আগামীকাল অর্থাৎ ১২ অক্টোবর দু’দিনের ত্রিপুরার সফরে আসছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। মঙ্গলবার পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ড. দেবপ্রিয় বর্ধন এবং পুলিশ সুপার শঙ্কর দেবনাথ সাংবাদিক বৈঠকের মধ্য দিয়ে রাষ্ট্রপতির ত্রিপুরা সফরের বিস্তারিত কর্মসূচি তুলে ধরেন।
১২ অক্টোবর সকাল ১১ টা ১৫ মিনিটে আগরতলা বিমানবন্দরে অবতরণ করবেন তিনি।
রাজ্যে পৌঁছে প্রথমেই তিনি জুডিশিয়াল একাডেমি, জাতীয় আইন মহাবিদ্যালয় এর ভিত্তি প্রস্থর স্থাপন করবেন সকাল ১১’৪০ মিনিটে। এরপর দুর্গাবাড়ি চা বাগানে একটি বিশেষ অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। সেখান থেকে সরাসরি চলে আসবেন রবীন্দ্র শতবার্ষিকী ভবনে বিকেল সাড়ে তিনটায় । সেখানে বেশ কিছু প্রকল্পের উদ্বোধন করবেন তিনি।
তারপর সন্ধ্যে সাড়ে ছয়টা থেকে সাড়ে সাতটা পর্যন্ত আগরতলা টাউন হলে আগরতলা পুর নিগম আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন তিনি ।
তারপরদিন অর্থাৎ ১৩ অক্টোবর সকাল ৮ টা ৪৫ মিনিট থেকে ৯ টা আগরতলা-গৌহাটি-কলকাতা বিশেষ ট্রেন এবং জনশতাব্দী এক্সপ্রেস (ভায়া জিরিবাম ) এর উদ্বোধন করবেন তিনি ।
সেখান থেকে চপারে করে সরাসরি চলে যাবেন উদয়পুর মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে। সকাল দশটা কুড়ি মিনিটে সেখানে পৌঁছবেন তিনি । সেখান থেকে সরাসরি চলে আসবেন আগরতলা মহারাজা বীর বিক্রম আন্তর্জাতিক বিমানবন্দরে এবং ১১ঃ৪০ মিনিটে প্রস্থান করবেন তিনি আসামের উদ্দেশ্যে ।
রাষ্ট্রপতির ত্রিপুরা সফরকে কেন্দ্র করে ইতিমধ্যেই সারাই করা হয়েছে ভিভিআইপি রোডগুলিকে। এছাড়াও জোর প্রস্তুতি চলছে পুলিশ প্রশাসনের। নিরাপত্তায় যেন কোনো ধরনের খামতি না হয় সেদিকে কঠোর নজর রাখছে রাজ্য পুলিশ প্রশাসন ।
অনলাইন প্রতিনিধি :-দেখতেই সে নয়নাভিরাম।তার উপর তার লেজের দৈর্ঘ্য?রবীন্দ্রনাথের শ্যামা নৃত্যনাট্যে শ্যামার রূপে মুগ্ধ হয়ে…
অনলাইন প্রতিনিধি :-প্লাস্টিকের চায়ের কাপে চুমুক দিলে শেষ হতে পারে পুরুষত্ব! এমনকী, হরমোন সংক্রান্ত আরও…
লন্ডনের হিথরো থেকে মুম্বইয়ে রওনা দিয়েছিল ভার্জিন আটলান্টিকের বিমানটি। ছিলেন ২০০–র বেশি ভারতীয় যাত্রী। জরুরি…
অনলাইন প্রতিনিধি :-ডবল ইঞ্জিন সরকারের প্রায় প্রতিটি দপ্তর বর্তমানে চরম কর্মী সংকটে ধুঁকছে। ফলে যে…
অনলাইন প্রতিনিধি :-প্রায় ১২ কোটিটাকা ব্যয়ে বাধারঘাটে দশরথ দেব স্পোর্টস কমপ্লেক্সে ২০০ শয্যা বিশিষ্ট যুব…
অনলাইন প্রতিনিধি:-রাজ্যের শান্তি সম্প্রতি ও সংহতি রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।যাতে আমাদের আর্থ সামাজিক উন্নয়ন…