কুকুরকে সঙ্গী করে ৭ বছরে ৬ মহাদেশ ও ৩৮ দেশ ভ্রমণ

এই খবর শেয়ার করুন (Share this news)

স্বর্গ আরোহণ পর্বে কুকুরকে সঙ্গে নিয়ে স্বর্গে পৌঁছেছিলেন যুধিষ্টির । মহাভারতের সেই গল্প যেন এ বার মর্ত্যে ঘটল । অচেনা একটি কুকুরকে সঙ্গে নিয়ে গত সাত বছর ধরে বিশ্বভ্রমণ করলেন এক ব্যক্তি । পদব্রজে গেলেন বিশ্বের ছয় মহাদেশে । স্পর্শ করলেন ৩৮ দেশের মাটি । কখনও কুকুর সঙ্গী করে হাঁটলেন জনমানবহীন প্রান্তরে , কখনও গেলেন জনাকীর্ণ শহরে , কখনও শুনসান হাইওয়ে ধরে হাঁটলেন ঘণ্টার পর ঘণ্টা এ ভাবেই ইতিহাসের পাতায় জায়গা করে নিলেন টম টার্কিস ও তার লোমশ ‘ বন্ধু ’ সভান্না।

কুকুরকে সঙ্গে নিয়ে পায়ে হেঁটে তিনি অতিক্রম করেছেন ৪৮ হাজার কিলোমিটার পথ ! তবে টম টার্কিস কিন্তু বিশ্বের প্রথম বাসিন্দা নন যিনি পদব্রজে বিশ্ব ভ্রমণ করলেন । তিনি হলেন বিশ্বের দশম ব্যক্তি যিনি ইতিহাসের পাতায় ঢুকে পড়লেন । তবে বিশ্ব রেকর্ড করে ফেলেছে সভান্না । সে – ই বিশ্বের প্রথম চারপেয়ে যে বিশ্বের ছটি মহাদেশ পায়ে হেঁটে ঘুরল । টম টার্কিস আমেরিকার নিউ জার্সির বাসিন্দা । ২০১৫ সালের ২ এপ্রিল সেখান থেকে পদব্রজে বিশ্ব ভ্রমণে বেরিয়ে পড়েন টম । ৪ এপ্রিল টমের জন্মদিন ছিল । ২০১৫ সালের ৪ এপ্রিল তার জীবনের ২৬ বসন্ত পূর্ণ হতো ।

নিজের ২৬ তম জন্মদিনে পথে – প্রান্তরে উদযাপন করতে চেয়েছিলেন তিনি । কুকুর ছাড়া তার সঙ্গে ছিল রুকস্যাক । তার মধ্যে ছিল একটা ল্যাপটপ , স্লিপিং ব্যাগ , ডিএসএলআর ক্যামেরা , শক্তপোক্ত ফোল্ডিং লাঠি ও একটি প্লাস্টিকের বাক্সে শুকনো খাবার । বাড়ি থেকে বেরনোর সময় ইয়ার – বন্ধুদের বলেই গেছিলেন , চলল ভোলা বিশ্ব ভ্রমণে ! সে কথা শুনে সকলে হেসে উড়িয়ে দিয়েছিলেন । পায়ে হেঁটে বিশ্ব ভ্রমণ ? তাও হয় নাকি ? কিন্তু টমের প্রত্যয় ছিল গগনচুম্বি । বাড়ি থেকে তিনি কিন্তু একাই বেরিয়েছিলেন । মেয়ে কুকুর সভান্না সঙ্গী হয় অনেক পরে । যাত্রা শুরুর চার মাসের মাথায় । পথই খুঁজে দেয় পথের বন্ধু সন্নাকে । ঘর ছেড়ে বেরনোর সময় তার মাথায় ছিল , যত দূর সম্ভব বিশ্বের সব মহাদেশে পা রাখবেন তিনি ।

নিজের মতো অঙ্ক কষে টমের মনে হয়েছিল , কাঙ্খিত সাধ পূরণ করতে তার সাড়ে পাঁচ বছর সময় লাগবে । কিন্তু শরীর কি আর এত ধকল সইতে পারে ! প্রথমে ব্যাকটেরিয়া সংক্রমণে আক্রান্ত হলেন । মাসাধিক ভর্তি ছিলেন লন্ডনের একটি হাসপাতালে । পরে হল করোনা । কোভিড থেকে সেরে উঠে দুর্বল শরীরে হাঁটতে গিয়ে আরও কিছু অসুখে পড়লেন । ২০২০ সালের মার্চে লকডাউন শুরু হল । সেই সূত্রে তাকে অস্ট্রেলিয়া ও মঙ্গোলিয়া অভিযান বাতিল করতে হল অনির্দিষ্ট কালের জন্য । সব মিলিয়ে বিশ্ব ভ্রমণ শেষ করতে তার সময় লেগে গেল সাত বছর ।

গত ২১ মে পদব্রজে বিশ্ব প্রদক্ষিণ করে ঘরের ছেলে ঘরে ফিরেছেন । টম ও সভান্নাকে এলাকায় কার্যত রাজকীয় সংবর্ধনা দেওয়া হয় । টমের বন্ধু – বান্ধবেরা তাদের জন্য এলাহি খানাপিনার আয়োজন করেছিলেন । মার্কিন সংবাদমাধ্যমকে টম বলেন , ‘ এখনও পুরোটাই হচ্ছে পরাবাস্তব মনে নিজেকে পৃথিবীর সম্রাট মনে হচ্ছে । সভান্নার প্রতিও আমার কৃতজ্ঞতার শেষ নেই । ’ আমেরিকা থেকে পানামা গিয়ে রাস্তায় তার সঙ্গে দোস্তি হয় সভান্নার । টমের মধ্যে সেই কুকুরও যেন খুঁজে পায় প্রকৃত বন্ধুকে । ব্যাস , সে আর টমকে ছাড়েনি । টমও সভান্নাকে ছাড়েননি । নিউ জার্সি থেকে টম প্রথমে যান ফ্লোরিডার সৈকত শহর পানামায় । সেখান থেকে , টেক্সাস । সেখানে গিয়েই সভান্নার সঙ্গে দেখা হয় তার ।

Dainik Digital

Recent Posts

দ্বিতীয়দিন ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হলো হাজারো দর্শক-শ্রোতা!!

অনলাইন প্রতিনিধি:-প্রথমদিনের মতোই উড়ান আয়োজিত ত্রিপুরা লিটারেচার ফেস্টিভ্যালের দ্বিতীয়দিনও ছিল শ্রোতা ও দর্শকে পরিপূর্ণ। সাহিত্য,…

20 hours ago

মার্কিন হাসপাতালে এলোপাথারি গোলাগুলি!!

অনলাইন প্রতিনিধি :-শনিবার আমেরিকার পেনসিলভ্যানিয়া প্রদেশের ইয়র্ক কাউন্টির ‘ইউপিএমসি মেমোরিয়াল হাসপাতাল’ নামে ওই হাসপাতালে ঢুকে…

21 hours ago

আগরতলা-গুয়াহাটি বন্দে ভারত শীঘ্রই।।

অনলাইন প্রতিনিধি :-আগরতলা-গুয়াহাটি-আগরতলার মধ্যে বন্দে ভারত এক্সপ্রেস চলাচল এখন শুধুই সময়ের অপেক্ষা। এই মন্তব্য করেন…

21 hours ago

তেলেঙ্গানার সুড়ঙ্গে আটক ৮ শ্রমিক,বিচ্ছিন্ন যোগাযোগ!!

অনলাইন প্রতিনিধি :-২৪ ঘণ্টা ধরে তেলঙ্গানার শ্রীসৈলাম সুড়ঙ্গে আটকা পড়েছেন আট শ্রমিক। কাদাজলে ভরে গিয়েছে…

21 hours ago

ভোট বিদেশি হস্তক্ষেপ।।

মার্কিন প্রেসিডেন্ট গণতান্ত্রিক রায়ের দুই লাইনের এক মন্তব্যে, শুরু হয়েছে।পরিস্থিতি এমন জায়গায় গিয়ে পৌঁছেছে যে,…

21 hours ago

কেন্দ্রীয় কারাগারে কোটি টাকার টেন্ডার ঘোটালার অভিযোগ!!

অনলাইন প্রতিনিধি :-বিগত বামফ্রন্ট সরকারের আমল থেকেই কেন্দ্রীয় সংশোধনাগার দুর্নীতির আখড়া হিসাবে পরিচিতি লাভ করেছে।দুর্নীতির…

21 hours ago