কিং খানের উপস্থিতিতে ইডেনে জয়ের পতাকা উড়ালো কেকেআর। শার্দুল ঠাকুর এবং রিঙ্কু সিংয়ের তুফানি ব্যাটিং আর বরুণ, নারিন, সুযশের বিষাক্ত স্পিনের ছোবলে ইডেনে বিরাটদের পতন হলো। ১৬তম আইপিএলে নিজের হোম ম্যাচেই প্রথম জয়ের স্বাদ পেলো কেকেআর। আজকের ম্যাচের পারদ দারুণভাবে ওঠানামা করলো। তবে ইডেন বিরাটের ব্যাট দেখতে না পেলেও দর্শকদের মাতালেন শার্দুল, রিঙ্কু, বরুণরা। প্রাথমিক বিপর্যয় কাটিয়ে কেকেআর ২০ ওভারে সাত উইকেটে ২০৪ রান করার পর আরসিবি ১৭.৪ ওভারে মাত্র ১২৩ রান করে। ইডেনের প্রায় ৮০ হাজার দর্শকের সামনে কিং খানকে একটা দারুণ জয় উপহার দিল কেকেআর বাহিনী। ম্যাচ জিতলো ৮১ রানে। মাত্র ১৫ রানে চার উইকেট পেলো বরুণ চক্রবর্তী। এর আগে আরসিবির অধিনায়ক ডু প্লেসিস টস জিতে কেকেআরকে প্রথমে ব্যাট করার জন্য আমন্ত্রণ জানায়। রহমানুল্লাহ গুরবাজ এবং ভেঙ্কটেশ আইয়ার কেকেআরের ইনিংস শুরু করে। তবে আইয়ারের ইনিংস মাত্র সাত বলে খতম।
ব্যক্তিগত তিন রানে আইয়ার বিদায় নেন উইলির বলে। পরের বলেই মনদীপ সিং (০)। পেছন পেছন অধিনায়ক নীতীশ রানা। রানা মাত্র এক রানে ব্রেসওয়েলের শিকার হয়। গুরবাজ মারমুখী ইনিংস খেললেও করণ শর্মা তাকে ফিরিয়ে দেন। গুরবাজ ৪৪ বলে করেন ৫৭। ছিল ছয়টি চার, তিনটি ছয়। আন্দ্রে রাসেল বিনা রানে সাজঘরে ফেরেন। ৮৯ রানে কেকেআরের পাঁচ উইকেট। ঘটনা হচ্ছে আজ ইডেনে চলতি সিজনে প্রথম আইপিএল ম্যাচ খেললো কেকেআর। কিন্তু দর্শকদের ভূমিকা দেখে একবারও মনে হয়নি কেকেআর হোম টাউনে খেলছে। রিঙ্কু সিং ও শার্দুল ঠাকুর কেকেআরের পতন রোখার চেষ্টা করে। শুরু হয় পাল্টা আক্রমণ ৷ শার্দুলের রীতিমতো মারমুখী ব্যাটিংয়ে কেকেআরের স্কোর বোর্ড গতি পায়। মাত্র ২০ বলে অর্ধশতরান করে নেন শার্দুল। কেকেআর ১৫০ রান পার করে নেয়। শার্দুলের পাশাপাশি রিঙ্কুও ব্যাট হাতে জ্বলে উঠে। শার্দুল ও রিঙ্কু ৬ষ্ঠ উইকেটের জুটিতে মাত্র ৪৮ বলে ১০৩ রান যোগ করে নেয়। তবে দলীয় ১৯২ রানে বিদায় নেন রিঙ্কু। তবে যাওয়ার আগে রিঙ্কু ৪৬ রান করেন ৩৩ বলে। ইনিংসে ছিল দুটি চার ও তিনটি ছয়। শেষ পর্যন্ত কেকেআর ২০ ওভারে ৭ উইকেটে ২০৪ রান করে। শার্দুল ঠাকুর মাত্র ২৯ বলে ৬৮ রান করে। তার ইনিংসে ছিল ৯টি চার ও ৩টি ছয়। আরসিবির
বোলাররা শুরুতে চমক দিলেও পরে ম্যাচে যেন হারিয়ে যায়। তার মধ্যেও ডেভিড উইলি ১৬ রানে দুটি, করণ শর্মা ২৬ রানে দুটি উইকেট পায়। ম্যাচ জিততে আরসিবির দরকার ২০৫ রান। অধিনায়ক ডু প্লেসিসকে নিয়ে আজ আরসিবির ইনিংস শুরু করতে নামেন বিরাট কোহলি। গোটা ইডেন তাকিয়েছিল যার ব্যাটিং তাণ্ডব দেখতে, সেই বিরাট ১৮ বলে ২১ রান করে ফিরে যান। প্লেসিস ১২ বলে ২৩ এবং ব্রেসওয়েল ১৮ বলে ১৯। ঠিক এইটুকুই। বরুণ চক্রবর্তী, সুনীল নারিন, সুযশ শর্মার আগুনে বোলিংয়ের সামনে আরসিবির পতন শুরু হয়। বিনা উইকেটে ৪৪ থেকে ৮৬ রানে ৮ উইকেট। কেকেআর জয়ের গন্ধ ততক্ষণে পেয়ে গেছে। কেকেআরের বোলারদের আক্রমণে দীনেশ কার্তিক (৯), ম্যাক্সওয়েল (৫), হল প্যাটেলরা (০) সুপার ফ্লপ। শাহরুখ খান আজ প্রথা ভেঙে ম্যাচের আগেই মেয়েকে নিয়ে ইডেনে হাজির হয়েছিলেন। আজ মালিকের এই প্রথা ভাঙাকে কিন্তু সম্মান জানালো কেকেআরের ছেলেরা। ১৬তম আইপিএলে দ্বিতীয় ম্যাচে ঘরের মাঠে এসে প্রথম জয় তুলে নিল কেকেআর। আরসিবি ১৭.৪ ওভারে ১২৩ রান করে। কেকেআর জিতলো ৮১ রানে। আরসিবির প্রথম হার।
অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল এপ্রিল মাসের শেষে…
অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরা মেডিকেল কলেজে ছাত্রছাত্রীদের পাস করিয়ে দেবার নাম করে ডা. সোমা চৌধুরী নামে…
অনলাইন প্রতিনিধি :-রাজ্য ফুটবলের অভিভাবক সংস্থা টিএফএর সংবিধান সংশোধন করার নামে নিজেদের অধিকার কেড়ে নেওয়ার…
অনলাইন প্রতিনিধি :-এডিসির ৩০২ টি স্কুলে শিক্ষক ১ রয়েছে।জাতীয় স্তরে প্রাথমিক স্কুলে ছাত্র- শিক্ষকের অনুপাত…
অনলাইন প্রতিনিধি :-বামফ্রন্টের টানা ২৫ বছরে রাজ্যের পর্যটন শিল্পের কোনও উন্নয়নই হয়নি। সম্পূর্ণ অন্ধকারে ডুবে…
একা রামে রক্ষা নেই, সুগ্রীব দোসর। কথাটা বোধহয় এক্ষেত্রে একেবারে যথার্থভাবে ধ্বনিত হয়।গত কয়দিন ধরেই…