কুমারী টিলা লেইকের উন্নয়ন

দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি।। কুঞ্জবন কুমারী টিলা লেইকের আশপাশ এলাকায় রাতে নানা অসামাজিক কাজ এবং নেশার আড্ডা লেগেই থাকে। বহুদিন ধরেই এই অভিযোগ আসছিলো এলাকাবাসীর পক্ষ থেকে। ওই সব অভিযোগের পর এবং লেইকের আরও উন্নয়নের বিষয়টি খতিয়ে দেখার জন্য রবিবার কুমারী টিলা এলাকা পরিদর্শন করেন মেয়র দীপক মজুমদার৷ সঙ্গে ছিলেন কমিশনার এবং এলাকার জনপ্রতিনিধিরা। ছিলেন রাজ্য যোজনা কমিশনের ভাইস চেয়ারম্যান ডাঃ অশোক সিনহা সহ আরও অনেকে। কুমারী টিলা এলাকার এই লেইককে আরও সুন্দর করার জন্য আগামী দিন আরও বিভিন্ন পদক্ষেপ নেবেন বলে জানান মেয়র শ্রী মজুমদার।
