কিশোরের প্রাণ বাঁচাল অ্যাপল ওয়াচ
একটি কিশোরের প্রাণ বাঁচাল অ্যাপল ওয়াচ! না, এটি কোনও কাল্পনিক ঘটনা নয়। এই বিস্ময়কর ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রে। ১৭ বছর বয়সি স্মিত মেথার। স্মিত মহারাষ্ট্রের রায়গড়ের বাসিন্দা এবং পুনেতে পড়াশোনা করেন। মেথা এনইইটি-র পরীক্ষার্থী।এই বছর জুলাই মাসে মেথা ও তার তিন বন্ধুর মহারাষ্ট্রের ভিসাপুর ফোর্টে ট্রেক করতে গিয়েছিলেন।যেদিন তারা ট্রেক করতে যান সেদিন প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল। প্রচণ্ড বৃষ্টির মধ্যেও প্রাথমিক ট্রেক রাউন্ড ভালভাবেই সম্পন্ন হয়েছিল। কিন্তু বিপদ ঘটল ফেরার পথে। প্রচণ্ড বৃষ্টির ফলে ফেরার পথ হয়ে উঠেছিল কর্দমাক্ত। সেই কর্দমাক্ত ট্র্যাকে পা পিছলে গভীর উপত্যকায় প্রায় ১৩০-১৫০ ফুট নিচে একটি জঙ্গলের মধ্যে পড়ে যায় মেথা। অত নিচে পড়ে যাওয়ার ফলে মেথার উভয় গোড়ালি স্থানচ্যুত হয়েছিল।মেথার কাছে কোনও ফোনও ছিল না। কিন্তু সৌভাগ্যবশত মেথার হাতে পরা ছিল সেলুলার কার্যকারিতা সহ একটি অ্যাপল ওয়াচ,সিরিজ ৭। যার সাহায্যে মেথা প্রথমেই তার বাবাকে ফোন করতে সক্ষম হয় ।