কাল আসছেন রাষ্ট্রপতি, সফর সূচী চূড়ান্ত

এই খবর শেয়ার করুন (Share this news)

আগামীকাল অর্থাৎ ১২ অক্টোবর দু’দিনের ত্রিপুরার সফরে আসছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। মঙ্গলবার পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ড. দেবপ্রিয় বর্ধন এবং পুলিশ সুপার শঙ্কর দেবনাথ সাংবাদিক বৈঠকের মধ্য দিয়ে রাষ্ট্রপতির ত্রিপুরা সফরের বিস্তারিত কর্মসূচি তুলে ধরেন।

১২ অক্টোবর সকাল ১১ টা ১৫ মিনিটে আগরতলা বিমানবন্দরে অবতরণ করবেন তিনি।
রাজ্যে পৌঁছে প্রথমেই তিনি জুডিশিয়াল একাডেমি, জাতীয় আইন মহাবিদ্যালয় এর ভিত্তি প্রস্থর স্থাপন করবেন সকাল ১১’৪০ মিনিটে। এরপর দুর্গাবাড়ি চা বাগানে একটি বিশেষ অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। সেখান থেকে সরাসরি চলে আসবেন রবীন্দ্র শতবার্ষিকী ভবনে বিকেল সাড়ে তিনটায় । সেখানে বেশ কিছু প্রকল্পের উদ্বোধন করবেন তিনি।
তারপর সন্ধ্যে সাড়ে ছয়টা থেকে সাড়ে সাতটা পর্যন্ত আগরতলা টাউন হলে আগরতলা পুর নিগম আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন তিনি ।
তারপরদিন অর্থাৎ ১৩ অক্টোবর সকাল ৮ টা ৪৫ মিনিট থেকে ৯ টা আগরতলা-গৌহাটি-কলকাতা বিশেষ ট্রেন এবং জনশতাব্দী এক্সপ্রেস (ভায়া জিরিবাম ) এর উদ্বোধন করবেন তিনি ।
সেখান থেকে চপারে করে সরাসরি চলে যাবেন উদয়পুর মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে। সকাল দশটা কুড়ি মিনিটে সেখানে পৌঁছবেন তিনি । সেখান থেকে সরাসরি চলে আসবেন আগরতলা মহারাজা বীর বিক্রম আন্তর্জাতিক বিমানবন্দরে এবং ১১ঃ৪০ মিনিটে প্রস্থান করবেন তিনি আসামের উদ্দেশ্যে ।
রাষ্ট্রপতির ত্রিপুরা সফরকে কেন্দ্র করে ইতিমধ্যেই সারাই করা হয়েছে ভিভিআইপি রোডগুলিকে। এছাড়াও জোর প্রস্তুতি চলছে পুলিশ প্রশাসনের। নিরাপত্তায় যেন কোনো ধরনের খামতি না হয় সেদিকে কঠোর নজর রাখছে রাজ্য পুলিশ প্রশাসন ।

Dainik Digital

Recent Posts

বাতিল করলেন তিন দেশের সফর প্রধানমন্ত্রী!!

অনলাইন প্রতিনিধি :-মে মাসের মাঝামাঝি ক্রোয়েশিয়া, নরওয়ে ও নেদারল্যান্ড সফরে যাওয়ার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র…

15 mins ago

পাকিস্তানে নিহত বেড়ে ২৬!!

অনলাইন প্রতিনিধি :-পাকিস্তানে ভারতের হামলায় মৃত বেড়ে ২৬। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক জানিয়েছেন,…

44 mins ago

কৃষকের মাঝেই ঈশ্বরের অবস্থান: রতন, বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের আর্থিক ক্ষতিপূরণ প্রদান!!

অনলাইন প্রতিনিধি :;মঙ্গলবার সারা রাজ্যে একাধিক অনুষ্ঠানের মাধ্যমে গত বছর রাজ্যের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের…

1 hour ago

বিভিন্ন শহরের সমস্ত ফ্লাইট বাতিল করেছে ভারতীয় বিমান সংস্থা!!

অনলাইন প্রতিনিধি :-পাকিস্তানের জঙ্গি ঘাঁটিতে ভারতীয় সশস্ত্র বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলার পরিপ্রেক্ষিতে ভারতীয় বিমান সংস্থাগুলি জম্মু…

2 hours ago

সিদুঁরের মধ্যে সীমান্তে পাক সেনার গোলাবর্ষণ, মৃত্যু ৩!!

অনলাইন প্রতিনিধি :-বুধবার মধ্যরাতে ভারতীয় সেনার অপারেশন সিঁদুরের মধ্যে পুঞ্চের মেধর এলাকায় বিনা প্ররোচনায় গোলাবর্ষণ…

2 hours ago

নয় ঘাটির কোনটায় চলত প্রশিক্ষণ, কোথাও জঙ্গি হাসপাতাল!!

অনলাইন প্রতিনিধি :-পাক অধ্যুষিত কাশ্মীর ও পঞ্জাব প্রদেশের নির্দিষ্ট জায়গায় ভয়াবহ হামলা চালায় ভারতীয় বায়ুসেনা।…

3 hours ago