কাল এডিসির ৮টি জোনালে জনজাতি মোর্চার ডেপুটেশন

এই খবর শেয়ার করুন (Share this news)

আগামীকাল অর্থাৎ ৪ নভেম্বর ফের ৮ টি এডিসি জোনাল অফিসে গণতান্ত্রিকভাবে ডেপুটেশন দেবে বিজেপি জনজাতি মোর্চা। সকাল ১১ টা থেকে দুপুর ২ টার মধ্যে ডেপুটেশন প্রদানের কাজ শেষ করা হবে। বৃহস্পতিবার বিজেপির প্রদেশ কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে একথা জানান বিজেপি জনজাতি মোর্চার বরিষ্ঠ কার্যকর্তা বিদ্যুত দেব্বর্মা। এছাড়াও এদিনের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বিজেপি জনজাতি মোর্চার প্রদেশ সভাপতি বিকাশ দেব্বর্মা ও জনজাতি মোর্চার যুগ্ম সচিব ডেভিড দেব্বর্মা।
উল্লেখ্য, গত ১৯ অক্টোবর ৪৪ টি সাব জোনালে ৮ টি দাবিকে সামনে রেখে যে চার্জশিট প্রদান করা হয়েছিল বিজেপি জনজাতি মোর্চার তরফে সেই ডেপুটেশনের এখনও পর্যন্ত কোনও সদুত্তর পাওয়া যায়নি জোনাল অফিসের তরফে। তাই আগামীকাল ফের এডিসির ৮ টি জোনাল অফিসে ডেপুটেশন প্রদান করবে বিজেপি জনজাতি মোর্চা। তাদের একটাই দাবি- এডিসি এলাকাগুলোতে কেন উন্নয়ন থমকে গেছে এবং এই উন্নয়ন থমকে যাওয়ার পেছনে যে দুর্নীতি চলছে তার সুষ্ঠু তদন্ত করা।
গত ১৯ অক্টোবর যে ৮ টি পয়েন্টকে সামনে রেখে ডেপুটেশন প্রদান করা হয়েছিল তার মধ্যে অন্যতম একটি দাবি হল এডিসি ভবন নির্মাণ। উত্তরগেইটে অল কাউন্সিল ভবনে পাইলিং করে নীতি আয়োগের টাকায় ৫ তলা বিশিষ্ট এডিসি ভবন নির্মাণের কথা ছিল। তবে এডিসিতে তিপ্রা মথা প্রশাসনে আসার পর এডিসি ভবন নির্মাণের জন্য নীতি আয়োগের যে টাকা ধার্য করা হয়েছিল সেই টাকা ডাইভার্ট করা হয়েছে, এবং এই টাকা কোথায় খরচ করা হবে সে সংক্রান্ত কোনো রিপোর্ট কিংবা তথ্য এখনও পাননি। এমনটাই অভিযোগ বিজেপি জনজাতি মোর্চার। এডিসি ভবন নির্মাণ ছাড়াও ৮ টি পয়েন্টের মধ্যে আরও রয়েছে খেরেংবার হসপিটাল নির্মাণ, কম্পিউটার ডিস্ট্রিবিউশনের টেন্ডার , রাবার প্ল্যান্টেশনের দুর্নীতি সহ বিভিন্ন বিষয়।
এছাড়াও এদিনের সাংবাদিক সম্মেলনে ২০২৩ এর বিধানসভায় তিপ্রা মথার সঙ্গে জোট সম্পর্কিত বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিজেপি প্রদেশ জনজাতি মোর্চার বরিষ্ঠ কার্যকর্তা বিদ্যুৎ দেব্বর্মা বলেন, সারা ত্রিপুরা রাজ্যে রাজনৈতিক এবং সাংগঠনিকভাবে একাই লড়ার ক্ষমতা আছে বিজেপি প্রদেশ জনজাতি মোর্চার। তবে তিনি আরও বলেন কার সাথে সমঝোতা হবে সেটা কেন্দ্রীয় সংগঠনের ওপর নির্ভর করে। এবিষয়ে বলার কোনো (স্পেস)অধিকার জনজাতি মোর্চার নেই। তিনি আরও বলেন, ২৩-এর নির্বাচনে জোট হবে কি হবে না সেটা সময়ে নির্ধারিত হবে।
কিছুদিন পূর্বে সাংবাদিক সম্মেলন করে বিজেপি প্রদেশ সহ সভাপতি ড. অশোক সিনহা বলেছিলেন, “২৩-এর বিধানসভা নির্বাচনে একাই লড়বে বিজেপি; কোনও দলের সাথে জোটে যাচ্ছে না ভারতীয় জনতা পার্টি”। সেই বিষয়টিকে উদ্দেশ্য করে বিদ্যুত দেব্বর্মা বলেন- নিশ্চয়ই কেন্দ্র থেকে ইশারা পেয়েই একথা বলেছেন ড. অশোক সিনহা।
এছাড়াও এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন- কোনও ‘পদ’ পাওয়ার জন্যে বিজেপিতে আসেননি তিনি, পদের কোনও দরকার নেই। কাজ করাই হল মূল উদ্দেশ্য।

Dainik Digital

Recent Posts

“যুদ্ধ বলিউড সিনেমা নয়’, বক্তা প্রাক্তন সেনাপ্রধান!!

অনলাইন প্রতিনিধি :-যুদ্ধ কোনও বলিউডের সিনেমা নয়। যুদ্ধের আগে কূটনীতিকেই বেছে নিতে হবে। ৷ ভারত-পাকিস্তান…

5 hours ago

তৈরি আছে ভারত!!

অনলাইন প্রতিনিধি :-সোমবার রাতে অপারেশন সিঁদুর নিয়ে জাতির উদ্দেশ্যে বক্তব্য রাখেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

5 hours ago

পদ্মশ্রী প্রাপ্ত কৃষি বিজ্ঞান সুবান্না আয়াপ্পানের রহস্যমৃত্যু,!!

অনলাইন প্রতিনিধি :-পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত কৃষি বিজ্ঞানী ৬৯ বছর বয়সি সুবান্না আয়াপ্পান ইন্ডিয়ান কাউন্সিল অফ…

15 hours ago

ব্যতিক্রমী সম্পর্কের খোঁজ!!

ছয় বৎসর পর পর ভারত-পাকিস্তান সামরিক সংঘাতে ছয় জড়াইয়াছে। একটি যুদ্ধ কিংবা যুদ্ধ তৎপরতায় ময়দানে…

15 hours ago

রেশনে ডালের দাম বাড়ল পাঁচ টাকা!!

অনলাইন প্রতিনিধি :-রাজ্যের রেশনশপে একলাফে মশুরি ডালের মূল্য প্রতিকিলোতে ৫ টাকা বৃদ্ধি করেছে রাজ্য সরকার।রেশনশপে…

16 hours ago

টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়ে নিলেন কোহলি!!

অনলাইন প্রতিনিধি :-টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়ে নিলো বিরাট কোহলি।ভারতীয় ক্রিকেট বোর্ডের অনুরোধ রাখলো না।রোহিত…

16 hours ago