Categories: দেশ

কালীপুজোর উদ্বোধনে ‘সেলিব্রিটি’ মহম্মদ মানিক

এই খবর শেয়ার করুন (Share this news)

জীবনপ্রদীপ জ্বালিয়ে পাদপ্রদীপের আলোয়। শ্যামাপুজো উদ্বোধনে কলকাতায় আসছেন মহম্মদ মানিক। এক মাস আগেও তার নাম জানত না কেউ। কালীপুজো উদ্বোধন তো দুরের কথা, পাড়ায় ছোটখাটো কোনও অনুষ্ঠানেও ডাক পাননি কোনওদিন। এহেন মানিকের লহা সঈদ উত্তরণের নেপথ্যে অসম সাহস। যে সাহসের কাছে হার মেনেছিল হড়পা বান। বিজয়া দশমীর রাত। মালবাজারের মাল নদীতে ঠাকুর বিসর্জন দিতে এসেছিলেন অগুনতি মানুষ। আকস্মিক হড়পা বানেই নেমে এল সর্বনাশ। পিঁপড়ের মতো ভেসে যাচ্ছিল মানুষগুলো। নিজের জীবন বিপন্ন করে খরস্রোতা নদীগর্ভ থেকে দশজনকে টেনে তোলেন মানিক। টিভিতে সেই দৃশ্য দেখার পরই সিদ্ধান্ত স্থির করেন শ্যামাপুজো কমিটির কর্তারা। তার হাতেই পুজোর ফিতে কাটার দায়িত্ব তুলে দিয়েছে সোদপুর নাটাগড় ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন। এবার তাদের কালীপুজো ৬২তম বছরে। ক্লাবের সম্পাদক সুজিত দে ।জানিয়েছেন, ‘ব্যতিক্রমী পথে হাঁটতে চাই। আমাদের আশপাশে এমন অনেকেই আছে সে অর্থে তারা সেলিব্রিটি নন। খবরের কাগজ, ম্যাগাজিনে রোজ রোজ তাদের ছবি বেরয় না। কিন্তু আক্ষরিক অর্থে এরাই সিদ্ধান্ত সুপারস্টার।’ যেমনটা মহম্মদ মানিক। দেখতে গিয়েছিলেন বিসর্জন । কিন্তু সে রাতে এমনটা হবে ,কে জানত। ঘুটঘুটে অন্ধকার। শান্ত মাল নদী আচমকাই বদলে যায় হড়পা বানের অভিঘাতে। সবাই যখন ছুটে পালাচ্ছেন, নদীতে ঝাঁপ দিয়েছিলেন মানিক। ভয় লাগেনি? মানিকের কথায়,অনেকগুলো শিশু ভেসে যাচ্ছিল। আমার মনে পড়ে গিয়েছিল নিজের বাচ্চাটার কথা। আর কোনওকিছু না ভেবে ঝাঁপ দিয়েছি।’ সুদূর উত্তরবঙ্গ থেকে কলকাতার কালীপুজোয় উদ্বোধনের ডাক পেয়ে স্বভাবতই খুশি মানিক। অকুতোভয় ওই সংখ্যালঘু মানুষটার হাতে দায়িত্ব তুলে দিতে পেরে আপ্লুত নাটাগড় ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনও। আগামী শনিবার বিকেলে তাদের পুজোর উদ্বোধন। ক্লাব সম্পাদকের কথায়, ‘নদীতে ঝাঁপিয়ে পড়ার সময় ধর্ম দেখেননি মানিক। তার লক্ষ্য ছিল, মানুষের জীবন বাঁচানো। যা কিছু বিভেদ বাড়ায়, আমরাও তাকে দূরে সরিয়ে রাখতে চাই। মহম্মদ মানিক আমাদের কাছে যথার্থ সেলিব্রিটি। ‘সম্পত্তি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও মালবাজারে গিয়ে দেখা করেছেন অকুতোভয় এই যুবকের সঙ্গে। জীবন বাঁচানোর পুরস্কারস্বরূপ হাতে তুলে দিয়েছেন এক লক্ষ টাকা। দিয়েছেন সিভিক ভলান্টিয়ারের চাকরি। মানিক বলছেন, ‘আবার যদি কেউ বিপদে পড়েন, তবে আবারও ঝাঁপিয়ে পড়ব।’।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

ফ্রি-ফ্রি-ফ্রি!

দিল্লী বিধানসভা ভোটকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলির মধ্যে যেন প্রতিশ্রুতির প্রতিযোগিতা শুরু হয়েছে। ভোটারদের মন…

11 hours ago

এ কে-৪৭ ও প্রচুর কার্তুজ সহ ৬ বৈরী ধৃত মিজোরামে, চাঞ্চল্য!!

অনলাইন প্রতিনিধি:- বাংলাদেশ থেকে কাঞ্চনপুর মহকুমার ভারত- বাংলাদেশ সীমান্ত দিয়ে মিজোরামে যাওয়ার পথে মামিত জেলার…

1 day ago

ফাইফরমাশ খাটছেন টিএসআর জওয়ানরা !!

অনলাইন প্রতিনিধি :- নিরাপত্তার কাজে নয়, টিএসআর জওয়ানদের খাটানো হচ্ছে আর্দালি হিসাবে। পুলিশ আধিকারিকদের ও…

1 day ago

ইন্ডিগো আরও একটি দিল্লীর বিমান চালু করছে!!

অনলাইন প্রতিনিধি :- ইন্ডিগো আগরতলা- দিল্লী রুটের উভয় দিকে যাতায়াতে আরও একটি বিমান চালু করছে।…

2 days ago

ইন্দ্রপ্রস্থে ভোট!!

দিল্লীর বিধানসভা ভোট নিয়ে সরগরম দিল্লী। দিল্লীতে এবার এক আঙ্গিকে বিধানসভা ভোট হচ্ছে। গত পরিস্থিতির…

2 days ago

বহিঃরাজ্যে গেল “ধানি লঙ্কা”ওরফে ধান্না মরিচ!!

অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরায় উৎপাদিত" অর্গানিক বার্ড আই চিলি " স্হানীয় ভাষায় যাকে বলা হয় ধানি…

2 days ago