Categories: দেশ

কাশ্মীরে বাড়ছে টার্গেট কিলিং

এই খবর শেয়ার করুন (Share this news)

কাশ্মীর নিয়ে উদ্বেগ বাড়ছে তো বটেই , উপত্যকার আইনশৃঙ্খলা নিয়ে একপ্রকার জেরবারই মোদি সরকার । একের পর এক কাশ্মীরি পণ্ডিত , ভিন্ রাজ্য থেকে কাশ্মীরে কাজ করতে আসা বহিরাগত হিন্দু সম্প্রদায়কে টার্গেট করে হত্যা করছে সন্ত্রাসবাদীরা । গত কয়েকদিনের মধ্যেই কখনও সরকারী কর্মী রাহুল – ভাট , টিভি সঞ্চালিকা আমরিনা ভাট ,স্কুল শিক্ষক রজনী বালা এবং বৃহস্পতিবার ব্যাঙ্ক ম্যানেজার বিজয় কুমারকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলী করে হত্যা করেছে জঙ্গিরা । গত বছরের অক্টোবর মাস থেকে বিশেষ করে কাশ্মীরি পণ্ডিতদের বেছে বেছে হত্যা করা একটি প্রবণতায় পরিণত করেছে জঙ্গিরা ।যা নিয়ে তীব্র আতঙ্ক তৈরি হয়েছে । কাশ্মীরি পণ্ডিতরা কাশ্মীর থেকে দিল্লী সর্বত্র এই আক্রমণ আর খুনের উৎসবের বিরুদ্ধে এবং নিরাপত্তার দাবিতে রাস্তায় নেমে আন্দোলন ও বিক্ষোভ প্রদর্শন করছেন । এমনকী তুমুল ক্ষোভও প্রকাশ করা হচ্ছে মোদি সরকারের বিরুদ্ধে । পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে আশঙ্কা করে সোমবার থেকেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক দফায় দফায় বৈঠক করছে । এই হত্যালীলা যে নিছক সেনা ও আধা সেনা নামিয়ে দমনপীড়নের কঠোরতায় প্রতিরোধ করা যাচ্ছে না সেটা স্পষ্ট । কারণ সম্পূর্ণ প্রত্যন্ত কোনও এলাকায় কোনও একটি সরকারী দপ্তর অথবা ব্যাঙ্ক কিংবা স্কুলে একজন অথবা দু’জন জঙ্গি আচমকা হাজির হয়ে কাউকে টার্গেট করে হত্যা করে পালাচ্ছে । সুতরাং সংঘবদ্ধ কোনও গণহত্যা অথবা আগের মতো বিস্ফোরণ ঘটছে না । এক্ষেত্রে গোটা কাশ্মীরকেই সেনা ও আধাসেনায় মুড়ে দেওয়া হলেও এরকম বিক্ষিপ্তভাবে আক্রমণ চলতেই থাকবে সেটা স্পষ্ট । তাহলে কী করা উচিত ? এই সমাধানের সন্ধানে মরিয়া কেন্দ্র ।

কারণ এদিকে , যেমন সরকারের মুখরক্ষা হচ্ছে না । বরং যথেষ্ট বিব্রত হতে হচ্ছে । লাগাতর বিরোধীরা অভিযোগ ও আক্রমণ করছে যে , নব্বইয়ের দশক থেকে বিজেপি বিরোধী রাজনীতির দলকে আক্রমণ করে কাশ্মীরি পণ্ডিতদের উপর হামলা ও কাশ্মীরি পণ্ডিতদের নির্বাসনে পাঠানোর বিরুদ্ধে সরব হয়েছে । সুতরাং কাশ্মীরি পণ্ডিতরা নিশ্চিত হয়েছিলেন যে , একবার ক্ষমতাসীন হলে বিজেপি সরকার তাদের আবার সুরক্ষা তো দেবেই নির্বাসিত জীবন ছেড়ে ঘরে ফেরার সুযোগ করে দেবে । সেই প্রয়াস শুরুও করেছিল মোদি সরকার । শুধুই কাশ্মীরি পণ্ডিত নয় । অন্য রাজ্য থেকেই নানাবিধ সরকারী চাকরিতে সাধারণ সরকারী কর্মীদের নিয়ে আসা হয়েছে কাশ্মীরে । কাশ্মীরের বিভিন্ন উন্নয়নমূলক পরিকাঠামো প্রকল্পে কাজ করতে ভিন্ রাজ্যের পরিযায়ী শ্রমিক ও কর্মীরা হাজির হয়েছে । কিন্তু সন্ত্রাসবাদীরা এদেরই টার্গেট করছে । আর একের পর এক হত্যাকাণ্ড ঘটছে । কংগ্রেস আজও জবাবদিহি চেয়েছে মোদি সরকারের কাছে । কংগ্রেস মুখপাত্র বিবেক তাঙ্কা বলেছেন , কাশ্মীরি পণ্ডিতরা এখন কাশ্মীর ছেড়ে পালাচ্ছেন কেন ? এখন তো সরকারে মোদি সরকার ! কেন মোদি সরকার কাশ্মীরে সন্ত্রাসবাদের নির্মূল করতে পারছে না ?গতকাল বিজেপির রাজ্যসভার এমপি সুব্রহ্মনিয়াম স্বামী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগ পর্যন্ত দাবি করেছেন । আজও অমিত শাহ সেনাপ্রধান ও জাতীয় নিরাপত্ত উপদেষ্টার সঙ্গে দীর্ঘ বৈঠক করেন । সেখানে কাশ্মীরে উপরাজ্যপালও হাজির ছিলেন । সোজা কথায় কাশ্মীরি নিয়ে এখন চরম এক উদ্বেগ তৈরি হয়েছে মোদি সরকারের অন্দরে ।

Dainik Digital

Recent Posts

দ্বিতীয়দিন ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হলো হাজারো দর্শক-শ্রোতা!!

অনলাইন প্রতিনিধি:-প্রথমদিনের মতোই উড়ান আয়োজিত ত্রিপুরা লিটারেচার ফেস্টিভ্যালের দ্বিতীয়দিনও ছিল শ্রোতা ও দর্শকে পরিপূর্ণ। সাহিত্য,…

13 hours ago

মার্কিন হাসপাতালে এলোপাথারি গোলাগুলি!!

অনলাইন প্রতিনিধি :-শনিবার আমেরিকার পেনসিলভ্যানিয়া প্রদেশের ইয়র্ক কাউন্টির ‘ইউপিএমসি মেমোরিয়াল হাসপাতাল’ নামে ওই হাসপাতালে ঢুকে…

14 hours ago

আগরতলা-গুয়াহাটি বন্দে ভারত শীঘ্রই।।

অনলাইন প্রতিনিধি :-আগরতলা-গুয়াহাটি-আগরতলার মধ্যে বন্দে ভারত এক্সপ্রেস চলাচল এখন শুধুই সময়ের অপেক্ষা। এই মন্তব্য করেন…

14 hours ago

তেলেঙ্গানার সুড়ঙ্গে আটক ৮ শ্রমিক,বিচ্ছিন্ন যোগাযোগ!!

অনলাইন প্রতিনিধি :-২৪ ঘণ্টা ধরে তেলঙ্গানার শ্রীসৈলাম সুড়ঙ্গে আটকা পড়েছেন আট শ্রমিক। কাদাজলে ভরে গিয়েছে…

14 hours ago

ভোট বিদেশি হস্তক্ষেপ।।

মার্কিন প্রেসিডেন্ট গণতান্ত্রিক রায়ের দুই লাইনের এক মন্তব্যে, শুরু হয়েছে।পরিস্থিতি এমন জায়গায় গিয়ে পৌঁছেছে যে,…

14 hours ago

কেন্দ্রীয় কারাগারে কোটি টাকার টেন্ডার ঘোটালার অভিযোগ!!

অনলাইন প্রতিনিধি :-বিগত বামফ্রন্ট সরকারের আমল থেকেই কেন্দ্রীয় সংশোধনাগার দুর্নীতির আখড়া হিসাবে পরিচিতি লাভ করেছে।দুর্নীতির…

15 hours ago