেস্কগুলি ছিল সেগুন কাঠের তৈরি। শতাধিক বছরের পুরোনো। কালি রাখার খোঁদলে পোকামাকড় বাসা বাঁধতে পারে বলে একসময় এগুলো প্লাস্টার অফ প্যারিস দিয়ে বুজিয়ে দেওয়া হল। আমার পিতামহ প্রয়াত হন ১৯৭২ সালে তখন আমার কুড়ি বছর
বয়স। কালির বড়ির যুগ শেষ হয়ে গেছে ষাটের দশকেই, কিন্তু আমার পিতামহ ফাউন্টেন পেনে লিখতেন না। স্বচ্ছন্দ বোধ করতেন না। বলতো দোয়াতে কলম ডুববে না— সেটা কি কোনও লেখা নাকি? ওর মতো
আরও অনেকেই ছিলেন নিশ্চয়ই সারা দেশে। হয়তো ফাউন্টেন পেনও সারা দেশে পৌঁছায়নি। হয়তো অনেকেই দেড় টাকা-দু
টাকা দিয়ে ফাউন্টেন পেন কিনতে পারতেন না, যেখানে নিব সমেত একটা ভাল হ্যান্ডেল কলমের দাম দশ-বারো আনা, সে কারণে ওই
কালির কারখানাটা ৮০-৮২ সাল পর্যন্তও টিকে ছিল। কালির বড়ি তৈরি হতো। এরপর একসময় বন্ধ হয়ে যায়। ফাউন্টেন পেনের যুগে পাইলট পার্কারের পরই সোনালি ক্যাপওলা চিনা কলম ছিল আভিজাত্যের
প্রতীক। মাব্লঁবা ক্রশ এসব কলমের নাম শুনিনি তখন। আমি ব্যবহার করতাম রাইটার এবং ডক্টর। ডক্টর একটু দামি কলম। দু টাকা। কলমের প্যাঁচ খুলে ভেজলিন লাগাতাম। কিছুটা সুরাহা হতো। সে যুগে সস্তার ফাউন্টেন পেনে আমরা ‘হাতে কালি
মুখে কালি বাছা আমার লিখে এলি’ প্রবাদের জীবন্ত মডেল ছিলাম। কলমের প্যাঁচ খুলে কালি ভরতে হতো। সুলেখা ছিল বিখ্যাত দেশী কালি। এরপর এল সুপ্রা, ক্যামেল ইত্যাদি। বিদেশি কালিও ছিল। দামি কলমের ভিতরে এমন একটা ইনবিল্ট ছোট রাবার টিউব ছিল, যেটা টিপে ধরলে কলমের শরীরে কালি ঢুকে যাবে। এই ঝরনা কলম বা ফাউন্টেন পেনগুলোকেও খেয়ে নিল ডট
পেন বা বল পেন। বল পেন ঢুকতে শুরু করেছিল সত্তরের দশকের মাঝামাঝি। প্রথম দিকে পাত্তা পেত না। বল পেনে পরীক্ষা দেওয়া যেত না। ব্যাঙ্কের চেকের সই গ্রাহ্য হতো না। তারপর আস্তে আস্তে সামাজিক
সম্মতি আদায় করে নিল। সেটা অন্য কাহিনি।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

গয়নার ল্যাবে তৈরি হলো বিশ্বের প্রথম কৃত্রিম রুবি!!

অনলাইন প্রতিনিধি :-বাংলায় চুনি, ইংরেজিতে রুবি।চুনির রং কতটা টকটকে লাল, তার উপর এই মানিকের দাম…

12 hours ago

মুখ্যমন্ত্রীর মুখ বাঁচাতে পুলিশ প্রশাসনের নির্লজ্জ দ্বিচারিতা!!

অনলাইন প্রতিনিধি :-চাঁদারজুলুম নিয়ে ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে তথাকথিত সুশাসনের রাজ্যে প্রশাসনের নির্লজ্জ দ্বিচারিতা প্রকাশ্যে এলো।…

13 hours ago

কাজের বাজারে মন্দা!!

কেন্দ্রে ১০০ দিন পূর্ণ করল তৃতীয় মোদি সরকার।যদিও বর্তমান ক্ষমতাসীন কেন্দ্রীয় সরকারকে মোদি সরকার আখ্যা…

13 hours ago

নিগো – অন্ধ প্রশাসন!!

নিগো বাণিজ্যের রমরমা চালানোর জন্যই কি ১৮ সালে রাজ্যের মানুষ বর্তমান সরকারকে ক্ষমতায় বসিয়েছিলো?রাজ্যের আকাশ…

2 days ago

বিমানযাত্রীর মর্মান্তিক মৃত্যু নিয়ে পুলিশের তদন্ত শুরু!!

অনলাইন প্রতিনিধি :-এয়ারইন্ডিয়া এক্সপ্রেসের কর্মীর চরম গাফিলতি ও উদাসীনতার কারণে রীতা বণিক (৫৯) বিমান যাত্রীর…

2 days ago

হরিয়ানাঃ পাল্লা কার পক্ষে?

হরিয়ানা কি বিজেপির হাত থেকে ফসকে যাচ্ছে?শাসক বিজেপির হাবভাব দেখে তেমনটাই অনুমান করছে রাজনৈতিক মহল।প্রধানমন্ত্রী…

3 days ago