প্রশ্নের মুখে বৈধ সীমান্ত বাণিজ্য, আমদানির তুলনায় রপ্তানি নামমাত্র, পরিস্থিতি চিন্তাজনক!!
কিসের আভাস দিলেন বীরজিৎ??

দৈনিক সংবাদ অনলাইন।। আগামী এক মাসের মধ্যেই রাজ্য রাজনীতিতে চমক আসবে। বিজেপির বাইক বাহিনী উল্টে গিয়ে হবে কংগ্রেসের বাইক বাহিনী। শুধু তাই নয়, বিজেপির ডজন খানেক বিধায়কও নাকি তলে তলে কংগ্রেসের সাথে যোগাযোগ রক্ষা করে চলছেন। এমনই দাবি করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা।

সোমবার খোয়াই কংগ্রেস ভবনে দুষ্কৃতীদের অগ্নিসংযোগের ঘটনা সরোজমিনে দেখতে এসেছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিত সিনহা।পরে তিনি দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের নিয়ে খোয়াই কংগ্রেস ভবনে বৈঠক করেন। বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন মাত্র এক মাস অপেক্ষা করুন দেখবেন রাজ্যের রাজনীতির চিত্র পাল্টে গেছে।
